বালি বোঝাই ট্রাকসহ ধ্বসে গেছে ব্রীজ ॥ চান্দপুর দেউন্দি শানখলা সড়কে যান চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগান সংলগ্ন বেইলি ব্রিজটি ভেঙ্গে গেছে। ফলে তিনটি চা বাগান ও দুটি ইউনিয়নের মানুষের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। নিষেধাজ্ঞা অমান্য করে ভারী যানবাহন ও বালু ব্যবসায়ীদের বেপরোয়া ট্রাক চলাচলের কারণে এটি ধসে গেছে। গত শুক্রবার সকালে সিলিকা বালু বোঝাই ট্রাক (বগুড়া ট-১১-০৩১৭) কাদাছড়া বালি মহাল থেকে দেউন্দি-চান্দপুর রাস্তায় যাওয়ার পথে ব্রিজটিতে উঠামাত্র তা ভেঙ্গে যায়। দেউন্দি চা বাগান ব্যবস্থাপক মোঃ রিয়াজ
উদ্দিন জানান, ১৯৮৪-৮৫ অর্থ বছরে তৎকালীন সরকার এলজিইডি’র মাধ্যমে বেইলি ব্রিজটি নির্মাণ করে। দীর্ঘ সময়ে ব্রিজটি মরিচা ধরে ভঙ্গুর অবস্থায় ছিল। ফলে চা বাগান কর্তৃপক্ষ বিপজ্জনক সেতু ও ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা সাইন বোর্ড টাঙ্গিয়ে দেয়। কিন্তু এই নিষেধাজ্ঞা অমান্য করে ভারী যানবাহন চলাচল করে। বেইলি ব্রিজটি যে কোনো সময় ধসে পড়তে পারে আশঙ্কা প্রকাশ করে দেউন্দি চা বাগান ব্যবস্থাপক গত ১৬ মে নির্বাহী প্রকৌশলী হবিগঞ্জকে একটি পত্র দেন। কিন্তু কর্তৃপক্ষ বিষয়টির কোনো গুরুত্ব দেয়নি। যদিও এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। যার সঙ্গে দেউন্দি, লস্করপুর এবং চান্দপুর চা বাগানসহ শানখলা, গোরামী, মির্জাপুর, বদরগাজী এলাকার মানুষের একমাত্র যোগাযোগের পথ। ব্রিজটি ভেঙ্গে পড়ায় চা বাগানগুলোর উৎপাদিত পণ্য সরবরাহে বিঘœ দেখা দিয়েছে। স্থানীয় চা শ্রমিক নেতা কাঞ্চন পাত্র ও স্বপন সাওতাল জানান,  বৈদেশিক মুদ্রা অর্জনকারী চা বাগানের অভ্যন্তরে বেইলি ব্রিজটি নির্মাণে সরকারের বিভিন্ন দফতরে আবেদন করা হয়েছে। প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ এ বিষয়ে ‘ডিও লেটার’ও দিয়েছিলেন। কিন্তু ৩১ বছর আগে নির্মিত এই ব্রিজটির কোনো ধরণের সংস্কার করা হয়নি। অনতিবিলম্বে ব্রিজটি নির্মাণ না হলে উৎপাদিত চা পরিবহনের অভাবে নষ্ট হয়ে যাবে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *