চুনারুঘাটে জনতার হাতে অটোরিক্সাসহ ১ চোর আটক

স্টাফ রিপোর্টার : চুনারুঘাটে ছিনতাইকারীরা অটোরিক্সা ছিনতাই করে নিয়ে যাওয়ার পথে শাকির মোহাম্মদ এলাকায় রিক্সাসহ এক ছিনতাইকারী আটক ও অপর ছিনতাইকারী পালিয়ে যায়। আটককৃত ছিনতাইকারী হল, চুনারুঘাট সদর ইউনিয়নের নরপতি গ্রামের মৃত সরাফত উল্লার পুত্র রফিক উল্লাহ। এলাকাবাসী লোকজন তাকে উত্তম-মধ্যম দিয়ে চুনারুঘাট থানায় খবর দেন। থানা দারোগা হারুনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতার হাত থেকে অটোরিক্সা ও ছিনতাইকারীকে থানায় নিয়ে আসে। পরে রিক্সার মালিক আমকান্দি এলাকার হাফেজ সোহেল বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এঘটনাটি ঘটে গত শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে। জানা যায়, চুনারুঘাট পৌর শহর ঈদগার সামন থেকে যাত্রী বেশে ২জন ছিনতাইকারী সতং বাজার যাওয়ার জন্য ১শত ৫০ টাকা ভাড়া করে অটোরিক্সা নিয়ে যায়। এসময় চালক আব্দুল খালেক সতং বাজার এলাকায় যাওয়া মাত্র ছিনতাইকারীরা গ্রামের ভিতরে ফাঁড়ি রাস্তা দিয়ে সামনে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বলে। চালক রাস্তা দিয়ে ভিতরে প্রবেশ করলে কিছু দূর যাওয়ার পরে ছিনতাইকারীরা রিক্সা থেকে নেমে চালককে বেঁধে ফেলে, মারধোর করে একটি মোবাইল ফোন ও ৫শত টাকাসহ অটোরিক্সাটি ছিনিয়ে নিয়ে যায়। এসময় চালকের শোর চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে চালক ঘটনাটি জানান। পরে এলাকার লোকজন শাকির মোহাম্মদ এলাকার লোকজনকে মোবাইল ফোনে জানালে ওই এলাকার লোকজন অটোরিক্সাসহ ছিনতাইকারী রফিক উল্লাহকে আটক করে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *