চুনারুঘাটের ৩০ স্পটে মাদক ব্যবসা মুড়ারবন্দ মাজার ও কলেজ রোড অন্যতম ॥ প্রশাসন নির্বিকার

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলায় বেড়েই চলেছে মাদক ব্যবসা। স্থানীয় কতিপয় রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় এ ব্যবসা পরিচালিত হচ্ছে কিন্তু তারা আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে থাকছে। এতে অবিভাবকদের মধ্যে ঊদ্বেগ-উৎকন্ঠা বিরাজ করছে। এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু অসাধু কর্মকর্তার বিরুদ্ধে মাসোহারা নেয়ার অভিযোগ করেছেন এলাকাবাসী। এ কারণে শিক্ষার্থী, ব্যবসায়ী, যুবক-যুবতী, তরুণ, শিশুরাও মাদকাসক্ত হয়ে পড়েছে। ফলে নেশার টাকা যোগার করতে
চুরি, ছিনতাই, ডাকাতি, প্রতারনা করে অর্থ যোগাড় করছে মাদকসেবীরা। চুনারুঘাট উপজেলা সদরের কলেজ রোড ও মুড়ারবন্দ মাজারের পাশসহ প্রায় ৩০টি স্পটে অর্ধশতাধিক নারী ও পুরুষ মাদকদ্রব্য বিক্রি করছে বলে তথ্য পাওয়া গেছে। এসব এলাকায় সকালে ও রাতে জমজমাট মাদক বিক্রি ও সেবন চলে। সন্ধার পর গ্রামের অন্ধাকার সড়কে ১৫ বছর বয়সী কিশোর থেকে ৩৫/৪০ বছরের নেশাখোরদের ভিড়। কিছু কিছু রাজনৈতিক নেতাও জড়িত রয়েছে বলে জানা গেছে। এক্ষেত্রে পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের অসহায়ত্বের নানা চিত্র। এর মধ্যে রাজনৈতিক নেতাদের হস্থক্ষেপ প্রধান কারণ বলে তারা উল্লেখ করেন। মাদক ব্যাসায়ীরা হাজতবাস করে বেরিয়ে আসার পর আবার ওই ব্যবসায় নেমে পড়ে। খোঁজ নিয়ে জানা গেছে , বর্তমানে ধনাঢ্য পরিবারে মাদকসেবী সন্তানদের মানিব্যাগেই এখন ইয়াবা ট্যাবলেট, পোড়ানোর জন্য ফয়েল পেপার-গ্যাসলাইট থাকে। আর চুনারুঘাটে এখন সহজলভ্য হয়ে উঠছে ইয়াবার ব্যবসা। মোবাইল ফোনের নির্দেশনার মাধ্যেমে নির্দিষ্ট জায়গায় খুচরা বিক্রেতারা ইয়াবা ট্যাবলেট পৌছে দিচ্ছে। নেশাখোর কয়েকজন জানায়, নেশা না করলে শরীর চুলকায় এবং দুর্বল হয়ে পড়ে। ওদের প্রতিদিন গাঁজা ও ইয়াবা খাওয়ার জন্য ২০০-২৫০ টাকা দরকার হয়।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *