শতাধিক প্রতীক বিলুপ্ত হচ্ছে

কাজী হাফিজ : জনৈতিক প্রতীকে নির্বাচনের সিদ্ধান্তের কারণে স্থানীয় সরকার নির্বাচনে এতদিন ব্যবহৃত প্রায় শতাধিক প্রতীক বিলুপ্ত হয়ে যাচ্ছে। আনারস, কাপ-পিরিচ, চশমা, গরুর গাড়ি, জাহাজ, টেলিফোন, ইলিশ মাছ, কমলা লেবু, টেলিভিশন, দোয়াত কলম- এসব প্রতীক আর ব্যবহার না হওয়ার সম্ভাবনাই বেশি। এখন থেকে নির্বাচন মানেই নৌকা, ধানের শীষ, লাঙ্গলÑ এসব রাজনৈতিক দলের প্রতীকের প্রচার-প্রচারণা চলবে এবং সেই অনুসারে ব্যালট পেপার ছাড়া হবে। এ বিষয়ে নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম বলেন, যেহেতু আগামীতে সব নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে, তাই স্থানীয় সরকার নির্বাচনের জন্য আগের নির্ধারিত প্রতীকগুলো আর দরকার না হতে পারে। নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতীকে মেয়র, সাধারণ কাউন্সিলর/মেম্বার/ওয়ার্ড কমিশনার এবং সংরক্ষিত কাউন্সিলর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৪০টি নিবন্ধিত রাজনৈতিক দলের ৪০টি প্রতীক ছাড়াও স্বতন্ত্র প্রার্থীদের জন্য অতিরিক্ত ২৫টি প্রতীক সংরক্ষিত রয়েছে। এগুলোই সব নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের জন্য ব্যবহার করা যেতে পারে। তবে স্থানীয় সরকার নির্বাচনে এতদিনের জনপ্রিয় প্রতীকগুলোর মধ্যে কিছু প্রতীক স্বতন্ত্র প্রার্থীদের জন্য বরাদ্দ রাখা হবে কিনা- সেটি কমিশনের বিবেচনার বিষয়। স্থানীয় সরকার নির্বাচনগুলোর মধ্যে পৌরসভা নির্বাচনের জন্য বিদ্যমান বিধিমালায় মেয়র পদের জন্য রয়েছে আনারস, কাপ-পিরিচ, চশমা, জাহাজ, টেলিফোন, টেলিভিশন, তালা, দেয়াল ঘড়ি, দোয়াত-কলম ও মাইক। এ ছাড়াও বাড়তি প্রতীকের মধ্যে রয়েছে- ইস্ত্রি, কম্পিউটার, ক্যারম বোর্ড, চামচ, জগ, টাই, নারিকেল, বড়শি, মোবাইল ফোন, রেল ইঞ্জিন, হ্যাঙ্গার ও হেলমেট। এছাড়া এ নির্বাচনে সংরক্ষিত কাউন্সিলর পদের জন্য ৮টি ও সাধারণ সদস্য পদের জন্য ১২টি প্রতীক নির্ধারিত রয়েছে। সাধারণ কাউন্সিলর পদে রয়েছে আঙ্গুর, কাঁচি, গ্যাসের চুলা, চকলেট, চুড়ি, পুতুল, ফ্রক, ভ্যানিটি ব্যাগ, মৌমাছি ও হারমোনিয়াম। সংরক্ষিত কাউন্সিলর পদে উটপাখি, গাজর, টিউব লাইট, টেবিল ল্যাম্প, ডালিম, ঢেঁড়শ, পাঞ্জাবি, পানির বোতল, ফাইল কেবিনেট, ব্রিজ, ব্ল্যাকবোর্ড ও স্ক্রু ড্রাইভার। ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পৌর মেয়রদের জন্য নির্ধারিত ওইসব প্রতীকের বেশ কয়েকটি ছাড়াও রয়েছে জনপ্রিয় প্রতীক গরুর গাড়ি। এ নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য পদে ৮টি ও সাধারণ সদস্য পদে ১০টি প্রতীক নির্ধারিত রয়েছে। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে রয়েছে আনারস, কাপ-পিরিচ, টেলিফোন, টেলিভিশন প্রতীক। আরো আছে চিংড়ি মাছ, মোটরসাইকেল, ঘোড়া, ব্যাটারি, হেলিকপ্টার ও ফেজটুপি। সিটি করপোরেশন নির্বাচনে মেয়র, কাউন্সিলর (সাধারণ ও সংরক্ষিত) পদে নির্ধারিত প্রতীক রয়েছে ৩৪টি। এর মধ্যে মেয়র পদের ১২টি হচ্ছেÑ কমলালেবু, ক্রিকেট ব্যাট, চরকা, টেবিল ঘড়ি, টেলিস্কোপ, ডিশ এন্টেনা, দিয়াশলাই, ফ্লাস্ক, বাস, ময়ূর, হাতি ও ইলিশ মাছ। সংরক্ষিত নারী কাউন্সিলর পদে রয়েছে কেটলি, গ্লাস, পানপাতা, পিঞ্জর, টিস্যু বক্স, বৈয়ম, মুলা, মোড়া, শিলপাটা ও স্টিল আলমারি। সাধারণ কাউন্সিলর পদে কাঁটাচামচ, মিষ্টি কুমড়া, এয়ারকন্ডিশন, করাত, ঘুড়ি, টিফিন ক্যারিয়ার, ট্রাক্টর, ঠেলাগাড়ি, ঝুড়ি, ব্যাডমিন্টন র‌্যাকেট, রেডিও ও লাটিম। স্থানীয় সরকার নির্বাচনের জন্য নির্ধারিত এসব প্রতীক জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্ধারিত ৬৫ প্রতীকের বাইরে। গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত ঢাকার দুই ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে নারী কাউন্সিলর পদের জন্য শিলপাটা, গ্লাস, বৈয়ম, মোড়া ও টিস্যুপেপারÑ এসব প্রতীক বরাদ্দ করায় অনেক নারী প্রার্থী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তারা সেসময় এমনও মন্তব্য করেন যে, নির্বাচন কমিশনের পুরুষতান্ত্রিক মানসিকতার কারণে এ ধরনের প্রতীক নারীদের জন্য বরাদ্দ দেয়া হয়েছে। পুরুষের পাশাপাশি নারীদের যখন সর্বক্ষেত্রে কর্মসংস্থান বাড়ছে, নির্বাচন কমিশন তাদের গৃহস্থালির কাজে ব্যবহার হওয়া প্রতীক বরাদ্দ দিয়ে আবারো ঘরে ঢুকিয়ে দেয়ার ষড়যন্ত্র করছে।
এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের একজন কর্মকর্তার মন্তব্য- জাতীয় সংসদ নির্বাচনের জন্য যে ৬৫টি প্রতীক বরাদ্দ রয়েছে তা স্থানীয় সরকার নির্বাচনে বরাদ্দ হলে নারী প্রার্থীদের ওই অভিযোগ আর থাকবে না।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *