মানবাধিকার অ্যাওয়ার্ড পদক পেয়েছেন মেম্বার হিরন

মোঃ দুলাল মিয়া : চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের ৩নং ওয়ার্ডে মেম্বার বদরুল কালাম আজাদ (হিরন) সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ ইউ/পি মেম্বার এওয়ার্ড ও মানবাধিকার শান্তি পদক ২০১৫ পেয়েছেন। গত ৮ সেপ্টেম্বর ঢাকা শাহবাগস্থ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী ২য় তলার সেমিনার হলে মানবজীবন পত্রিকার পক্ষ থেকে শ্রেষ্ঠ ইউ/পি মেম্বার এওয়ার্ড পদক ও সনদপত্র এবং ১১ অক্টোবর বিকালে ইউনাইটেড মুভমেন্ট হিউম্যান রাইটস আয়োজিত ঢাকা পাবলিক লাইব্রেরী ভিআইপি সভাকক্ষে অনুষ্ঠিত গুনিজন সংবর্ধনা অনুষ্ঠানে সমাজ সেবায় অবদানের জন্য তাকে ক্রেস্ট ও সনদ পত্র দেওয়া হয়। দুটি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন যথাক্রমে বিচারপতি শিকদার মবকুল হক ও বিচারপতি আমিরুল কবির। অন্যান্যদের মাঝে ছিলেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের বিশিষ্ট আইনজীবী এডঃ জাহাঙ্গীর আলম খান, এডঃ মোঃ নরুল ইসলাম তালুকদার এমপি, অর্থমন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন, বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের উপ-সচিব তপন কুমার নাথ, অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব লুৎফুল হাসান বাবু প্রমুখ। দেওরগাছ ইউপির ৩নং ওয়ার্ডের মেম্বার বদরুল কালাম আজাদ (হিরন) জানান, ভাল কাজে ফল পাওয়া যায়। আমি এলাকার মানুষের সুখেÑদুঃখে ছিলাম এবং থাকব। মানুষের সেবাই আমার কাজ। আমার এলাকায় সাধ্যমত উন্নয়ন কাজ করেছি। আগামীতে ও সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমি আবার ৩নং ইউপি নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *