জিকে গউছ ও মিজান চৌধুরীর মুক্তির দাবীতে কদমতলীতে যুবদলের প্রতিবাদ সভা

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ বিএনপির কেন্দ্রীয় সমবায় সম্পাদক হবিগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক পৌর মেয়র আলহাজ্ব জিকে গউছ ও জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মিজানুর রহমান চৌধুরীর মুক্তির দাবীতে হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গত শুক্রবার বিকেল ৪টায় শায়েস্তাগঞ্জ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কদমতলী পশ্চিম বড়চর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড যুবদল সভাপতি মোঃ দুলাল মিয়া তালুকদার ও সভা পরিচালনা করেন ইউনিয়ন যুবদলের যুগ্মসম্পাদক মোঃ আক্তার আলী। এতে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের সভাপতি শাহ মশিউর রহমান কামাল। বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ পৌর যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল হাই, শায়েস্তাগঞ্জ ব্যাবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সদর যুবদলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সুমন, জেলা যুবদল নেতা আব্দলু কাইয়ুম ফারুক মেম্বার, হাজী মতিউর রহমান মতিন, আব্দুল কাইয়ুম, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ ইলিয়াছ মিয়া, সাবেক সভাপতি আব্দুল ওয়াহিদ, রাজিউড়া যুবদলের সাধারন সম্পাদক এম ডি দুলাল, বক্তব্য রাখেন বিএনপি নেতা হাজ্বী আব্দুস সহিদ, সাবেক মেম্বার আব্দুর রব লালা মিয়, মোঃ লুদন মিয়া, উপজেলা যুবদল নেতা মোঃ কামাল উদ্দিন, রুহুল আমিন খেলু, শামিম আহমেদ নাসির, মোঃ রিপন মিয়া, হাফেজ বাবুল, ইউনিয়ন যুবদল নেতা মোঃ আব্দুর রেজ্জাক, মোঃ দিলু মিয়া, আল মামুন, মোঃ মমিন মিয়া, মোঃ তাজুল মিয়া, মোঃ শাহিন আহমেদ, মোঃ কাউছার মিয়া, মোঃ ইব্রাহিম, মোঃ ইসমাইল, মোঃ সুজন, জাকির হোসেন, হেলাল মাহমুদ, মোঃ সুমন মিয়া, ছাত্রদল নেতা জাহেদুল ইসলাম জাহেদ, খোকন আহমেদ জয়, মোঃ আল আমিন, এম এইচ হাসান, হেলাল মিয়া, সাহাব উদ্দিন, মোহন, রিপন মিয়া, রুমন, লিলু মিয়া, রিয়াজনি, হৃদয়, উজ্জল, রাসেল প্রমুখ।
সভায় বক্তাগন অনতিবিলম্বে নির্দোষ নিরপরাধ জন মানুষের নেতা আলহাজ্ব জিকে গউছ ও হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরীর মুক্তি দাবী করেন। অন্যথায় যুবদল সাধারণ মানুষদের সাথে নিয়ে র্দুবার আন্দোলনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত জননেতাকে জনগণের মাঝে ফিরিয়ে আনা হবে। সবশেষে মেয়র জিকে গউছ একটি মামলায় জামিন পাওয়ায় বিশেষ মোনাজাত করা হয়।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *