সন্তানের নাম রাখার ক্ষেত্রে মুসলিম মা-বাবাকে ইসলাম প্রিয় হতে হবে
মাওঃ আবু তৈয়্যব আল হোসাইন : সজিব, ওমা, বর্ণনা, রুহান, শিমান্ত, ইশান, জিশান, সামির, সর্ণা, বিথি, নিহা, আকাশ, আবির, ইভা, অপু, তপু, নুহা, নেন্সি ও মম এগুলো কি কোন মুসলমান সন্তানের নাম হতে পারে? অথচ মুসলমানরা তাদের আদরের সন্তানকে সম্ভোধন করার জন্য এসব নামই নির্বাচন করছে। অত্যন্ত মায়াভরে এসব নামেই ডাকছে নিজের সন্তানকে। আজ কোথায় যাচ্ছে ইসলাম আর কোথায় যাচ্ছে মুসলিম কিছুই ভেবে পাচ্ছি না। পদে পদে মুসলমানরা মার খাচ্ছে, অপমান-অপদস্থ ও লাঞ্চিত-বঞ্চিত হচ্ছে। মুসলমানদের মধ্যে উমরের সাহস, আলীর হুংকার ও খালিদের তরবারি নেই। যে কারণে কাফের মুশরিকরা নির্ভয়ে মুসলমানদের উপর নির্যাতনের স্টিমরুলার চালাচ্ছে। আজও মুসলমানের গর্ভ থেকে উমর ইবনে খাত্তাব, শেরে খুদা আলী, খালিদ বিন ওয়ালিদ, উমর ইবনে আব্দুল আজীজ, হাসান হুসাইন, ইমান আবু হনিফা, কাসিম নানুতুবী, হুসাইন আহমদ মাদানি, আশরাফ আলী থানবী, সালাহ উদ্দীন আইয়ূবী, ফজলুল করীম, ফজলুল হক আমিনী (রাহিমাহুমুল্লাহু), আল্লামা আহমদ শফীর জন্ম হত যদি মুসলমানগন ইসলামের আদর্শে আদর্শবান হতে পারত। অত্যন্ত গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায়, মানুষের নামের মধ্যেও তার চরিত্রগত একটা প্রভাব থাকে। যার একটি বাস্তব ঘটনাও ইমাম আবু হানিফা (রাহঃ) এর যুগে ঘটেছে। তাই মুসলমান হিসাবে আমরা, আমাদের সন্তানদের নাম ইসলামী ব্যক্তিদের নামে নামকরণ করব এবং সন্তানদের ইতিহাসের প্রতি উজ্জীবিত করব। তবেই আমাদের সন্তান তাদের মত হওয়ার আশা করতে পারি।
Share on Facebook
Leave a Reply