বিজলীরপুল-হিলালপুর মধুপুর সড়কে পিচ ঢালাই কাজের উদ্বোধন

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের বিজলীরপুল-হিলালপুর মধুপুর সড়কে পিচ ঢালাই উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন এমপি কেয়া চৌধুরী। এ উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে উন্নয়ন বঞ্চিত থাকতে হবে না। তিনি বলেন, এ সড়কটি দিয়ে পথ চলতে আর দুর্ভোগ পোহাতে হবে না। সঠিকভাবে সড়কের উন্নয়ন কাজ করতে হবে। তিনি বলেন এ সড়কটির মেরামত কাজ হলে হিলালপুর, মধুপুর, আব্দাফৌজদা, আরিছপুর, তেলিয়াকান্দিসহ বিভিন্ন এলাকার শত শত লোকজনের চলার পথ হবে সুগম। এমপি কেয়া চৌধুরী বলেন- এলাকার উন্নয়ন করতে এসেছি। তাই আপনারা সঠিক তথ্য দিয়ে সহযোগীতা করুন। হিলালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ সভায় পুটিজুরী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি হাজী সামছু মিয়া, প্রধান শিক্ষক মোছাঃ সৈয়দা ফজিতুন্নেছা, ডাঃ আব্দুল আহাদ চৌধুরী, কনি মিয়া, রহমত উল্লাহ্, এলাকার মুরব্বিয়ান, আওয়ামী পরিবারের নেতাকর্মীসহ তৃণমূলের শত শত লোকজন উপস্থিত ছিলেন।
Share on Facebook
Leave a Reply