হবিগঞ্জে জেএসসি ও জেডিসি পরীক্ষায় প্রথমদিনে অনুপস্থিত ৭শত ১৮ জন শিক্ষার্থী

জাকারিয়া চৌধুরী ॥ জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি ও জেডিসি পরীক্ষার প্রথমদিনে হবিগঞ্জের ২৬ কেন্দ্রে ৭শ ১৮ শিক্ষার্থী অনুপস্থিত ছিলো। তবে কোনো কেন্দ্রে বহিষ্কারের ঘটনা ঘটেনি। গতকাল রবিবার সকাল ১০ টা থেকে শুরু হওয়া বাংলা প্রথম পত্রের পরীক্ষা শেষ হয় দুপুর ১ টায়। পরীক্ষা চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইন-শৃঙ্খলা বাহিনী, বিদ্যালয় পরিচালনা কমিটি, ভিজিলেন্স টিম, শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতায় পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এবারের পরীক্ষায় জেলায় মোট ২৬ টি কেন্দ্রে ২৫ হাজার ৮শ’ ৮১ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে। এর মধ্যে ১১ হাজার ২শত ২৯ জন ছাত্র ও ১৪ হাজার ৬শত ৫২ জন ছাত্রী। এ বছর বোর্ডের অধীনে সিলেট জেলায় সব ছেয়ে বেশী পরীক্ষার্থী ও সব ছেয়ে কম পরীক্ষার্থী অংশ গ্রহন করছে হবিগঞ্জ জেলা থেকে। সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবারের পরীক্ষায় এ বোর্ডে ৪ জেলায় ১ লাখ ২৮ হাজার ৯শত ৯৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করছে। এবারের জেএসসি পরীক্ষার প্রথম দিনে হবিগঞ্জ সদরে ৯৯ জন, নবীগঞ্জে ৯৬ জন, আজমিরীগঞ্জে ২৭ জন, মাধবপুরে ৮৫ জন, চুনারুঘাটে ৭৮ জন, বাহুবলে ৩৪ জন, লাখাইয়ে ২৮ জন, বানিয়াচঙ্গে ৭৪ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। জেডিসি পরীক্ষায় হবিগঞ্জ সদরে ৪৭ জন, আজমেরীগঞ্জে ৩ জন, চুনারুঘাটে ৩০ জন, মাধবপুরে ১৩ জন, নবীগঞ্জে ৪৩ জন, বাহুবলে ২০ জন, লাখাইয়ে ৫ জন, বানিয়াচঙ্গে ২৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। ভোকেশনালে মাধবপুরে ১ জন, নবীগঞ্জে ৭ জন, বানিয়াচংয়ে ২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। জেলা শিক্ষা অফিসার মোঃ মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *