ওরা ১১জন চা শ্রমিক মুক্তিযোদ্ধার খবর কেউ নেয়নি

ইসমাইল হোসেন বাচ্চু ॥ ৭১’এর মহান স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি হায়নাদের ব্রাশফায়ারে নিহত ওরা ১১জন চা শ্রমিক মুক্তিযোদ্ধার গণকবরটি অযতœ ও অবহেলায় পড়ে রয়েছে। চুনারুঘাটের লালচাঁন্দ চা বাগান খেলার মাঠের পাশে বাগান কর্তৃপক্ষ ‘স্মৃতিতে অম্লান স্বাধীনতা যুদ্ধে ওরা ১১জন’ নামে স্মৃতিস্তম্ভ নির্মাণ করলেও বছরে দুটি জাতীয় দিবসে ওই স্তম্ভে সরকারি কোন কর্তা ব্যক্তিদের দেখা যায়নি। ১৬ই ডিসেম্বর বিজয় দিবস ও ২৬শে মার্চ স্বাধীনতা দিবস এলেই উপজেলা প্রশাসন থেকে কাগজে কলমে ওরা ১১জনের গণকবরটির নাম উচ্চারণ করা হয় কিন্তু বাস্তবে ধারে কাছে যাওয়া হয় না। অথচ দেশ ও মাতৃকার টানে ওই সব চা শ্রমিক মুক্তিযোদ্ধা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে গেছেন কিন্তু পাকিস্তানিদের গুলিতে নিশ্চিহ্ন করে দিয়ে গেছে ১১ চা শ্রমিক মুক্তিযোদ্ধার জীবন। অথচ নিহত মুক্তিযোদ্ধা পরিবারগুলোর সদস্যরা পাননি  কোন সরকারী সুযোগ সুবিধা। ৭১ সালে পাকিস্তানিদের হাতে নিহত মুক্তিযোদ্ধারা হলেন- লালচান্দঁ চা বাগানের কৃষ্ণ মেম্বার, রাজকুমার গোয়ালা মেম্বার, নিপু বাউরী, রাজেন্দ্র রায়, অনু মিয়া, সুশীল বাউরী, দিপক বাউরী, ভূবন বাউরী, লাল সাধু, গহুর রায় ও মহাদেব িিএরপর পৃষ্ঠা-৩ বাউরী। ওই মুক্তিযোদ্ধারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে লালচান্দ চা বাগানের চা শ্রমিদের নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন। এ সময় ওই এলাকার রাজাকারদের ইন্ধনে পাকিস্তানিরা ১১ মুক্তিযোদ্ধাকে আটক করে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের পাশে সারি বেঁধে ব্রাশ ফায়ারে হত্যা করে। পরে নিহতদের আত্মীয়স্বজন ও সাথী মুক্তিযোদ্ধারা ১১ জনের মরদেহ উদ্ধার করে লালচাঁন্দ চা বাগানে গণকবর দেয়। ১৯৯৬ সালে চা শ্রমিক ও নিহতদের স্বজনদের দাবী প্রেক্ষিতে লালচাঁন্দ চা বাগান কর্তৃপক্ষ ওই মুক্তিযোদ্ধাদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করে। কিন্তু দেশ স্বাধীনের পর থেকে এ পর্যন্ত সরকারি মহল থেকে কেউ এসব নিহত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারে কোনো খবর নেয়নি। খোদ চা শ্রমিকরা দেশের জন্য যুদ্ধ করে বিজয়ের নিশান ওড়ালেও স্বাধীন দেশে তারা এখন পরাজিত। দেশের জন্য যুদ্ধ করে যেসব মুক্তিযোদ্ধা জীবন দিয়েছেন সরকারি পৃষ্ঠপোষকতা সহ জাতীয় দুই দিবসে রাষ্ট্রীয় মর্যাদা তাদের কবরে দেখালেই তাদের আত্মা শান্তি পাবে বলে স্বজনরা দাবি জানিয়েছেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *