শায়েস্তাগঞ্জে ৪ টি দোকানে চুরি লক্ষাধিক টাকার মালামাল লুট
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : শায়েস্তাগঞ্জের দিদার মার্কেটে ৪ টি দোকানে দুঃসাহসিক চুরি সংঘঠিত হয়েছে। চোরেরা চালের টিন খুলে ভেতরে প্রবেশ করে দোকান থেকে নগদ টাকা ও দামী কাপড় সহ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে গত শনিবার গভীর রাতে শায়েস্তাগঞ্জের রেলওয়ে পার্কিং সংলগ্ন দিদার মার্কেটে। জানা যায়, ওই মার্কেটের ব্যবসায়ী প্রতিষ্ঠানের স্বত্তাধীকারী শায়েস্তাগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যাপক ও শায়েস্তাগঞ্জ প্লেসক্লাবের সাবেক সভাপতি ফিরুজুল ইসলাম এর কাপড়ের দোকান, রমিজ মিয়ার দোকান, মতিন মাষ্টারের দোকান ও সোহেল মিয়ার দোকানে এ সকল চুরির ঘটনা সংঘঠিত হয়। ঘটনার পর অধ্যাপক ফিরুজুল ইসলাম সাংবাদিকদের জানান, প্রতিদিনের ন্যায় ব্যবসা শেষে দোকানে তালা দিয়ে তিনি বাসায় যান। পরদিন সকালে দোকানের তালা খুলে ক্যাশ বাক্স খুলা ও সিলিং ভাঙ্গা দেখতে পান। পরে পাশর্^বর্তী আরও ৩ টি দোকানের মালিকরা দোকানে এসে তালা খুলে একই রকম অবস্থা দেখতে পান। তারাও বলেন, ক্যাশ বাক্সে থাকা নগদ টাকা এবং দামী কাপড়সহ লক্ষাধিক টাকার মালামাল চুরেরা নিয়ে গেছে। শায়েস্তাগঞ্জে রেলওয়ে ষ্টেশনের আশপাশে চুরির ঘটনা প্রতিদিন বেড়েই চলেছে। সম্প্রতি শামীম ইলেক্ট্রনিক্স, আল মামুন ট্রেডার্স, সাচ্চু টেলিকমসহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, শায়েস্তাগঞ্জের অতি নিকটে থানা থাকার পরও এসব চুরির ঘটনা সংঘটিত হওয়ায় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। প্রতিদিন রাতে পুলিশের নিয়মিত টহল থাকলে এসব চুরির ঘটনা সংঘঠিত হত না বলে মনে করেন ব্যবসায়ীরা। রাতে পুলিশী টহল জোরদার করার জন্য ব্যবসায়ীরা জোর দাবী জানিয়েছেন।
Share on Facebook
Leave a Reply