Monthly Archives: November 2016

কিবরিয়া হত্যা মামলায় জিকে গউছের জামিন

নেতাকর্মীদের মাঝে প্রাণ চাঞ্চল্যতা স্টাফ রিপোর্টার ॥ সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় কারাবন্দী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক, পৌর সাময়িক বরখাস্তকৃত মেয়র আলহাজ্ব জিকে গউছকে জামিন দিয়েছেন হাইকোর্ট। গত বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মোঃ আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ তার জামিন দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবি খন্দকার মাহবুব হোসেন ও সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমেদ। এর পূর্বে চলতি বছরের ২৮ ফেব্র“য়ারী এক আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট জিকে গউছকে কেন জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন। এ রুলের চূড়ান্ত শুনানি শেষে গত বৃহস্পতিবার তাকে জামিন দেন হাইকোর্ট। এদিকে জিকে গউছের জামিনের ...

হবিগঞ্জে স্কুলছাত্রী অপহরণের অভিযোগে যুবক আটক

স্টাফ রিপোটার ॥ হবিগঞ্জ শহরের নাতিরাবাদ এলাকা থেকে মহুয়া ফাতেমা আখি (১৫) নামের এক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার গভির রাতে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে শহরের পৌর মার্কেট এলাকা থেকে তাকে আটক করে। আটককৃত মাসুদ রানা (২১) কুড়িগ্রাম জেলার রৌমারী থানার চরমৌলমারী গ্রামের মোঃ কবির হোসেনের পুত্র। সে হবিগঞ্জ চৌধুরী বাজার এলাকার আরএফএল বাজার পান্না স্টোরের সেলসম্যান হিসাবে কাজ করে। হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, গত ২৪ অক্টোবর রাতে শহরের নাতিরারাদ এলাকার মোঃ ফজলুল হক খানের স্কুল পড়ুয়া কন্যা মহুয়া ফাতেমা আখি মাসুদ রানা ও তার সহযোগিরা অপহরণ করে নিয়ে যায়। এ ব্যাপারে আখির পিতা শুক্রবার সন্ধায় মোঃ মাসুদ রানাকে ...

জাতিসংঘ এ বিষয়ে যা বলছে তা যেন দায় সারার কথা ॥ রোহিঙ্গারাও বাঁচতে চায় তাদেরও বাঁচার অধিকার আছে

রায়হান আহমেদ ॥ দুনিয়া আজব জায়গা। এখানে সুযোগের সদ্ব্যবহার করতে কেউ কৃপনতা করে না। স্বার্থের পর্যায়টি সম্পূর্ণ করতে মানুষ অমানবিক কর্মটি করতেও দ্বিধাবোধ করে না। সব জায়গায়, সব সময় ধর্মে, কর্মে, বর্ণে সংখ্যাগরিষ্ঠরা সংখ্যালঘুদের ঘাড়ে চেঁপে বসে রক্ত চুষার চক্র বাঁধতে মত্ত থাকে। ঠিক রূপকথার রাক্ষাস-খোক্ষসের মতো। সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হযরত মোহাম্মদ (সাঃ) বলেছিলেন, ‘পৃথিবী ধ্বংস হওয়ার লীলা নিকটে আসবে, যখন অযোগ্য মানুষ রাষ্ট্রের প্রধান হবে, যখন মানুষের মধ্যে মানবতাবোধ, মূল্যবোধ, সৌজন্যবোধ বিলুপ্তের পথে হাঁটবে।’ বর্তমান বিশ্বের কী পরিস্থিতি তা আজ আয়নার প্রতিচ্ছবির মতো আমাদের চোখের সামনে দৃশ্যমান। এসব প্রতিচ্ছবি ধ্বংস লীলারই স্বরূপ। মানবতা কতো নীচে নামলে নির্বিচারে নির্দোষ মানুষদের নৃশংসভাবে হত্যা করা যায়? কতটুকু অশ্র“ বিসর্জন করলে হারানোর বেদনা ...

মিয়ানমারে মুসলিম হত্যার প্রতিবাদে চুনারুঘাটে বিক্ষোভ মিছিল

আকরামুল ইসলাম ॥ মিয়ানমারে মুসলিম গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চুনারুঘাটের স্থানীয় তৌহিদী জনতা। শুক্রবার জুম্মার নামাযের পর উপজেলার পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চুনারুঘাট মধ্য বাজারে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। হযরত মাওলানা মোঃ জহুর আলীর সভাপতিত্বে ও মাওলানা আব্দুল কাইয়ূমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা আব্দুল কদ্দুছ, মাওলানা আজিজুল হক প্রমুখ। বক্তারা বলেন, মিয়ানমারে সাধারণ নিরীহ নিরস্র মুসলমানদের উপর বর্বরোচিত ভাবে হত্যা ও নির্যাতন চলছে। গ্রামের পর গ্রাম, মসজিদ-মাদ্রাসা, হাজার হাজার মুসলিমদের বাড়ি-ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, নারী-শিশু ও বৃদ্ধের আর্তনাদে আকাশ-বাতাস ভারি হয়ে গেছে। এ হত্যাকান্ডের বিরুদ্ধে মুসলিম বিশ্ববাসীকে রুখে দাড়ানোর আহ্বান জানান বক্তারা।

মাধবপুরে মন্দিরে ভাঙ্গচুরের ঘটনায় মূল হোতা আটক

স্টাফ রিপোটার ॥ হবিগঞ্জ জেলার মাধবপুর উপজলোর হরিশ্যামা গ্রামের সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয় (মন্দিরে) ভাংচুর ও বাড়িঘরে হামলার মূল হোতা শিশু ময়িাকে (৫৭) গ্রেফতার করেেছ পুলশি। শনিবার দুপুরে উপজেলার আন্দিউড়া ইউনয়িনরে সুলতানপুর গ্রামে অভিযান চালেিয় মাধবপুর থানা পুলশি তাকে গ্রেফতার করে। মাধবপুর থানার উপ-পরর্দিশক (এসআই) আশীষ কুমার মৈত্র জানান, নাসরিনগরে রসরাজ নামে এক যুবকের ফেসবুকে ইসলাম ধর্মকে অবমাননা করে একটি পোষ্ট দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে গত ৩০ অক্টোবর রাতে হরিশ্যামা পালপাড়া ও দাশপাড়ায় শিশু মিয়ার নেতৃত্বে অন্তত শতাধিক লোক হিন্দু সম্প্রদায়রে উপাসনালয় মন্দিরে হামলা ও ভাংচুর করে। পরে এ ঘটনায় হরিশ্যামা গ্রামরে মনোরঞ্জন দাস বাদী হয়ে ৩৭  জনের নাম উল্লখে করে ১২০ জনের বিরুদ্ধে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন। ...

বাড়ির রাস্তা বন্ধ করা নিয়ে দিন মজুরকে কুপিয়ে রক্তাক্ত

স্টাফ রিপোটার ॥ চুনারুঘাটে বাড়ির রাস্তা বন্ধ করার জের ধরে দিন মজুরকে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে প্রতি পক্ষের লোকজন। ঘটনাটি ঘটেছে গত সোমবার সকালে। জানাযায়, উপজেলার রাণীগাঁও ইউনিয়নের উত্তর বরজুশ গ্রামের আব্দুল মজিদ দিন মুজুর কে উপর্যপুরী লোহার রড ও দেশীয় রামদা দিয়ে ক্ষুপিয়ে রক্তাক্ত জখম করে প্রতিপক্ষের একই এলাকার প্রতিবেশি আবদুর মন্নাফ মিয়ার পুত্র আবুল হুছন ও তার পুত্র ছায়েদ আলী গংরা। এসময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থা অশংকা জনক। এঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। আহত আব্দুল মজিদ জানায় বাড়ির রাস্তা  জোড়পুর্বক দখল করতে চায় আব্দুল মন্নাফের লোকজন। সে বাধা দিলে তাকে মারধর করে। সে জানায় ফের সংঘর্ষের আশংকা রয়েছে তাকে বাড়িতে ...

গৃহকর্মীর চাকরির প্রলোভন দিয়ে মধ্যপ্রাচ্যে যৌনকর্মী হিসেবে পাঠাচ্ছে প্রতারক চক্র

মাধবপুরে নারীদের সাথে প্রতারণার অভিযোগে এক গ্রামপুলিশ গ্রেফতার আলাউদ্দিন আল রনি ॥ গৃহকর্মী হিসেবে চাকুরির প্রলোভন দেখিয়ে যৌনকর্মী হিসেবে মাধবপুরের নারীদের মধ্যপ্রাচ্যে পাচারে সক্রিয় রয়েছে একটি চক্র। প্রায় ২০ জন নারী এরই মধ্যে ওই প্রতারক চক্রের খপ্পরে পড়ে মধ্যপ্রাচ্যে গিয়ে যৌন নিপীড়নসহ নানা নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ উঠেছে। ইতোমধ্যে গত সোমবার নারী পাচারকারী চক্রের হোতা গ্রাম পুলিশ রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। সে এখন হবিগঞ্জ কারাগারে রয়েছে। সূত্র জানায়, সৌদি আরবসহ বিভিন্ন দেশে পাচার হওয়া নারীরা সেখানে যৌন নির্যাতনের শিকার হচ্ছেন। অনেকেই দেশে ফিরতে চান। কিন্তু ফিরতে পারছেন না। স্বজনদের কাছে তাদের নির্যাতনের কথা জানালে তাদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে। সৌদি আরবে পাচার হওয়া মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের বরগ গ্রামের ...

জালালাবাদ এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোটার ॥ ঢাকাস্থ সিলেট বিভাগের বৃহৎ সংগঠন ‘জালালাবাদ এসোসিয়েশন’ কার্যনির্বাহী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার কারওয়ান বাজারে সংগঠনের ভবনে এসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সভাপতি সি এম তোফায়েল সামি। সাধারণ সম্পাদক সৈয়দ জগলুল পাশা’র পরিচালনায় বক্তব্য রাখেন- সৈয়দ আব্দুল মুক্তাদির আব্দুল কাইয়ূম চৌধুরী, আব্দুল মজিদ চৌধুরী, নাসির উদ্দিন আহমেদ মিঠু, ইঞ্জিনিয়ার মোঃ আজিজুর রহমান, এডভোকেট জসিম উদ্দিন আহমেদ, এডভোকেট আব্দুস শহীদ, আ ফ ম সিরাজুল ইসলাম (শামীম), সাব্বির আহমেদ মুবিন, মোস্তাক হোসেন চৌধুরী, আব্দুল হান্নান, এড. কামাল উদ্দিন আহমেদ, মোঃ জসিম উদ্দিন, এডভোকেট আবুল কালাম আজাদ, এম এ কাদির প্রমুখ। সভায় আন্তর্জাতিক সিলেট উৎসব জাঁকজমকপূর্ণ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয় এবং এ উৎসবে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত ...

পা ভেঙ্গে গেছে বলে পরীক্ষা ফাঁকি দিতে রাজি নই

মোঃ আবুল কালাম ॥ ভাঙ্গা পায়ে প্রচন্ড ব্যথা। ব্যথাটা থাকে সর্বক্ষনই। তাতে কি ? পরীক্ষা বলে কথা। জীবনের প্রথম সেন্টার পরীক্ষাটা যে তাকে দিতেই হবে। এতে দমে গেলে চলবে না। এ উৎসাহ থেকে হ্যাপি বাবার রিক্সায় চড়ে প্রতিদিনই আসে পরীক্ষা কেন্দ্রে। আহত হ্যাপির জন্য আলাদা টেবিল-চেয়ারের ব্যবস্থা করে দিয়েছে কেন্দ্র কর্তৃপক্ষ। আর এখানে বসেই হ্যাপি পরীক্ষার খাতায় লিখে যাচ্ছে নিরন্তর। সে চুনারুঘাট উপজেলার আমকান্দি ব্রাক স্কুলের মেধাবী ছাত্রী। চুনারুঘাট সদর সরকারী প্রাধমিক বিদ্যালয় কেন্দ্রর একজন পরীক্ষার্থী সে। প্রথম দিনের পরীক্ষা শেষ করে নিজ গ্রাম আমকান্দি যাবার পথে টমটম র্দর্ঘটনায় সে আহত হয়। এতে তার বাম পা ভেঙ্গে যায়। তার পা প্লাস্টার করানো হয়। আত্মীয়রা বলেছিলেন, পরীক্ষা দেয়ার দরকার নাই কিন্তু ...

চুনারুঘাটের ৮টি ইউনিয়নে শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিরতণ

স্টাফ রিপোর্টার ॥ প্রতি বছরের ন্যায় এবারও চুনারুঘাট উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভার হতদরিদ্র শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও জেলা আওয়ামীলীগের সদস্য ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন। গত বুধবার থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত জেলার বিভিন্ন অঞ্চলে শীতার্থদের মাঝে প্রায় ৭শ’ কম্বল প্রদান করেছেন। কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন যথাক্রমে গাজীপুর ইউপি’র চেয়ারম্যান হুমায়ন কবীর খান, দেওরগাছ ইউপি চেয়ারম্যান শামছুন নাহার চৌধুরী, শানখলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ফজলুর রহমান তরফদার, উবাহাটা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রজব আলী, সদর ইউনিয়নের আওয়ামীলীগ সেক্রেটারী রইছ উল্লা, ইউপি মেম্বার সেফাজ চৌধুরী, সুপ্রীমকোর্টের আইনজীবী নোমান, শিল্পপতি কাজী আদনান, রানা, লন্ডন প্রবাসী লিটন চৌধুরী, ইরফান আলী মাসুক, যুবলীগ নেতা মাজেদুল হোসাইন লুবন, মোতাব্বির খান, সৈয়দ ...

রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতন গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

হবিগঞ্জ প্রতিনিধি ॥ মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুিচ পালন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে হবিগঞ্জ শহরের যশেরআব্দা হিলফুল ফুজুল ইসলামী যুব সংঘ এক কর্মসুচি পালন করে। শনিবার দুপুরে হবিগঞ্জ শহরের খাদ্যগুদাম রোড হতে বের হয়  বিক্ষোভ মিছিল। ‘স্টপ কিলিং মুসলিম ইন মিয়ানমার’ লেখা ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। মিছিলটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে মিলিত হলে সেখানে অনুষ্ঠিত হয় এক মানব বন্ধন। মানববন্ধনে বক্তারা বলেন মিয়ানমারে নিরপরাধ মুসলমানদের নির্বিচারে হত্যা করা হলেও এর প্রতিকারে কেউ এগিয়ে আসছে না। এ নির্যাতন ও গনহত্যার বিরুদ্ধে মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বক্তারা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সওদাগর কৃষ্ণধন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং ...

বাহুবলে ত্রিপুরা পল্লীতে ভ্যানগাড়ী প্রদান

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের পুটিজুরী ইউনিয়নের দূর্গম পাহাড়ি এলাকা কালিগজিয়া ত্রিপুরা পল্লী। এ স্থানে আতিবাসী লোকজনের বসবাস। এখান থেকে জেলা বা উপজেলা শহরে যোগাযোগ মাধ্যম কঠিন। পাহাড়ি মাটির রাস্তায় গাড়ী চলাচল তেমন একটা হয় না। এ পল্লীর বাসিন্দা অনেকেই পায়ে হেঁটে চলাচল করেন। কেউ অসুস্থ হলে তাৎক্ষণিক চিকিৎসালয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা নেই। বিষয়টি নজরে আসে তৃণমূল মানুষের নেত্রী এমপি কেয়া চৌধুরীর। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কাছ থেকে বরাদ্দ নিয়ে এসে উন্নতমানের একটি ভ্যানগাড়ি তৈরী করান। পরে তিনি আনুষ্ঠানিকভাবে সেখানের আদিবাসী নারী কল্যাণ সমিতির নেতৃবৃন্দের কাছে ভ্যানগাড়িটি হস্তান্তর করেছেন। আদিবাসী নারী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করে বলেন- এ ভ্যানগাড়ি আমাদের উপকারে আসবে। তাৎক্ষণিক কেউ অসুস্থ হলে, তাকে এ ...

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ ৩০জন আহত

স্টাফ রিপোটার ॥ হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ ৩০জন আহত হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দুইপক্ষের সংঘর্ষে মহিলাসহ  ৩০ জন আহত হয়েছেন। শনিবার বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, বাঘাসুরা গ্রামের আব্দুল আলীর পুত্র কাজল মিয়ার সাথে একই গ্রামের হাছন আলীর পুত্র নাছির মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধে চলছিল। সম্প্রতি ফুটবল খেলা নিয়ে তাদের মধ্যে আবার ঝগড়া হয়। এ ঘটনায় স্থানীয় লোকজন মধ্যস্তা করে শালিস বৈঠক আয়োজনের চেষ্টা করে যাচ্ছিলেন। কিন্তু শনিবার বিকেলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টাব্যাপী সংঘষের খবর পেয়ে (এরপর পৃষ্ঠা ৩) স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহতদের মধ্যে ২০ জনকে হবিগঞ্জ ...

চুনারুঘাটে চা উৎপাদনে রেকর্ড

মোঃ আবুল কালাম ॥ চুনারুঘাটের লস্করপুর ভ্যালিতে চা উৎপাদনের নতুন রেকর্ড সৃষ্টি করেছে। চা শিল্পের ১৬১ বছরের ইতিহাসে প্রথমবার ভ্যালিতে চলতি মৌসুমের অক্টোবর পর্যন্ত (প্রথম ৮ মাসে) সর্বোচ্চ উৎপাদন অর্থাৎ ১ কোটি ১২ লাখ ৯৫ হাজার ৮২১ কেজি চা উৎপাদন হয়েছে। যা গত বছরের তুলনায় ৩৬.৭৫ শতাংশ বেশি। এছাড়া মৌসুমের দু’মাস বাকি থাকতেই ভ্যালিতে সর্বোচ্চ উৎপাদনের রেকর্ড ১ কোটি ১০ লাখ কেজি ছাড়িয়ে গেছে। চলতি মাসে বৃষ্টি হওয়ায় নভেম্বর ও ডিসেম্বর মাসে উৎপাদনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে বাগান সূত্র জানিয়েছে। এতে চায়ের উৎপাদন আরও বাড়তে পারে। রেকর্ড উৎপাদনের কারণে চা দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রফতানিতে নতুন যুগে প্রবেশ করতে পারে চা শিল্প। চা বাগান ও ভ্যালি সূত্রে জানা যায়, চা শিল্পকে টিকিয়ে রাখায় ...

সাংবাদিকদের সাথে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর পরিচালকের সাথে মতবিনিময়

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক (বিজ্ঞাপন) আব্দুল্লাহ আল শাহীন। শুক্রবার সন্ধ্যায় চুনারুঘাট প্রেসক্লাব ভবনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মোঃ কামরুল ইসলাম। সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটনের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আবু তাহের, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ফজলুর রহমান ও চুনারুঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি মহিদ আহমেদ চৌধুরী, জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক জুনায়েদ আহমেদ, মনিরুজ্জামান তাহের, এস এম সুলতান খাঁন, ফখরুদ্দিন চৌধুরী আব্দাল প্রমুখ।

লন্ডনে ৮ নভেম্বর সমাজসেবক গিয়াস উদ্দিন লন্ডনীর জি.আর ফাউন্ডেশনের আত্মপ্রকাশ

স্টাফ রিপোর্টার ॥ মানব কল্যাণের মহান ব্রতকে সামনে রেখে যাত্রা শুরু করেছে যুক্তরাজ্যভিত্তিক নতুন চ্যারিটি সংগঠন জি.আর ফাউন্ডেশন (ইউকে)। গত ৮ নভেম্বর মঙ্গলবার বিকেলে পূূর্ব লন্ডনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জি.আর ফাউন্ডেশনের আত্মপ্রকাশ করা হয়েছে। এ সময় সংগঠনটির ফাউন্ডার চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন জানান, ধর্মীয় শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, ক্রীড়া ও জনকল্যাণমুলক এই পাঁচটি মূলমন্ত্রকে ধারণ করে জি.আর ফাউন্ডেশন কাজ করবে। জিআর ফাউন্ডেশন হচ্ছে যুক্তরাজ্যভিত্তিক প্রথম কোনো চ্যারিটি সংগঠন। সভায় কমিউনিটি সংগঠক মোহাম্মদ আজিজের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রুহুল আনোয়ার চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের জেনারেল সেক্রেটারি সৈয়দ আবদুল কাইয়ূম কয়সর, ভাইস চেয়ারম্যান এমএ মান্নান, এনসিও মেম্বার হারুনুর রশীদ, চুনারুঘাট এসোসিয়েশনের চেয়ারম্যান গাজীউর রহমান গাজী, সাধারণ সম্পাদক ...

হবিগঞ্জের বিবিয়ানা গ্যাসক্ষেত্র বিক্রি করছে শেভরন

হবিগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে অবস্থিত বিবিয়ানা গ্যসক্ষেত্রসহ সিলেটের তিনটি গ্যাসক্ষেত্র বিক্রি করে দিচ্ছে বহুজাতিক কোম্পানি শেভরন। ওই তিন গ্যাসক্ষেত্র হচ্ছে- সিলেটের জালালাবাদ গ্যাসক্ষেত্র, মৌলভীবাজার গ্যাসক্ষেত্র ও হবিগঞ্জের বিবিয়ানা গ্যাসক্ষেত্র। এই তিন গ্যাসক্ষেত্রের স্বত্ব কিনে নেয়ার প্রক্রিয়ায় অংশ নিতে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত্ব কোম্পানি পেট্রোবাংলার প্রস্তাব অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত সোমবার তিনি এ অনুমোদন দেন বলে জানা গেছে। পেট্রোবাংলা তথা সরকার শেভরনের স্বত্ব কিনলে যে অর্থ লাগবে তা লগ্নি করার জন্য তিনটি আর্থিক কোম্পানি আগ্রহ দেখিয়েছে বলেও জানা গেছে। এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ গণমাধ্যমকে বলেন, পেট্রোবাংলার আগ্রহের বিষয়টি শিগগিরই শেভরনকে জানানো হবে। এর পরবর্তী প্রক্রিয়া সম্পর্কেও পেট্রোবাংলা প্রস্তুতি শুরু করেছে। এদিকে, শেভরন সিলেটের তিন গ্যাসক্ষেত্র বিক্রি ...

বাহুবলে সেনা সার্জেন্ট হত্যা ৯ দিনেও ধরা পড়েনি আসামী

নিহতের পরিবারকে ভয়ভীতি ও মামলার তদবির থেকে বিরত থাকতে হুমকি বাহুবল প্রতিনিধি ॥ অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট ও প্রাক্তণ সৈনিক সংস্থা বাহুবল উপজেলা শাখার নির্বাহী সদস্য ও বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের মহিষদুলং গ্রামের বাসিন্দা আলহাজ্জ মোজাম্মেল হক (৫৫) হত্যার ৯ দিন অতিবাহিত হলেও এজাহারভূক্ত আসামীরা এখনো পুলিশ গ্রেফতার করতে পারেনি। ধরাছোয়ার বাইরে থাকায় আড়াল থেকে আসামীরা ও তার লোকজন বিভিন্নভাবে নিহতের পরিবারকে ভয়ভীতি ও মামলার তদবির থেকে বিরত থাকতে হুমকি দেয়া হচ্ছে বলে জানা গেছে। এ হত্যার ঘটনায় নিহতের স্ত্রী রওশন আরা জ্যোৎস্না বাদী হয়ে একই গ্রামের ১২ জনকে আসামী করে বাহুবল মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। আসামীরা হলেন একই গ্রামের আজিদ মিয়া, সহিদ মিয়া, আফজল, আজমল, ছকির মিয়া, মারাজ, সিদ্দিক, তাউস, মানিক, ...