Monthly Archives: February 2017
আমি বেচে থাকতে চাই কর্মের মাধ্যমে:জিকে গউছ
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শ্মশানঘাটে অনুষ্ঠিত কালিপূজা পরিদর্শণ করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ।
তিনি শনিবার রাত সাড়ে ৮টার সময় শ্মশানঘাটে কালিপূজা পরিদর্শণ করতে যান। এ সময় শ্মশান কমিটির সভাপতি সুখলাল সুত্রধর ও সাধারণ সম্পাদক পিনাকী চৌধুরী মেয়রকে স্বাগত জানান। পরিদর্শণকালে পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে মেয়র জি কে গউছ বলেন- আমি বেচে থাকতে চাই কর্মের মাধ্যমে। কাজ করতে চাই মানুষের কল্যাণে। আমার কাছে বিএনপি আওয়ামীলীগ নেই। পৌরসভার দায়িত্ব পালনকালে আমার কাছে সবাই সমান। মেয়র হিসেবে আমি সকল ধর্মের সেবক। তাই সকলের সহযোগীতায় হবিগঞ্জ পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রুপান্তর করেছি। ভবিষ্যতে হবিগঞ্জ শহরকে একটি উন্নত শহরে রূপান্তর করতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। মেয়র বলেন- ষড়যন্ত্র করে বেশি দিন ক্ষমতার বাহিরে ...
একজন খেলোয়ারই পারে দেশকে সারা বিশ্বে পরিচিত করতে ॥ আবু তাহের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার।
স্টাফ রিপোর্টার ॥ একজন খেলোয়ার একটি দেশকে সারা বিশ্বে পরিচিত করতে পারে। রাজনৈতিক ভাবে আর্জেন্টিনাকে না জানলেও বিশ্বে ম্যারাডোনা এবং মেসিকে দিয়ে সারা বিশ্ব তাদের জানতে পেরেছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার শনিবার চুনারুঘাট উপজেলার ডিসিপি হাই স্কুল মাঠে উপজেলা চেয়ারম্যান আবু তাহের গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন চাল রপ্তানী করে। বিদেশকে সাহায্য দেয়। বাংলাদেশকে এখন আর ছোট কওে দেখার সুযোগ নেই। তিনি বলেন, বাংলাদেশ ২০৪১ সালে উন্নত বাংলাদেশে পরিনত হবে। বাংলাদেশ এখন আর গরীব দেশ নয়। তিনি চুনারুঘাটে একটি আধুনিক স্টেডিয়াম তৈরীর ঘোষনা দেন। এবং তা দ্রুত বাস্তবায়নে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী ...
চুনারুঘাটে মুক্তযিোদ্ধা বাছাই নয়িে দুগ্রুপরে উত্তজেনা
শারমনি জাহান লপি,ি চুনারুঘাট থকেে ফরিঃে হবগিঞ্জ জলোর চুনারুঘাটে মুক্তযিোদ্ধা যাচাই বাছাইকে কন্দ্রে করে কয়কেজন মুক্তযিোদ্ধাকে লাঞ্চতি করছেে অভযিুক্ত মুক্তযিোদ্ধার সন্তানরা। এ নয়িে প্রকৃত মুক্তযিোদ্ধাদরে মধ্যে উদ্বগে উৎকন্ঠা ও উত্তজেনা বাড়ছ।ে
ঘটনাটি ঘটছেে আজ বুধবার সকালে উপজলো সভাকক্ষে মুক্তযিোদ্ধা যাচাই বাছাই সভায়। অবশ্য যাচাই বাছাই কমটিরি সভাপতি জলো মুক্তযিোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী পাঠান না আসায় যাচাই বাছাই স্থগতি ঘোষনা করা হয়ছে।ে এনয়িে যাচাই বাছাই দুদফা পছিয়িছে।ে এ বষিয়ে অভযিোগকারী মুক্তযিোদ্ধারা উপজলো নর্বিাহী র্কমর্কতাসহ বভিন্নি দপ্তরে নরিাপত্তা চয়েে আবদেন করছেনে।
আজ বুধবার সকাল ১০টায় চুনারুঘাট উপজলো সভাকক্ষে উপজলোর দওেরগাছ, গাজীপুর ও চুনারুঘাট সদর ইউনয়িনরে অভযিুক্ত মুক্তযিোদ্ধা ও নতুন আবদেনকারী মুক্তযিোদ্ধাদরে যাচাই বাছাই ছলি।
সকাল ১০টার দকিে সভাকক্ষে বাছাই শুরুর র্পুবে দওেরগাছ গ্রামরে অভযিুক্ত মুক্তযিোদ্ধা ...