চুনারুঘাট পৌরসভায় আগাম নির্বাচনী হাওয়া সংরক্ষিত নারী প্রার্থীরা নীরব
ইসমাইল হোসেন বাচ্চু : চুনারুঘাট পৌরসভার নির্বাচনী হাওয়ার দুলনায় দুলছেন সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা পৌর শহরে বিভিন্ন অলি-গলি ও জানা-অজানা অনুষ্ঠানে চষে বেড়ালেও সংরক্ষিত কোনো নারী প্রার্থীদের পদচারণা এখনও চোখে পড়েনি। গত নির্বাচনে সংরক্ষিত আসনে যেসব প্রার্থী বিজয়ী হয়েছিলেন তাদের অনেকেই চুপটি মেরে বসে রয়েছেন। কারণ গত নির্বাচনের পূর্বে সংরক্ষিত মহিলা প্রার্থীরা যেভাবে ওয়াদা দিয়েছিলেন সে অনুসারে অনেক ওয়াদাই “শুধু প্রতিশ্র“তি” হিসেবে রয়ে গেছে। ফলে ওই প্রার্থীরা এখন ভোটের জন্য ভোটারদের কাছে যেতে অনেকটাই দ্বিধাবোধ করছেন বলে মনে হচ্ছে। সংরক্ষিত আসনে যে তিনজন কাউন্সিলর রয়েছেন তাদেরকেও এ পর্যন্ত কোনো নির্বাচনী বিষয়াদি নিয়ে আলোচনা করছেন না। এমনকি আগামী নির্বাচনে ওই তিনজন কাউন্সিলর প্রার্থী হচ্ছেন কিনা এটাও এ মূহুর্তে পরিষ্কার করে বলা যাচ্ছেনা। সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের ব্যানার, পোষ্টার ও নির্বাচনী প্রচারণা চোখে পড়লেও বর্তমান তিনজন নারী কাউন্সিলর সহ সম্ভাব্য কোনো নারী প্রার্থীদের প্রচারণা লক্ষ্য করা যায়নি। ইতিমধ্যে একটি জরিপে দেখা গেছে, চুনারুঘাট পৌরসভায় সম্ভাব্য মেয়র পদে ৬জন এবং কাউন্সিলর পদে ৫৪ জন প্রার্থীর নাম শোনা গেলেও সংরক্ষিত তিনটি আসনে কোন নারী প্রার্থীর আভাস পাওয়া যায়নি। সংরক্ষিত আসনগুলো হলো ওয়ার্ড নং ১, ২, ৩ এলাকা নিয়ে একজন, ৪, ৫, ৬ এলাকা নিয়ে একজন এবং ৭, ৮, ৯ এলাকা নিয়ে একজন। প্রথম নির্বাচনে অনেক প্রার্থীই নিজেদের মত করে ভোটারদের মন জয় করার চেষ্টা করেন। এতে তিনজন প্রার্থী বিজয়ী হন। কিন্তু তাদের অধিকাংশ ওয়াদাই পূরণ করতে পারেননি বলে ভুক্তভোগী অনেক ভোটারদের অভিযোগ রয়েছে। এবার সংরক্ষিত আসনে যেসব নারী প্রার্থী হবেন তাদের থেকে যোগ্য, কর্মঠ ও প্রতিশ্র“তি হীন প্রার্থীদেরকে নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন অধিকাংশ ভোটার । ভোটারদের মতে, নির্বাচনের আগে হাজারো প্রতিশ্র“তি দিয়ে বাস্তবায়নে ব্যর্থতার চেয়ে প্রতিশ্র“তি না দেওয়াই ভালো। বর্তমান মেয়র নাজিম উদ্দিন শামছুর নেতৃত্বে নয়টি ওয়ার্ডে ৯ জন কাউন্সিলর ও সংরক্ষিত আসনে তিনজন কাউন্সিলর রয়েছেন। চুনারুঘাট পৌরসভায় নির্বাচিত হয়ে বর্তমানে উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করছেন, বর্তমান মেয়র মোহাম্মদ নাজিম উদ্দিন শামছু, ১নং ওয়ার্ডে রয়েছেন মোহাম্মদ তাজুল ইসলাম কাজল, ২নং ওয়ার্ডে রয়েছেন আব্দুল হান্নান, ৩নং ওয়ার্ডে রয়েছেন মোহাম্মদ রহম আলী, ৪নং ওয়ার্ডে রয়েছেন মোহাম্মদ আব্দুল হক, ৫নং ওয়ার্ডে রয়েছেন মোঃ আব্দুল খালেক আলাই মিয়া, ৬নং ওয়ার্ডে রয়েছেন আব্দুল জলিল, ৭নং ওয়ার্ডে রয়েছেন মোঃ কামাল উদ্দিন মিলন, ৮নং ওয়ার্ডে রয়েছেন হরমুজ আলী, ৯নং ওয়ার্ডে রয়েছেন মোঃ ইউনুছ মিয়া। সংরক্ষিত তিনটি আসনে বর্তমানে যারা রয়েছেন। তারা হলেন, ১, ২, ৩নং ওয়ার্ডে মাসকুরা বেগম পাবনা, ৪, ৫, ৬নং ওয়ার্ডে রয়েছেন ফেরদৌসী বকুল, ৭, ৮, ৯নং ওয়ার্ডে রয়েছেন মীর সুফিয়া আমিন বেবী। বর্তমান মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা নির্বাচনে অংশ নিবার লক্ষ্যে ইতিমধ্যে প্রচারণা অব্যাহত রাখায় তারা প্রার্থী হচ্ছেন এমনটি ভোটারদের মুখে শোভা পাচ্ছে। কিন্তু তিনটি আসনে এখন পর্যন্ত কোনো নারী প্রার্থীর পদচারণা চোখে পড়েনি। সংরক্ষিত আসনে সম্ভাব্য প্রার্থী কারা হচ্ছেন এ নিয়ে চলছে জল্পনা-কল্পনা। এ প্রসঙ্গে সংরক্ষিত আসনে বর্তমান কাউন্সিলর মাসকুরা বেগম পাবনা, ফেরদৌসী বকুল ও মীর সুফিয়া আমিন বেবীর সঙ্গে পৃথক ভাবে আলোচনা করলে তারা জানান উন্নয়ন অব্যাহত রাখতে তারা তিনজনই প্রার্থী হবেন।
Share on Facebook
Leave a Reply