চুনারুঘাটে ইউএনও-ওসি’র অপসারণের দাবীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

এস আলম রুয়েল ঃ পৌর নির্বাচনে ঘুষ নিয়ে বিএনপি মনোনীত প্রার্থীর ধানের শীষের পক্ষে ভোট কারচুপির অভিযোগে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশহুদুল কবীর ও থানার ওসি অমূল্য কুমার চৌধুরীর বিরুদ্ধে ফের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামীলীগ অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠন। সমাবেশে বক্তারা অনতিবিলম্বে ইউএনও’র এবং ওসি অমূল্য কুমার চৌধুরীর অপসারণ দাবি করেছেন। গতকাল রবিবার সকাল ১১টায় উপজেলা গেইটে থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে মধ্যবাজারে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ওয়াহেদ আলী মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল লতিব, সাংগঠনিক সম্পাদক সজল দাস, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার আলী, আওয়ামীলীগ নেতা শফিউল আলম মানিক, আব্দুল হাই, শামছু মিযা, আবকর আলী, সত্যেন্দ্র দেব, আব্দুর রউফ, আব্দুস সামাদ মাস্টার, আব্দুল কদ্দুছ, ইদ্রিছ আলী আলতা মিয়া, আব্দুল মালেক, আব্দুল আউয়াল, কৃষকলীগের সভাপতি শাহজাহান চৌধুরী, সেক্রেটারি মুজিবুর রহমান, প্রজন্মলীগের আহবায়ক কবির মিয়া খন্দকার, তরুণলীগের আহবায়ক মহিতুর রহমান রুমন ফরাজী, মিজানুর রহমান সেলিম, যুবলীগ নেতা মশিউর রহমান ফয়সল, ছাত্রলীগ নেতা মাহমুদ খায়ের, সোহেল আরমান, ইফতেখার আলম রিপন, বিলাল আহমেদ প্রমুখ। বক্তারা অনতিবিলম্বে ইউএনও মাশহুদুল কবীর এবং ওসি অমূল্য কুমার চৌধুরীর অপসারণ দাবি করেন, অন্যথায় বৃহত্তর কর্মসূচী ঘোষণা করা হবে বলে জানান। সভায় বক্তারা বলেন- রিটার্নিং অফিসার ইউএনও মাশহুদুল কবীর নির্বাচনে হাজী ইয়াসিন সরকারি বিদ্যালয় কেন্দ্রে প্রিসাইডিং অফিসার ডা. সঞ্জীব সূত্রধরের মাধ্যমে ভোট চুরি করে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাইফুল আলম রুবেলকে মাত্র ১৪ ভোটের ব্যবধানে পরাজিত করা হয়। পৌরসভার ১১টি কেন্দ্রের মধ্যে ১০টি কেন্দ্রের ফলাফল সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে উপজেলায় আসলেও শহরের মধ্যে হাজী ইয়াসিন কেন্দ্রের ফলাফল রাত ৯টায় আনা হয়। ওই কেন্দ্রে আওয়ামীলীগ প্রার্থীর ভোট কারচুপি করে বিএনপি প্রার্থীকে জয়ী দেখানো হয়। তারা বলেন- বিএনপি প্রার্থী নাজিম উদ্দিনের লোকজন ঐ কেন্দ্রের রাস্তায় বড় বড় গাছ ফেলে ব্যারিকেট দিয়ে আমাদের প্রধান এজেন্টকে অভিযোগ নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে দেয়নি। বার বার ঐ কেন্দ্রের ভোট পুনঃগণনার বিষয়ে আবেদন করলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্বাস দিয়েও তা করেননি। ওসি অমূল্য কুমার চৌধুরী নির্বাচনের দু’দিন পূর্বে থেকে দলীয় নেতাকর্মীদের আটক এবং নানাভাবে ভয়ভীতি ও হয়রানি করেন। ভোটের দিনও তিনি নেতাকর্মীদের আটক করেন। এদিকে, শহরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। বিশেষ করে উপজেলা গেইট এবং থানা গেইটে পুলিশের ব্যারিকেট দিয়ে রাখা হয়েছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *