Daily Archives: October 29, 2015

জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু ১ নভেম্বর

প্রথম সেবা ডেস্ক : আগামী ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা-২০১৫। এবার এ পরীক্ষায় অংশ নেবেন ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ জন। আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে এ পরীক্ষা। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষাসচিব নজরুল ইসলাম খান, মন্ত্রণালয়ের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা।মন্ত্রী আরও জানান, এবার জেএসসি পরীক্ষায় ১৯ লাখ ৬৭ হাজার ৪৪৭ জন এবং জেডিসিতে ৩ লাখ ৫৮ হাজার ৪৮৬ জন অংশ নেবেন। বিদেশের ৮টি কেন্দ্রসহ ২ হাজার ৬২৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী সংখ্যা ২ লাখ ৩৫ হাজার ২৪১ জন ...

এমপি কেয়া’র গাড়ি চালক ও সহকারীর উপর হামলা ॥ প্রতিবাদে সিলেটে বিশাল মানববন্ধন হামলাকারীদের গ্রেফতারের দাবি

স্টাফ রিপোর্টার ॥আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি’র গাড়ি চালক ও ব্যক্তিগত সহকারীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ‘সচেতন সিলেটবাসী’র ব্যানারে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধ জনতা। গতকাল বুধবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা, ২৪ ঘন্টার মধ্যে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান। নাবিদ হাসানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, সিলেট জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডভোকেট রুহুল আনাম মিন্টু, সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ একাত্তর এর সিনিয়র সহ সভাপতি মারিয়ান চৌধুরী মাম্মী, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সিকান্দর আলী, সম্মিলিত নাট্য পরিষদের সহ সভাপতি খোয়াজ রহিম সবুজ, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি ...

বাংলাদেশের সামনে ‘ভঙ্গুর’ জিম্বাবুয়ে!

ক্রীড়া ডেস্ক : সফরকারী হয়ে স্বাগতিক দলকে হারানো গৌরবের। আর আন্ডারডগ হয়ে যখন ফেভারিটদের নাকানিচুবানি খাওয়ানো যায়, তখন গৌরব দ্বিগুণ হয়। ‍উৎসবের মাত্রা আকাশছোঁয়া হয়ে যায়।এই মুহূর্তে ক্রিকেট বিশ্বের সবচেয়ে সুখী দল আফগানিস্তান। এশিয়ার পুচকে আফগানিস্তান হারিয়ে দিয়েছে একসময়ে ক্রিকেটের সবচেয়ে বড় আন্ডারডগ জিম্বাবুয়ে ক্রিকেট দলকে। প্রথমে ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জয়ের পর টি-টোয়েন্টি সিরিজ আফগানরা জিতে নিয়েছে ২-০ ব্যবধানে।ইতিহাস তৈরি করেছে মোহাম্মদ নবীর দলটি। টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে এটিই প্রথম তাদের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জয়। অন্যদিকে জিম্বাবুয়ে তাদের সেরা দলটিকে নিয়েও নাকানিচুবানি খেয়েছে। ওয়ানডেতে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুললেও টি-টোয়েন্টিতে কিছুই করতে পারেনি তারা।জিম্বাবুয়ের এই দলটি আগামী ২ নভেম্বর বাংলাদেশে আসছে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে। বাংলাদেশ সাম্প্রতিক ...

এশিয়া কাপের হ্যাটট্রিক আয়োজক বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক : টানা তৃতীয়বারের মত এশিয়া কাপ ক্রিকেটের আসর বসতে যাচ্ছে বাংলাদেশে। বুধবার সিঙ্গাপুরে এসিসির সভায় আয়োজক হিসেবে চূড়ান্ত হয় বাংলাদেশের নাম।বুধবার রাতে সভা থেকে দেশে ফিরে বাংলাদেশের আয়োজক হওয়ার খবর নিশ্চিত করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। সম্ভাব্য সূচি অনুযায়ী আগামী বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ বাংলাদেশে অনুষ্ঠিত হবে এশিয়া কাপের ত্রয়োদশ আসর।বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি প্রধান জানান, এসিসির সভায় সর্বসম্মতিক্রমেই আয়োজক হিসেবে বাংলাদেশের নাম পাশ হয়েছে। এশিয়া কাপ আয়োজনের প্রসঙ্গটি ওঠা মাত্রই আয়োজক হিসেবে বাংলাদেশের নাম প্রস্তাব করে পাকিস্তান। ভারতসহ অন্য দেশগুলোও আপত্তি করেনি।সবশেষ দুবার (২০১২ ও ২০১৪) এশিয়া কাপ বাংলাদেশে হওয়ায় এবার আয়োজকের দৌড়ে শুরুতে ছিল না বাংলাদেশ। বিসিসিআইয়ের রাজি হওয়া সাপেক্ষে এবারের আসর হওয়ার ...

চুনারুঘাটে কর্মকর্তাদের মানবন্ধন

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার চুনারুঘাটে উপজেলা পরিষদের ১৭ দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বিলে ইউএনও’র স্বাক্ষর, বেতনস্কেলে, অষ্টম জাতীয় বেতন স্কেলে ও ক্যাডার বৈষ্যমের প্রতিবাদের প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি (২৬ কেডার), নন কেডার ও ফ্যাংশনাল সার্ভিসের কর্মকর্তা ও কর্মকর্তাবৃন্দর উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা চত্তরে ১২টা থেকে ১টা পর্যন্ত কর্মবিরতি করে এ মানববন্ধ অনুষ্ঠিত হয়। প্রকৃচির সভাপতি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবাশিষ দাস ও উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ও প্রকৃচির সেক্রেটারী ডাঃ সঞ্জীব সূত্রধরের পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন, প্রকৃচির সহ-সভাপতি ও উপজেলা কৃষি অফিসার মোঃ জালাল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ এইচ আই মামুন, ডাঃ মোজাম্মেল হোসেন, ডাঃ নজরুল ইসলাম, চুনারুঘাট সরকারী কলেজের ...

মোবাইলে কলেজ ছাত্রীকে প্রেম নিবেদন ॥ প্রতিবাদে ভাইকে বখাটেদের মারপিট

রাণীগাঁও সংবাদদাতা ॥ চুনারুঘাটে কালেজ ছাত্রী বোনকে মোবাইল ফোনে উত্যক্ত করার প্রতিবাদ করায় কলেজ ছাত্র ভাইকে পিটিয়ে আহত করেছে বখাটেরা। গতকাল দুপুর ১২টায় উপজেলার পারকুল চা বাগানের তেলিমারা লেনে এ ঘটনা ঘটে। আহত কলেজ ছাত্রকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়। আহত ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রাণীগাঁও ইউনিয়নের পারকুল চা বাগানের তেলিমারা লেনের বসন্ত শুক্লবৈদ্যর পুত্র সুজন শুক্লবৈদ্য ও তার বোন যশোদা শুক্লবৈদ্য (১৬) রাণীগাঁও স্কুল এন্ড কলেজের একাদ্বশ শ্রেণীর ছাত্র। এই সুবাদে বাগানের একই এলাকার বখাটে যুবক বিজয় বৈদ্যর পুত্র বিকাশ বৈদ্য প্রায়ই সুজনের বোন যশোদাকে মোবাইল ফোনে প্রেম নিবেদন করে উত্যক্ত করে আসছিল। এরই জের ধরে গতকাল সুজন এর প্রতিবাদ করলে বিকাশ সহ তার সহযোগীরা তাকে পিটিয়ে ...

কিবরিয়া হত্যা : আদালতে আসেননি পর্যাপ্ত আসামী, ফিরে গেলেন দুই সাক্ষী

নিজস্ব প্রতিনিধি : পর্যাপ্ত আসামী আদালতে হাজির না হওয়ায় বুধবার সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ হয়নি। ফলে দুই সাক্ষী সাক্ষ্য না দিয়েই ফিরে গেছেন। বৃহস্পতিবার আবারও সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে।সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি কিশোর কুমার কর জানান- বুধবার কিবরিয়া হত্যা মামলায় আবদুর রউফ ও এরফান আলী নামের দুই সাক্ষীর সাক্ষ্যগ্রহণের কথা ছিল।সকাল পৌণে ১১টার দিকে ওই মামলার আসামী হবিগঞ্জ পৌরসভার বরখাস্তকৃত মেয়র জিকে গউছ ও চার জঙ্গিকে আদালতে হাজির করা হয়।আদালতে পর্যাপ্ত আসামী হাজির না থাকায় ট্রাইব্যুনালের বিচারক মো. মকবুল হোসেন সাক্ষ্যগ্রহণ না করে বৃহস্পতিবার সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য্য করেন। এর আগে ওই মামলায় মামলার বাদি হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ...

প্রিতির নতুন প্রেম?

গ্লিটজ ডেস্ক : অভিনেত্রী প্রিতি জিনটার প্রেমের সম্পর্ক নিয়ে কম জল ঘোলা হয়নি। শিল্পপতি নেস ওয়াদিয়ার সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক কেবল ভাঙেইনি, তিক্ততা থেকে আইনি জটিলতায় মোড় নিয়েছে। তবে এবার হয়তো নতুন কারো আগমন ঘটেছে তার জীবনে।দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ডেভিড মিলারের সঙ্গে সম্প্রতি মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় রাতের খাবার সারতে দেখা গেছে প্রিতিকে। সে সময় হাসিমুখে ক্যামেরাবন্দিও হন এই জুটি। প্রিতির মালিকানাধীন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দল কিংস ইলেভেন পাঞ্জাবে বহুদিন ধরেই খেলে আসছেন মিলার।চলতি বছরের মাঝামাঝি সময়ে প্রিতি বলেছিলেন, তার জীবনে এসেছে নতুন কেউ। তবে নতুন প্রেমিকের নাম ফাঁস করেননি তিনি। তবে কি মিলারই কি সেই নতুন প্রেমিক? এই প্রশ্ন এখন উড়ছে মুম্বাইয়ের বাতাসে।

আগামী বছর বিয়ে করছেন ভিরাট-আনুশকা?

গ্লিটজ ডেস্ক : ক্রিকেটার হারভাজান সিং ও অভিনেত্রী গীতা বসরার বিয়ের বাদ্যের সঙ্গে হাওয়ায় ভাসছে আরেকটি ক্রিকেটার-অভিনেত্রী জুটির বিয়ের গুঞ্জন। শোনা যাচ্ছে আগামী বছরের শুরুতেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন ভিরাট কোহলি ও আনুশকা শর্মা।২০১৪ সাল থেকেই দুজনের বিয়ের গুজব উঠেছে বেশ কয়েকবার। কিন্তু এবার শোনা যাচ্ছে, শুভ কাজটি ২০১৬ সালের শুরুতেই সেরে ফেলতে চান ভিরাট-আনুশকা।ভারতীয় দৈনিব মিড-ডে বলছে, গত রবিবারে এক রেস্তোরাঁয় সময় কাটাতে দেখা গেছে দুজনকে, সঙ্গে ছিলেন আনুশকার বাবাও। পরের দিন এক সঙ্গে থাকার জন্য নতুন বাড়ি খুঁজতে বের হন ভিরাট-আনুশকা। এরপর প্রেমিকাকে তার বাড়িতে পৌঁছে দেন ভিরাট।সূত্র বলছে, "ইদানীং আনুশকার পরিবারের ভিরাটের মেলামেশা বেড়েছে, বোঝাই যাচ্ছে তারা তাদের সম্পর্ককে নতুন মোড় দিতে চাচ্ছেন। আনুশকার বাবার সঙ্গে ভালোই ...

২০১৬ সালেও চোখে দেখা যাবে না পদ্মা সেতু

প্রথম সেবা ডেস্ক ॥ আগামী বছরে (২০১৬ সাল) পদ্মাসেতু দৃশ্যমান হবার কথা থাকলেও কাজের ধীরগতির কারণে তা আর সম্ভব হবে না। পদ্মা সেতুর বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে এমন তথ্যই উঠে এসেছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। তবে বৈঠক শেষে পদ্মা সেতুর কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে পরিকল্পনা মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘পদ্মা সেতুর কাজ ঠিকমত হচ্ছে। এ সেতুর কাজে কোনো ধীরগতি নেই সংশ্লিষ্টদের কাছ থেকে শুনলাম। ইতোমধ্যে পাইলিং এর শুরু হচ্ছে।’মঙ্গলবার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠক করেন পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল। বৈঠকে অংশগ্রহণ করা সেতু বিভাগের সচিব পর্যায়ের একজন কর্মকর্তা বলেন, ‘পদ্মা সেতুর জন্য এ অর্থবছরে যে বরাদ্দ দেয়া হয়েছে তা ...