হাজী আঃ জব্বার গাউছিয়া লতিফিয়া একাডেমির উপদেষ্টা তাজুল ইসলাম

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ নরপতি গ্রামের হাজী আব্দুল জব্বার গাউছিয়া লতিফিয়া একাডেমির উপদেষ্টা হলেন তাজুল ইসলাম শিক্ষা ট্রাস্টের চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম। গত সোমবার সকাল ১০টায় একাডেমি প্রাঙ্গনে কমিটি গঠন লক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় একাডেমির প্রিন্সিপাল মোঃ মুখলিছুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন-এডঃ শাহ কুতুব উদ্দিন, তাজুল ইসলাম, ইঞ্জিনিয়ার ছালেহ আকবর ও আঃ বারিক প্রমুখ। সভায় সর্বসস্মতিক্রমে উপদেষ্টা কমিটিতে যাদের মনোনীত করা হয়েছে তারা হলেন-তাজুল ইসলাম শিক্ষা ট্রাস্টের চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিন তাজুলকে প্রধান উপদেষ্টা, আঃ বারিক মিয়া, মোঃ ওয়াহিদ তরফদার, মোঃ নুরুল হক, হাজী আকল মিয়া, আঃ হান্নান, মোঃ আঃ রউফ ছাবু, মোঃ নুরুল আমিন, মোঃ শাহজাহান চৌধুরী, মোঃ উজ্জল মিয়া, হাজী মোঃ হারুন মিয়া লস্কর, ভিনু মিয়া তরফদারকে সদস্য করে ১২ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয় এবং কার্যকরী কমিটিতে যারা মনোনীত হয়েছেন তারা হলেন-অ্যাডভোকেট শাহ কুতুব উদ্দিনকে সভাপতি, আলহাজ্ব সিরাজুল ইসলাম কাপ্তানকে সহ-সভাপতি, মোঃ মুখলিছুর রহমানকে সদস্য সচিব, মেধাবী ছাত্রের অভিভাবক সদস্য আবুল কাসেম, উদ্যোক্তা সদস্য মোঃ ফরিদ মোল্লা, সাধারণ ছাত্র অভিভাবক সামছুল হক ও মোঃ আঃ কদ্দুছ, শিক্ষক প্রতিনিধি সদস্য ইঞ্জিনিয়ার মোঃ ছালেহ আকবর, নিকটতম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পপি রানী দাসকে সদস্য করে ৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। উল্লেখ্য, হাজী আঃ জাব্বার গাউছিয়া লতিফিয়া একাডেমির ২০০৫ সালে যাত্রা শুরু করে সুনামের সাথে ছাত্র-ছাত্রীদের পাঠদান চালিয়ে যাচ্ছে। প্রতি বছই ওই একাডেমি থেকে পিএসসি পরীক্ষায় জিপিএ-৫ পায়। এছাড়াও অনেক ছাত্র-ছাত্রীরা কিন্ডারগার্ডেন এসোসিয়েশন বৃত্তি পেয়েছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *