চুনারুঘাটের পারকুলে দু’দিন ব্যাপী উরস মোবারক সম্পন্ন

স্টাফ রিপোর্টার ঃ চুনারুঘাট উপজেলার বস্তি পারকুলে যৌবনগাজী ও মামা ফকিরের মাজার শরীফ প্রাঙ্গণে দু’দিন ব্যাপী উরস মোবারক অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকাল থেকে শনিবার ভোর সকাল পর্যন্ত বিভিন্ন স্থান থেকে আগত ভক্তবৃন্দরা মাজার শরীফ প্রাঙ্গণে কাফেলা বসায়। এ উরস মোবারকে সিলেট বিভাগ সহ দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তবৃন্দরা উরস মোবারকে অংশগ্রহণ করেন। উরস উপলক্ষে গতকাল শনিবার বিকালে বস্তি পারকুল এলাকায় এক ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত ঘোড়দৌড় প্রতিযোগিতায় চুনারুঘাট, হবিগঞ্জ, মৌলভীবাজারসহ বিভিন্ন স্থান থেকে ২৯টি ঘোড়া ও ঘোড়ার মালিক, ঘোড়ার ছওয়ার এ খেলায় অংশগ্রহণ করে। ঘোড়দৌড় প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরুব্বি আজগর আলী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুনারুঘাট উপজেলা আওয়ামী যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ৯নং রানীগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক ফারুক মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রানীগাঁও যুবলীগের সভাপতি নানু মিয়া, মুরুব্বি আঃ কাদির, মোঃ মর্তুজ আলী, আঃ হান্নান, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুফি মিয়া, ওয়ার্ড যুবলীগের সভাপতি ফারুক মিয়া, ৮নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোঃ রফিক মিয়া, খেলা পরিচালনা কমিটি ও ৮নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর মিয়া, মোঃ তৈয়ব আলী, ছায়েদ মিয়া, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ রানীগাঁও ইউ/পি’র প্রস্তাবিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোঃ টেনু মিয়া, লাল মিয়া, তৌফিক মিয়া, এলন মিয়া, আবু মিয়া, ৮নং ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহ-সভাপতি পন্ডিত মিয়া, ছাত্রলীগের সভাপতি মোশাররফ, ছিদ্দিক মিয়া, কাজল মিয়া, জাহেদ মিয়া, সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী সবুজ মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ খেলায় উপস্থিত ছিলেন। ঘৌড়দৌড় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *