গাঁজাসহ ৩ পাচারকারী আটক

স্টাফ রিপোর্টার : চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়ন অফিসের সামন থেকে ৩০কেজি গাঁজাসহ ৩ পাচারকারীকে জনতা মারধোর করে পুলিশে সোর্পদ করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার শানখলা-বদরগাজী সড়কের শানখলা ইউনিয়নের সামন দিয়ে ৩ যুবক বেপরোয়া গতিতে সিএনজি যোগে হবিগঞ্জে যাচ্ছিল। পথিমধ্যে সিএনজিটি (অটোরিক্সাটি) স্থানীয় জনতার সন্দেহ হলে তাদের গন্তব্য জিজ্ঞেসা করলে পাচারকারীরা পালিয়ে যেতে চেষ্টা করে। ধাওয়া করে তাদেরকে আটক করে স্থানীয় জনতা। আটকৃতরা হল উপজেলার দেওরগাছ ইউনিয়নের নয়ানী বনগাঁও গ্রামের মসকুদ আলীর ছেলে নুরে আলম ওরফে মধু মিয়া (২৬), একই গ্রামের মানিক মিয়ার ছেলে ইমদাদুল হক (২০) ও আব্দুল রউফের ছেলে হারুন মিয়া। এসময় তাদের বহনকারী সিএনজিতে ৩ বস্তায় ৩০কেজি গাঁজা পাওয়া যায়। যার বাজার মূল্য ১লক্ষ টাকা। পরে চুনারুঘাট থানার এএসআই আলমাস মিয়ার নের্তৃত্বে একদল পুলিশ শানখলা থেকে ৩ গাজা ব্যবসায়ীসহ ও ৩ বস্তা গাঁজা থানায় নিয়ে আসে। পুলিশ জানায় আটককৃত মধু মিয়া ও তার ২ সহযোগী দীর্ঘদিন যাবত গাঁজাসহ মাদক ব্যবসা করে আসছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।নুরে আলম ওরফে মধু মিয়া (২৬), একই গ্রামের মানিক মিয়ার ছেলে ইমদাদুল হক (২০) ও আব্দুল রউফের ছেলে হারুন মিয়া। এসময় তাদের বহনকারী সিএনজিতে ৩ বস্তায় ৩০কেজি গাঁজা পাওয়া যায়। যার বাজার মূল্য ১লক্ষ টাকা। পরে চুনারুঘাট থানার এএসআই আলমাস মিয়ার নের্তৃত্বে একদল পুলিশ শানখলা থেকে ৩ গাজা ব্যবসায়ীসহ ও ৩ বস্তা গাঁজা থানায় নিয়ে আসে। পুলিশ জানায় আটককৃত মধু মিয়া ও তার ২ সহযোগী দীর্ঘদিন যাবত গাঁজাসহ মাদক ব্যবসা করে আসছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *