আগামী বছর বিয়ে করছেন ভিরাট-আনুশকা?
গ্লিটজ ডেস্ক : ক্রিকেটার হারভাজান সিং ও অভিনেত্রী গীতা বসরার বিয়ের বাদ্যের সঙ্গে হাওয়ায় ভাসছে আরেকটি ক্রিকেটার-অভিনেত্রী জুটির বিয়ের গুঞ্জন। শোনা যাচ্ছে আগামী বছরের শুরুতেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন ভিরাট কোহলি ও আনুশকা শর্মা।২০১৪ সাল থেকেই দুজনের বিয়ের গুজব উঠেছে বেশ কয়েকবার। কিন্তু এবার শোনা যাচ্ছে, শুভ কাজটি ২০১৬ সালের শুরুতেই সেরে ফেলতে চান ভিরাট-আনুশকা।ভারতীয় দৈনিব মিড-ডে বলছে, গত রবিবারে এক রেস্তোরাঁয় সময় কাটাতে দেখা গেছে দুজনকে, সঙ্গে ছিলেন আনুশকার বাবাও। পরের দিন এক সঙ্গে থাকার জন্য নতুন বাড়ি খুঁজতে বের হন ভিরাট-আনুশকা। এরপর প্রেমিকাকে তার বাড়িতে পৌঁছে দেন ভিরাট।সূত্র বলছে, “ইদানীং আনুশকার পরিবারের ভিরাটের মেলামেশা বেড়েছে, বোঝাই যাচ্ছে তারা তাদের সম্পর্ককে নতুন মোড় দিতে চাচ্ছেন। আনুশকার বাবার সঙ্গে ভালোই বনে ভিরাটের।”২০১৪ সালের অক্টোবরে আনুশকার মুম্বাইয়ের ফ্ল্যাটে বেড়াতে এসেছিলেন ভিরাটের পরিবার। তখনও তাদের বিয়ের গুঞ্জন ওঠে।আরেকটি সূত্র বলছে, আনুশকা ও ভিরাট বরাবরই তাদের সম্পর্কের ব্যাপারে খোলামেলা কথা বলেন, কারণ তারা গাঁটছড়া বাঁধার জন্য প্রস্তুত। ইতোমধ্যেই দুজনের পরিবারের দেখা হয়েছে।
Share on Facebook
Leave a Reply