বাংলাদেশের সামনে ‘ভঙ্গুর’ জিম্বাবুয়ে!

ক্রীড়া ডেস্ক : সফরকারী হয়ে স্বাগতিক দলকে হারানো গৌরবের। আর আন্ডারডগ হয়ে যখন ফেভারিটদের নাকানিচুবানি খাওয়ানো যায়, তখন গৌরব দ্বিগুণ হয়। ‍উৎসবের মাত্রা আকাশছোঁয়া হয়ে যায়।এই মুহূর্তে ক্রিকেট বিশ্বের সবচেয়ে সুখী দল আফগানিস্তান। এশিয়ার পুচকে আফগানিস্তান হারিয়ে দিয়েছে একসময়ে ক্রিকেটের সবচেয়ে বড় আন্ডারডগ জিম্বাবুয়ে ক্রিকেট দলকে। প্রথমে ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জয়ের পর টি-টোয়েন্টি সিরিজ আফগানরা জিতে নিয়েছে ২-০ ব্যবধানে।ইতিহাস তৈরি করেছে মোহাম্মদ নবীর দলটি। টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে এটিই প্রথম তাদের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জয়। অন্যদিকে জিম্বাবুয়ে তাদের সেরা দলটিকে নিয়েও নাকানিচুবানি খেয়েছে। ওয়ানডেতে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুললেও টি-টোয়েন্টিতে কিছুই করতে পারেনি তারা।জিম্বাবুয়ের এই দলটি আগামী ২ নভেম্বর বাংলাদেশে আসছে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে। বাংলাদেশ সাম্প্রতিক সময়ে নিজেদের ক্রিকেট ইতিহাসের সেরা অবস্থানে রয়েছে। অন্যদিকে আফগানিস্তানের কাছে ধরাশয়ী জিম্বাবুয়ে। ঘরের মাঠে আফগানদের কাছে এভাবে লজ্জায় পড়তে হবে, তা কল্পনাও করেনি তারা।নিজেদের ব্যর্থতা কাটিয়ে উঠতে বেশি দিন সময় পাবে না দলটি। হারের তিক্ত স্বাদ নিয়ে ঢাকার বিমান ধরতে হবে তাদের। জিম্বাবুয়ে ক্রিকেট এখনো বাংলাদেশ সফরের জন্য স্কোয়াড ঘোষণা করেনি। হয়তো স্কোয়াডে দু-একটা পরিবর্তন আনতেও পারেন কর্মকর্তারা। তবে টাইগারদের সামনে যে ভঙ্গুর জিম্বাবুয়ে দল দাঁড়াবে, তা বলার অপেক্ষা রাখে না।দুই দল সর্বশেষ মুখোমুখি হয়েছিল গত বছরের নভেম্বরে। ওয়ানডে সিরিজ বাংলাদেশ জিতে নেয় ৫-০ ব্যবধানে। সে সময়ে জিম্বাবুয়েকে হারিয়ে বদলে যাওয়া বাংলাদেশের সাফল্য রচনার শুভসূচনা করেন মাশরাফি বিন মুর্তজা।নিজেদের দেশে হারের দুঃস্মৃতি ভুলে ক্রিকেটের নতুন পরাশক্তি বাংলাদেশের বিপক্ষে কতটুকু লড়াই করতে পারে জিম্বাবুয়ে, সেটিই এখন দেখার বিষয়।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *