বাউল সম্রাট শাহ আঃ করিমের ১০১তম জন্মবার্ষিকীতে ‘ধামালী’র সঙ্গীত সন্ধ্যায় গাজীউর, তাজুল ও মাজহারুলকে ধামালি’র নতুন ৩ উপদেষ্টা হিসেবে বরণ

আকরামুল ইসলাম ॥ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘ধামালি, চুনারুঘাট’ এর আয়োজনে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে মাষ্টার কুদ্দুছ এর একক সঙ্গীতসন্ধ্যা অনুুষ্ঠিত হয়েছে। গত সোমবার সন্ধ্যায় চুনারুঘাট শহীদ মিনার প্রাঙ্গনে মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশন করেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি শিল্পী মাষ্টার কুদ্দুছ। সঙ্গীতানুষ্ঠানের পাশাপাশি শাহ আব্দুল করিমের জীবন ও গান নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা ও স্মৃতিচারণ উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। সঙ্গীত সন্ধ্যায় ‘ধামালি চুনারুঘাট’ এর উপদেষ্টা হিসেবে তিন বিশিষ্ট ব্যক্তিত্বকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করা হয়। উপদেষ্টারা হলেন ‘চুনারুঘাট এসোসিয়েশন, ইউকে’এর সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী উত্তর নরপতি গ্রামের মোহাম্মদ গাজীউর রহমান গাজী, তাজুল ইসলাম শিক্ষা ট্রাস্ট্রের চেয়ারম্যান ফুলবাড়ি গ্রামের দুুবাই প্রবাসী তাজুল ইসলাম ও লংলা কলেজের প্রভাষক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাজহারুল ইসলাম রুবেল। সঙ্গীতানুষ্ঠানে উপস্থিত ছিলেন চুনারুঘাট থানার ওসি কেএম আজমিরুজ্জামান, ওসি (তদন্ত) নুরুল ইসলাম, সেকেন্ড অফিসার ওমর ফারুক, চুনারুঘাট পদক্ষেপ গণপাঠাগারের সহ-সাধারণ সম্পাদক আজিজুর রহমান কাজল, উপজেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারি সাইফুল আলম রুবেল, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কুশল আহমেদ রনি। ‘ধামালি, চুনারুঘাট’ এর সভাপতি সুপ্রিমকোর্টে আইনজীবী মোস্তাক আহাম্মদের পরিচালনায় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মহিদুল ইসলাম মনসুর ও রুমন ফরাজি, সাধারণ সম্পাদক মামুন তালুকদার, যুগ্নœ সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাহার, সাংগঠনিক সম্পাদক আসাদ, সহসাংগঠনিক সম্পাদক কাউসার তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আকরামুুল ইসলাম আকরাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খন্দকার আলাউদ্দিন, অর্থ সম্পাদক তৌশিক আহমেদ, সিনিয়র সদস্য মাহমুদ খায়ের, রঞ্জন বিশ্বাস, ঝর্না আলম, জাহাঙ্গীর, ডেন্টিস্ট এসএম আলমগীর, সদস্য মুর্শেদ, হাবিব, বিজয়, শাহেদ, ফুল মিয়া, লিজা, কন্ঠশিল্পী নীলিমা, নৃত্যশিল্পী দেবী, হেপী, দিতি, তৃনা, লিপা, পপি, শিশুশিল্পী রাফছান, নিহা, লিবা ও অন্যান্যরা।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *