৪ কিলোমিটার বিদ্যুৎ সংযোগের উদ্বোধন অলিপুরকে পৌরসভায় রূপান্তর করা হবে

এমপি আবু জাহির
স্টাফ রিপোর্টার ॥ সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, হবিগঞ্জ জেলায় সর্বপ্রথম সদর ও লাখাইকে শতভাগ বিদ্যুতের আওতায় আনা হবে। ইতোমধ্যে এই কার্যক্রম প্রায় শেষ হতে চলেছে। তিনি গত শুক্রবার বিকেলে সদর উপজেলার নুরপুর ইউনিয়নের সুরাবই গ্রামে প্রায় ৪ কিলোমিটার নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন উপলক্ষে
আয়োজিত সভায় এসব কথা বলেন। এমপি আবু জাহির বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। যার ধারাবাহিকতায় সুরাবই গ্রামে শতভাগ বিদ্যুতায়ন করা হয়েছে। এক সময় সুরাবই, পুরাসুন্দা সহ অলিপুরকে আধুনিক পৌরসভায় রূপান্তর করা হবে। প্রাক্তন চেয়ারম্যান সৈয়দ গাজিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নুরপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ মুখলিছ মিয়া। ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য সচিব ইছাক আলী সেবনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ ছোলায়মান মিয়া, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল আহাদ ফারুক, সাধারণ সম্পাদক আব্দুর রশীদ তালুকদার ইকবাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত। অন্যান্যের মাঝে আওয়ামী লীগ নেতা আদিল হোসেন জজ মিয়া, মোঃ মুক্তার হোসেন, সিরাজুল ইসলাম তালুকদার ইনু মিয়া, মোঃ জাকির হোসেন, মোঃ জলফু মিয়া, গিয়াস উদ্দিন মুখলিছ, কামরুজজামান আল রিয়াদ, মোঃ জাহাঙ্গীর আলম, বদরুল আলম দিপন, মোঃ উছতার খান, মোঃ ইকবাল মিয়া, আবু বকর ছিদ্দিকী, আজদু মিয়া, ফখরুল হামিদ প্রমুখ বক্তব্য দেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *