চুনারুঘাটে ইকনোমিক জোন স্থাপনের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন

খন্দকার আলাউদ্দিন ঃ চুনারুঘাট উপজেলার চান্দপুরে অর্থনৈতিক জোন প্রতিষ্ঠার দাবীতে কয়েক হাজার স্থানীয় গ্রামবাসীরা মানববন্ধন ও মহা-সমাবেশ করেছে। গতকাল শনিবার সকাল ১০টা থেকে ১১টায় পর্যন্ত দেওরগাছ আদর্শ বাজারে এ মানববন্ধনে অংশ গ্রহণ করে। পরে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মহরম আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা আব্দুল কদ্দুছ, সত্যেন্দ্র চন্দ্র দেব, আশ্রাব আলী হাবিলদার, সুজিত কুমার দেব, আব্দুল হক, আঃ আউয়াল, শ্রমিক নেতা জিতু মিয়া, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মীর সিরাজ আলী, আরজু মিয়া মাষ্টার, যুবলীগ সভাপতি ইয়াকৃত মিয়া, সেক্রেটারি সবুজ মিয়া, শাহাবুদ্দিন, আঃ মতিন, আঃ রউফ, উপজেলা কৃষকলীগ সভাপতি শাহ জাহান চৌধুরী, সেক্রেটারি মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ আহবায়ক কবির মিয়া খন্দকার, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিন, শ্রমিক নেতা কাজল মিয়া প্রমুখ। বক্তারা চুনারুঘাট উপজেলায় হবিগঞ্জ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার দাবী জানিয়ে বলেন, কতিপয় চা শ্রমিক নেতা সাধারণ চা শ্রমিকদর ভুল বুঝিয়ে, ইকনোমিক জোন হলে তাদের বাড়িঘর উচ্ছেদ করা হবে এমন ভুল তথ্য দিয়ে আন্দোলনের চেষ্ঠা করছে। তারা বলেন, এখানে ইকনোমিক জোন হলে কোন চা শ্রমিক তাদের বাড়িঘর হারাবে না। এখানে প্রত্যেক শ্রমিকের ঘর থেকে একজন করে চাকুরি দেওয়া হবে। বক্তারা চুনারুঘাট তথা হবিগঞ্জের উন্নয়নে ইকনোমিক জোন প্রতিষ্ঠার কোন বাধা নেই বলে মনে করেন। কতিপয় স্বার্থান্বেষী মহল এর বিরোধিতা করে চুনারুঘাটের উন্নয়নকে ব্যহত করতে চায়। তারা আগামীতে এ জোন প্রতিষ্ঠায় কোন বাধা আসলে প্রতিহতের ঘোষনা দেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *