Daily Archives: March 2, 2017

শাহজিবাজার ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রফিকুল হাসান চৌধুরী তুহিন ॥ জনগনের চাহিদা পূরনে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী উৎপাদন, সঞ্চালন ও বিতরন প্রকল্প হাতে নেয়ার অংশ হিসেবে আজ বুধবার দুপুরে হবিগঞ্জের শাহজীবাজার ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় ২৮ কোটি ৪৩ লাখ ৭২ হাজার ২’শ ৭১ টাকা ব্যায়ে এবং ১৬.৬৩ একর ভূমির ওপর নির্মিত হবিগঞ্জের উপজেলা মাধবপুরের শাহজিবাজার ও বাঘাসুরা নামক স্থানে প্রাকৃতিক গ্যাস চালিত এই বিদ্যুত কেন্দ্রটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে সরাসরি উদ্ধোধন করেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে এদিন সুসজ্জিত সাজে সাজানো হয় হবিগঞ্জ জেলা প্রশাসন সম্মেলন কক্ষ ও কালেক্টরেট ভবন। এসময় জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে সংশ্লিস্ট সভা কক্ষে উপস্থিত থেকে হবিগঞ্জ-৩ আসনের এমপি আলহাজ্ব ...

টয়লেটের ভেতর থেকে ৫৩টি ককটেল ও ২৭টি পেট্টোল বোমা উদ্ধার

জাকারিয়া চৌধুরী ॥ মাধবপুরে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমান পেট্টোল বোমা ও ককটেল উদ্ধার করেছে বিজিবি। বিজিবির ৫৫ ব্যাটালিয়ানের অধিনায়ক লেপ্টেনেন্ট কর্নেল সাজ্জাত হোসেন জানান, গত সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সুজন মিয়ার ঘরের সেপটিট্যাংকের ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় ৫৩টি ককটেল ও ২৭টি পেট্টোল বোমা উদ্ধার করে। পরে উদ্ধারকৃত ককটলে ও পেট্টোল বোমাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদির হোসেনন জানান, উদ্ধারকৃৃত ককটলে ও পেট্টোল বোমা থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি জানান ধারনা করা হচ্ছে বিগত সময়ে দেশে জামাত-বিএনপির আন্দোলনের সময় নাশকতা সৃষ্টির জন্য এখানে মজুত রাখা হয়েছিল। পুলিশ বিয়ষটি তদন্ত করে দেখছে।করে। পরে উদ্ধারকৃত ...

একজন খেলোয়ারই পারে সারা বিশ্বে দেশকে পরিচিত করতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন সিকদার

খন্দকার আলাউদ্দিন ॥ একজন খেলোয়ার একটি দেশকে সারা বিশ্বের কাছে পরিচিত করতে পারে। রাজনৈতিকভাবে আর্জেন্টিনাকে কেউ না জানলেও বিশ্বে ম্যারাডোনা এবং মেসিকে দিয়ে সারা বিশ্ব তাদের জানতে ও ছিনতে পেরেছে। তাই খেলাধুলা শুধু মনের আনন্দ ও শরীরের উপকার হিসেবে না নিয়ে খেলার প্রতি আগ্রহ বাড়াতে হবে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন সিকদার গত শনিবার চুনারুঘাট উপজেলার ডিসিপি হাই স্কুল মাঠে উপজেলা চেয়ারম্যান আবু তাহের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশ এখন চাল রপ্তানী করে। বাংলাদেশকে এখন আর ছোট করে দেখার সুযোগ নেই। বাংলাদেশ ২০৪১ সালে উন্নত বাংলাদেশে পরিনত হবে। এদেশ এখন গরীব নয়। তিনি চুনারুঘাটে ...

বাহুবলে কনের গায়ে হলুদের অনুষ্ঠানে মাতলামী

বাহুবল প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার বাহুবলে কনের গায়ে হলুদের অনুষ্ঠানে হামলার ঘটনায় ৪ জন আহত হয়েছে। আহতদের গুরুতর অবস্থায় বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রশিদপুর চা বাগানের উড়িয়াটিলায় এ ঘটনাটি ঘটে। আহতরা জানায়, ভাদেশ্বর ইউনিয়নের রশিদপুর চা বাগানের উড়িয়াটিলার বাসিন্দা মৃত মাঙ্গু রবিদাস এর পুত্র কন্যা সুখগা রবিদাস এর বিয়ে আজ ১ মার্চ বুধবার। এ উপলক্ষে সোমবার কনের বাড়িতে গায়ে হলুদের আয়োজন করা হয়। রাত অনুমান সাড়ে ৮টার সময় গায়ে হলুদের অনুষ্ঠানে খাওয়া-দাওয়া চলাকালে একই এলাকার নুনুয়া রবিদাস-এর পুত্র সাগর রবিদাস (৪০) মহিলাদের সাথে মাতলামী শুরু করে। এ অবস্থায় কনের ভাই রামরতন রবিদাস মাতাল সাগর রবিদাসকে অনুষ্ঠান থেকে বের করে দিলে তার মা ...

শায়েস্তাগঞ্জ সমিতির উদ্যোগে ৬ শতাধিক চক্ষু রোগীকে বিনামুল্যে চিকিৎসা প্রদান

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে ছয় শতাধিক চক্ষু রোগীকে সম্পুর্ণ বিনামূল্যে অপারেশন, ঔষধ, চশমাসহ চিকিৎসা প্রদান করেছে লন্ডনস্থ শায়েস্তাগঞ্জ সমিতি। গত শুক্রবার সকাল ১১টায় শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দিন ব্যাপী চক্ষু চিকিৎসার উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির। সমিতির সভাপতি এডভোকেট মীর গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সাবেক পৌর কাউন্সিলর আ.স.ম আফজল আলী ও সাংবাদিক কামরুল হাসানের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আহাদ সুমন, নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া, চুনারুঘাট সমিতি (ইউকে) সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ গাজীউর রহমান গাজী, সাধারণ সম্পাদক জালাল আহমেদ, জেলা পরিষদের সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, মোঃ আব্দুল মুকিত, মোছাঃ আলেয়া বেগম, ...

চুনারুঘাট প্রেসক্লাবে গাজীউর, জালাল ও তাজুল ইসলাম ৩ প্রবাসীকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট প্রেসক্লাবে চুনারুঘাট এসোসিয়েশন (ইউকে) সভাপতি মোঃ গাজীউর রহমান গাজী ও সাধারণ সম্পাদক জালাল আহমেদ এবং তাজুল ইসলাম শিক্ষা ট্রাস্টের চেয়ারম্যান মোঃ তাজুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে গত ১৮ ফেব্র“য়ারী রবিবার রাত ৯টায় চুনারুঘাট প্রেসক্লাব ভবনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি কামরুল ইসলাম। সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র নাজিম উদ্দিন শামছু, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাস, ইঞ্জিনিয়ার মহি উদ্দিন ফরিদ। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক ...

চুনারুঘাটে পৌর যুবলীগের সেক্রেটারী মিলনের কবরস্থান জিয়ারত করলেন এমপি মাহবুব আলী

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট পৌর যুবলীগের সেক্রেটারী ও চুনারুঘাট পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ কামাল উদ্দিন মিলনের পশ্চিম পাকুড়িয়াস্থ কবরস্থান বুধবার বিকাল সাড়ে ৪টায় জিয়ারত করেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের এমপি এডঃ মাহবুব আলী। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান আঃ রশিদ মাস্টার, ২নং আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, মাধবপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ রহম আলী, মহিমুজ্জামান হারুন, এমপি’র পিএ বেলাল আহমেদ, চুনারুঘাট পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল খায়ের, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সম্পাদক মোঃ ইমান আলী, চুনারুঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মানিক সরকার, চুনারুঘাট পৌর যুবলীগের সভাপতি নাজিম রেজা, ভারপ্রাপ্ত ...

ডিস্ট্রিক ওয়েলফেয়ার ইউকে ও চুনারুঘাট এসোসিয়েশন ইউকের নেতৃবৃন্দরা

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের দুর্গাপুর আলোর পথে উচ্চ বিদ্যালয়ে গত রবিবার দুপুর ২টায় পরিদর্শন করেছেন হবিগঞ্জ ডিস্ট্রিক ওয়েলফেয়ার ইউকে ও চুনারুঘাট এসোসিয়েশন ইউকের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী হবিগঞ্জ ডিস্ট্রিক ওয়েলফেয়ার ইউকে ও চুানরুঘাট এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ গাজীউর রহমান গাজী, হবিগঞ্জ ডিস্ট্রিক ওয়েলফেয়ার ইউকের সহ-সভাপতি এমএ মুনিম চৌধুরী বাবুল, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফজলুর রহমান ও চুনারুঘাট এসোসিয়েশনের ইউকের সাধারণ সম্পাদক ও দুর্গাপুর নাট্যবার্তা থিয়েটারের আজীবন সভাপতি শিক্ষানুরাগী জালাল আহমেদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও হবিগঞ্জ মটর মালিক গ্র“পের কার্যকরী কমিটির সদস্য ফজলুল হক তালুকদার কাজল, প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ মকসুদ আলী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ...

বাউল সম্রাট শাহ আঃ করিমের ১০১তম জন্মবার্ষিকীতে ‘ধামালী’র সঙ্গীত সন্ধ্যায় গাজীউর, তাজুল ও মাজহারুলকে ধামালি’র নতুন ৩ উপদেষ্টা হিসেবে বরণ

আকরামুল ইসলাম ॥ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘ধামালি, চুনারুঘাট’ এর আয়োজনে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে মাষ্টার কুদ্দুছ এর একক সঙ্গীতসন্ধ্যা অনুুষ্ঠিত হয়েছে। গত সোমবার সন্ধ্যায় চুনারুঘাট শহীদ মিনার প্রাঙ্গনে মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশন করেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি শিল্পী মাষ্টার কুদ্দুছ। সঙ্গীতানুষ্ঠানের পাশাপাশি শাহ আব্দুল করিমের জীবন ও গান নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা ও স্মৃতিচারণ উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। সঙ্গীত সন্ধ্যায় ‘ধামালি চুনারুঘাট’ এর উপদেষ্টা হিসেবে তিন বিশিষ্ট ব্যক্তিত্বকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করা হয়। উপদেষ্টারা হলেন ‘চুনারুঘাট এসোসিয়েশন, ইউকে’এর সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী উত্তর নরপতি গ্রামের মোহাম্মদ গাজীউর রহমান গাজী, তাজুল ইসলাম শিক্ষা ট্রাস্ট্রের চেয়ারম্যান ফুলবাড়ি গ্রামের দুুবাই প্রবাসী তাজুল ইসলাম ও লংলা কলেজের প্রভাষক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ...

চুনারুঘাটের মান্নান মাস্টার স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান

শানখলা প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা শানখলা ইউনিয়নের মান্নান মাস্টার স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি স্কুল প্রঙ্গণে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট এসোসিয়েসন (ইউকে) এর সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ গাজীউর রহমান গাজীর বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব জালাল আহমেদ, প্রচার সম্পাদক আফজাল খাঁন, শানখলা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব ফজলুর রহমান তরফদার সবুজ ও ২নং ওয়ার্ডের মেম্বার সৈয়দ মাহফুজুর রহমান।

মুক্তিযোদ্ধার চিকিৎসায় যুক্তরাজ্যস্থ হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন

স্টাফ রিপোর্টার ॥ ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন জাসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও হবিগঞ্জ জেলা জাসদের সাবেক সভাপতি মোহাম্মদ ফিরোজের চিকিৎসা সহযোগিতায় এগিয়ে এসেছে যুক্তরাজ্যস্থ হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে। সংগঠনের পক্ষ থেকে অসুস্থ ফিরোজের চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এসোসিয়েশনের সহ-সভাপতি গাজীউর রহমান গাজী গত বৃহস্পতিবার ওই হাসপাতালের ২১নং কেবিনে মোহাম্মদ ফিরোজের হাতে অনুদানের চেক তুলে দেন। এ সময় মোহাম্মদ ফিরোজের সহধর্মিনী উপস্থিত ছিলেন। এদিকে এক বিবৃতিতে হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েল ফেয়ার এসোসিয়েশন ইউকে’র প্রেসিডেন্ট হবিগঞ্জের কৃতি সন্তান এম এ আজিজ অসুস্থ মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফিরোজের চিকিৎসায় এগিয়ে আসার জন্য বিত্তবানদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

চুনারুঘাট পদক্ষেপ গণপাঠগারের কার্যকরি কমিটি গঠন

মো রুবেল তালুকদার ॥ চুনারুঘাট পদক্ষেপ গণপাঠাগারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতশুক্রবার বিকাল ৪টায় গণপাঠাগার কক্ষে আলোচনা সভা ও কমিটি গঠন এবং বার্ষিক প্রতিবেদন তুলে ধরেণ বিদায়ী কমিটির সভাপতি মাজহারুল ইসলাম রুবেল। অলোচনা সভায় পাঠাগার সভাপতি প্রভাষক মাজহারুল ইসলাম রুবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন-শ্রীকুটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রতিষ্ঠাতা প্রধান আলহাজ্ব আব্দুল আওয়াল মাষ্টার, আলহাজ্ব ডা. নুরুল ইসলাম ও সৈয়দ মুদাব্বির আলী, সাবেক সভাপতি ওয়াদুদ খাঁন, সদস্য ফখরুদ্দিন চৌধুরী আবদাল, সদস্য ও চুনারুঘাট সাংবাদিক ফোরামের সেক্রেটারি খন্দকার আলাউদ্দিন প্রমূখ। সভায় সর্বসম্মতিক্রমে আর্মি হেডকোয়ার্টার্সের উপ-পরিচালক হেলাল আহমদকে সভাপতি ও হুমায়ুন কবীর মিলনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটি নির্বাচিত অন্যরা হলেন ...

শায়েস্তাগঞ্জ সমিতি ইউকের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান প্রদান

শেখ মোঃ জামাল, শায়েস্তাগঞ্জ ॥ শায়েস্তাগঞ্জ সমিতি ইউকের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ইউকে সমিতির সভাপতি এডভোকেট মীর গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আহাদ সুমন এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-শায়েস্তাগঞ্জ পৌর মেয়র মোঃ ছালেক মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, শায়েস্তাগঞ্জ সমিতি ইউকের উপদেষ্টা এম.এ.মুনিম চৌধুরী বুলবুল, চুনারুঘাট সমিতি ইউকের সভাপতি গাজীউর রহমান গাজী, শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ জামাল মিয়া। বক্তব্য রাখেন, চুনারুঘাট সমিতি ইউকের সাধারণ সম্পাদক মোঃ জালাল আহমেদ, শায়েস্তাগঞ্জ সমিতি ইউকের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মুরাদ চৌধুরী, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুর রকিব, ...

চুনারুঘাটের উত্তর নরপতি গ্রামে ১২তম সুন্নী মহাসম্মেলন সম্পন্ন

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের উত্তর নরপতি জামে মসজিদ সংলগ্ন ময়দানে ১২তম বার্ষিক ইসলামী সুন্নী মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। আগামী ২০ ফেব্র“য়ারী ২০১৭ইং ৮ ফাল্গুন ১৪২৩ রোজ সোমবার বেলা ৩ ঘটিকা হইতে রাত ১২ ঘটিকা পর্যন্ত এ সুন্নী মহাসম্মেলন চলবে। স্ন্নুী মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন ৬নং চুনারুঘাট সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, সহ-সভাপতিত্ব করবনে উত্তর নরপতি জামে মসজিদের ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ ও ৬নং চুনারুঘাট সদর ইউ/পি সদস্য হাজী মোহাম্মদ আজগর আলী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়াজ ফরমাইবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন, বিশ্ব নন্দিত বক্তা, পীরে তরিক্বত হযরত মাওলানা সাহেবজাদা আলহাজ্ব আবু ছুফিয়ান খান আবেদী আল্ কাদেরী (হাজীগঞ্জ, চাঁদপুর)। প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ...

মাসুদ চৌধুরী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আবিদ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত

রাণীগাঁও সংবাদদাতা ॥ চুুনারুঘাট উপজেলার রানীগাঁও মাসুদ চৌধুরী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মাসুদ চৌধুরী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আবিদ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিতফজলুল হক তরফদার আবিদ উপজেলা কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন। গতকাল জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭ উপলক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সামছুল হক উক্ত ফলাফল ঘোষণা করেণ। উল্লেখ্য, ফজলুল হক তরফদার আবিদ ইতিমধ্যে বড়কোটার জনকল্যাণ উচ্চ বিদ্যালয়, চুনারুঘাট সদর বালিকা উচ্চ বিদ্যালয়ে সুনামের সাথে শিক্ষকতা করেছেন। বর্তমানে তিনি রানীগাও মাসুদ চৌধুরী স্কুল এন্ড কলেজে প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি সকলের দোয়া প্রার্থী।

চুনারুঘাটে সাংবাদিক ফোরামের কর্তৃক আর্কাইভস এন্ড গুড গভার্নেন্স শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ ‘আপনার সমাজ তৈরির জন্য জানার অধিকার’ এ স্লোগানকে সামনে রেখে চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরামের উদ্যোগে ‘আর্কাইভস্ এন্ড গুড গভার্নেন্স’ বিষয়ে শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকাল ৩টায় উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়। উপজেলা সাংবাদিক ফোরামরে সভাপতি আব্দুর রাজ্জাক রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার আলাউদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নেদারল্যান্ড থেকে আগত বিশিষ্ট ইতিহাসবিদ ফ্লোরাস গেডিয়েস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ সালাহ উদ্দিন আহমেদ, গাজীপুর হাই স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মোঃ রফিক আলী, মিরাশী ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন, তরফ বার্তার সম্পাদক অধ্যক্ষ ...

চুনারুঘাটে ২ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার

স্টাফ রিপোর্টার ॥ ভাষা শহীদ সালাম, বরকত, রফিক, জব্বার, শফিক ও অলিউল্লাহদের কথা গ্রামের কিশোররা জানুক বা না জানুক প্রতি বছর বাঁশ ও কলাগাছের তৈরি অস্থায়ী শহীদ মিনারই তাদের ভরসা। অস্থায়ী শহীদ মিনার করে তারা সেখানে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করে। তরুণ-কিশোরদের সঙ্গে যোগ দেয় শিশুরা। প্রাথমিক ও মাধ্যমিক স্কুল শিক্ষার্থীরা সারা রাত জেগে পরিশ্রম করে নিজেরাই বাঁশ কিংবা কলাগাছ দিয়ে তৈরি করে শহীদ মিনার। নানা রঙে নিজের হাতে সাজিয়ে তোলা এ শহীদ মিনারেই প্রভাতে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করা হয়। এক-দু’দিন পর আবার ভেঙে ফেলা হয় এসব শহীদ মিনার। চুনারুঘাট উপজেলায় কিশোর শিক্ষার্থীরা অসংখ্য অস্থায়ী শহীদ মিনার তৈরি করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। এটা যেন এখন ...

৫ মার্চ লক্ষীপুরের ঐতিহ্যবাহী সুন্নী সভা

আলহাজ্ব এম এ আউয়াল ॥ আগামী ৫ই মার্চ রবিবার বাদ জোহর হইতে সারা রাত্র ব্যাপী চুনারুঘাট পৌর এলাকা লক্ষীপুর মুন্সীবাড়ী গাউছিয়া করিমিয়া দরবার শরীফের ৮ম বার্ষিক ঐতিহাসিক সুন্নী সভা অনুষ্টিত হবে। উক্ত সভায় সভাপতিত্ব করবেন পীরে তরিকত হযরত মাওলানা মতিউর রহমান হেলালী সাহেব গাউছিয়া করমিয়া দরবার শরীফ লক্ষীপুর। সভারতœ উপমহাদেশের সুলতানুল মুনাজিরিন হযরতুল আল্লামা সাহেব ক্বিবলা সিরাজনগরী (মাঃ জিঃ আঃ) সিরাজনগর দরবার শরীফ। প্রধান মেহমান চুনারুঘাটের গৌরব উন্নয়নের বলিষ্ট নেতৃত্ব জনাব মোঃ আবু তাহের সাহেব উপজেলা চেয়ারম্যান চুনারুঘাট। বিশেষ মেহমান সুন্নীয়তের বীর মুজাহিদ আশিকে রাসুল আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়া সাহেব সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাত চুনারুঘাট। প্রধান অথিতি হিসেবে ওয়াজ ফরমাইবেন উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন হযরতুল আল্লামা আবুল কাসেম ...