অলিপুর রেল ক্রসিংয়ে গুন্টিঘর নির্মাণে অনিয়মের অভিযোগ

স্টাপ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার অলিপুর লেভেল রেল ক্রসিং দিয়ে প্রতিদিন মারাত্মক ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে ছোট বড় শত শত যানবাহন। ফলে প্রায়ই ঘটে এখানে দুর্ঘটনা। একাধিক প্রাণহানির ঘটনাও ঘটেছে এ রেল ক্রসিংয়ে। সাটিয়াজুরি, নসরতপুর, শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী, অলিপুর, ওয়্যাপদা ও শাহপুরসহ এসব লেবেল ক্রসিংয়েও একই রকম ঘটনা ঘটছে। এর জন্য সরকার এসব স্থানে নির্মান করেছে গুন্টিঘর। গেইটম্যান থাকা ও অন্যান্য কাজের জন্য হবিগঞ্জের অর্ধশত লেবেল ক্রসিংয়ে গুন্টিঘর নির্মাণ হচ্ছে। কিন্তু এ গুন্টিঘর নির্মাণে চলছে অনিয়ম। ইট লাগানো হয়েছে ৫ নম্বর ও ৬ নম্বর। যে কারণে গুন্টিঘর ভেঙ্গে যেতে পারে। সূত্র জানায়, এখানে একটি গুন্টিঘর নির্মাণে ১০ লাখ টাকার স্থলে ব্যয় হচ্ছে প্রায় ২/৩ লাখ টাকা। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ উপ-বিভাগীয় প্রকোশলী (পূর্ত) নুরুল আমিন জানান, টেন্ডার দিয়েছি কিছু ত্র“টি হয়েছে। জানা যায়, ১৫ বছর পূর্বে ঢাকা-সিলেট মহাসড়কে নির্মাণের সময়ই অলিপুর লেভেল রেল ক্রসিং এ ফ্লাইওভার ব্রিজ নির্মাণের দাবী জানানো হয়েছিল। আজও এর বাস্তবায়ন হয়নি। ফলে মৃত্যুর ঝুকি নিয়ে লেভেল রেল ক্রসিং পারাপার হন যাত্রীরা। ওলিপুর রেল ক্রসিংয়ের চারদিকে অন্ধ বাক। ঢাকা-সিলেট মহাসড়কের মধ্যে এমনিতেই ওলিপুর গেইট এলাকা ঝঁকিপূর্ন হিসেবে চিহ্নিত। ২৪ ঘন্টার লেভেল ক্রসিং দিয়ে সিলেট-ঢাকা, সিলেট-চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে যাতায়াত করে প্রায় ১৮ টি ট্রেন। ট্রেন চলাচলের সুবিধার্থে কিছুক্ষণ পরপরই গেইট বন্ধ করে দিতে হয়। ফলে যানজটে আটকা পরেন যাত্রীরা। ভূক্তভোগীদের দাবী অবিলম্বে ওলিপুর রেল ক্রসিংয়ে ফ্লাইওভার ব্রিজ নির্মাণ করা হউক।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *