শায়েস্তাগঞ্জ সমিতি ইউকের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান প্রদান

শেখ মোঃ জামাল, শায়েস্তাগঞ্জ ॥ শায়েস্তাগঞ্জ সমিতি ইউকের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ইউকে সমিতির সভাপতি এডভোকেট মীর গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আহাদ সুমন এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-শায়েস্তাগঞ্জ পৌর মেয়র মোঃ ছালেক মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, শায়েস্তাগঞ্জ সমিতি ইউকের উপদেষ্টা এম.এ.মুনিম চৌধুরী বুলবুল, চুনারুঘাট সমিতি ইউকের সভাপতি গাজীউর রহমান গাজী, শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ জামাল মিয়া। বক্তব্য রাখেন, চুনারুঘাট সমিতি ইউকের সাধারণ সম্পাদক মোঃ জালাল আহমেদ, শায়েস্তাগঞ্জ সমিতি ইউকের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মুরাদ চৌধুরী, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুর রকিব, সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ, নুরপুর ইউনিয়নের মেম্বার ফজলুল করিম, সমাজ সেবক শাহজাহান চৌধুরী সেজু, শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য রাহেল মিয়া সরদার, চয়ন দেব, মোঃ মন্নর আলী, শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ তালুকদার, হাফিজপুর মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু তাইয়্যাব প্রমূখ। শায়েস্তাগঞ্জ সমিতি ইউকে শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়কে ৫০ হাজার, গঙ্গানগর উচ্চ বিদ্যালয়কে ১২ হাজার, উবাহাটা কুদ্রতীয়া মাদ্রাসাকে ১০ হাজার, হাফিজপুর মহিলা মাদ্রাসাকে ১০ হাজার ও নূরপুর সুন্নীয়া মাদ্রাসাকে ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন।
Share on Facebook
Leave a Reply