তেলিয়াপাড়া চা বাগানে যাত্রাগানের আড়ালে জমজমাট জুয়ার আসর
মাধবপুর প্রতিনিধি : মাধবপুর উপজেলার ন্যাশনালটি কোম্পানী তেলিয়াপাড়া চা বাগানে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে গত মঙ্গল থেকে যাত্রাপালা শুরু হয়েছে। সেই সাথে ওয়ানটেন, ঝান্ডি মন্ডু ও তাসের খেলার মাধ্যমে জমজমাট জুয়ার আসর চলছে। বাগানের নাচ ঘরের পশ্চিম সংলগ্ন সন্ধ্যা হলেই প্রকাশ্যে জুয়া খেলা শুরু হয়। দেখার যেন কেউ নেই। স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত পর্যন্ত এই জুয়ার আসর চলেছে। স্থানীয় একটি প্রভাবশালী চক্রের ছত্র ছায়ায় এ জুয়া খেলা শুরু হয়েছিল। এতে করে এলাকার যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। এলাকার অভিভাবকরাও দিশেহারা হয়ে পড়েছেন। এ জুয়া খেলার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানিয়েছেন ওই এলাকার সচেতন মহল।
Share on Facebook
Leave a Reply