সমঝোতার বিয়েতে চেয়ারম্যানের অনিহা বয়স নির্ধারণে কোর্টে এফিডেভিট

আবুল হাসান ফায়েজ : চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের লালচান্দ গ্রামের শানখলা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর স্কুল ছাত্রীকে বিয়ে দেয়ার আয়োজন চলছে। মেয়ে ও ছেলের পক্ষের অভিভাবকদের সম্মতির ভিত্তিতে প্রাপ্ত বয়স নির্ধারণে হবিগঞ্জ কোর্টে এফিডেভিট করা হয়েছে। স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ডাক্তার বাড়ী গ্রামের ইউনুছ আলীর ছেলে ইব্রাহিমের সাথে একই এলাকার আব্দুল লতিফের মেয়ে শানখলা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী জলিকা আক্তার গত শুক্রবার গভীর রাতে ঘর ছেড়ে পালিয়ে যায়। ছেলে ও মেয়ের আত্মীয়-স্বজন ইব্রাহিম ও জলিকাকে খোঁজে বের করে গতকাল রোববার শানখলা ইউনিয়ন চেয়ারম্যান অফিসে নিয়ে আসে। দুজনকে চেয়ারম্যানের মাধ্যমে বিয়ে পড়িয়ে দিতে চাইলে এ বিষয়ে তিনি অপারগতা প্রকাশ করেন। পরে দু’পক্ষের আত্মীয়-স্বজন এসে বয়স নির্ধারণে কোর্টে এফিডেভিট করেন। স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ইব্রাহিম এলাকার বখাটে প্রকৃতির ছেলে। দীর্ঘদিন যাবত সে জলিকা আক্তারের সাথে আত্মীয়তার সুবাধে সখ্যতা গড়ে তুলে। এক পর্যায়ে ফুসলিয়ে জলিকা আক্তারকে নিয়ে পালিয়ে যায়। শানখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুল ইসলামের আলাপকালে তিনি বলেন, জলিকা চলতি বছর জেএসসি পরীক্ষা দিয়েছে। মেয়ের পিতা আব্দুল লতিফ গতকাল রোববার বিষয়টি আমাকে অবহিত করেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *