Daily Archives: March 13, 2017

বাহুবলের মিরপুরের যাত্রী ছাউনিটি বেদখল ॥ বেহাল দশায় পরিণত

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার মিরপুর বাজারে জেলা পরিষদের নির্মিত একমাত্র যাত্রী ছাউনিটি বেদখল হয়ে বেহাল দশায় পরিণত হয়েছে। এর প্রতি প্রশাসনের নেই কোন সুদৃষ্টি। ফলে স্কুল, কলেজ ও মাদরাসার ছাত্র-ছাত্রীসহ শতশত যাত্রীরা প্রতিদিন ঝুঁকি ও দূর্ভোগের মধ্য দিয়ে বিভিন্ন স্থানে যাতায়াত করতে হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার বেশ কয়েকটি স্কুল, কলেজ ও মাদরাসার ছাত্র-ছাত্রীদের দাবীর প্রেক্ষিতে ১৯৯১ সালে যাত্রীসাধারণের চলাচলের সুবিার্থে মিরপুর চৌমুহনীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি জমিতে একটি পাকা ছাউনি নির্মাণ করে দেয় জেলা পরিষদ। পরে স্থানীয় প্রভাবশালী দখলদারদের ইশারায় যানযটের অজুহাত দেখিয়ে জেলা প্রশাসনের মাধ্যমে ২০০৪ সনে ছাউনিটিকে বাসষ্ট্যান্ডের কাছ থেকে সরিয়ে পাঁচশত গজ পূর্বে ট্রাকষ্টান্ডের কাছে স্থাপন করা ...

সৌদিতে বিপদের মুখে ৫০ লাখ অভিবাসী

সেবা ডেক্স ॥ সৌদি আরবের সরকার নতুন কিছু অভিবাসী আইন প্রণয়ন করতে পারে। এতে দেশটিতে থাকা প্রায় ৫০ লাখ অভিবাসীর বিরাট অংশকে বহিষ্কার করা হতে পারে। সৌদি দৈনিক আল-হায়াতের এক প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি এমন আশংকার কথা জানিয়েছে। জানা গেছে, সৌদি শুরা কাউন্সিল অবৈধ অভিবাসন নির্মূল করার লক্ষ্য নিয়ে একটি বিশেষ কমিশন গঠনের প্রশ্নে আলোচনা করছে। সৌদি আরবের অবৈধ অভিবাসী সমস্যা সম্পর্কে এই কাউন্সিলের জন্য একটি রিপোর্ট তৈরি করেছেন কাউন্সিল সদস্য ড. সাদকা ফাদেল। বিবিসি-কে তিনি বলেন, হজ, ওমরা কিংবা ভিজিটর ভিসা নিয়ে এশিয়া এবং আফ্রিকার নানা দেশে থেকে বিপুল সংখ্যক মানুষ সৌদি আরবে প্রবেশ করেছেন। কিন্তু এদের বেশিরভাগই আর কখনোই নিজ দেশে ফিরে যাননি। নিজেদের পাসপোর্ট ফেলে দিয়ে ...

চুনারুঘাটের পশ্চিম পাকুড়িয়ায় পল্লী বিদ্যুতের উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট পৌর শহরের পশ্চিম পাকুড়িয়া গ্রামে ১শ ৩টি বিদ্যুতের মিটারের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার বিকাল ৫টায় পশ্চিম পাকুড়িয়া (গুচ্ছগ্রাম) এলাকায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামীলীগ সভাপতি মোঃ আবু তাহের মিয়া মহালদার। এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ -৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের এমপি এডভোকেট মাহবুব আলী। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের, পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতু, পল্লী বিদ্যুতের ডিজিএম শওকাতুল আলম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মাস্টার, যুগ্ন সম্পাদক আনোয়ার আলী, সাংগঠনিক সম্পাদক বাবু সজল দাস, উপজেলা যুবলীগ সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, উপজেলা ...

বাহুবলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার কটিয়াদী-নন্দনপুর সড়কে সড়ক দুর্ঘটনায় নুরুল হক (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত নুরুল হক বানিয়াচং উপজেলার তাজপুর (সুন্দরপুর) গ্রামের ইছাক আলীর পুত্র। গত শুক্রবার বার দিনগত রাত দেড়টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত হয়। স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার সকালে বানিয়াচং উপজেলার তাজপুর (সুন্দরপুর) গ্রামের ইছাক আলীর পুত্র মোঃ নুরুল হক তার শ্বশুর বাড়ি বাহুবল উপজেলার কাজী হাটা গ্রামের যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে সকাল ১০ টায় কটিয়াদী-নন্দনপুর সড়কের ঈদগাহ নামকস্থানে পৌছা মাত্রই একটি অজ্ঞাত যানবাহন তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে স্থানীয় কটিয়াদী বাজারে চিকিৎসালয়ে নিয়ে আসেন। খবর পেয়ে তার শ্বশুর ...

চুনারুঘাটে টমটমের ধাক্কায় এক যুবক আহত

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলায় টমটমের ধাক্কায় মোঃ শাহরাজ মিয়া (৩৫) আহত হয়েছেন। গতকাল রবিবার সকাল সাড়ে ১১টার দিকে চুনারুঘাট উত্তর বাজারে এ দুর্ঘটনা ঘটে। আহত শারাজ মিয়া উপজেলার ডেউয়াতলী গ্রামের বাসিন্দা।স্থানীয় সূত্র জানায়, শারাজ মিয়া মোটরসাইকেল যোগে উপজেলায় যাচ্ছিলেন পথিমধ্যে টমটম মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে তিনি সাইকেল থেকে ছিটকে পড়ে আহত হন। তাকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিক্ষার মান উন্নয়নে সরকার বদ্ধপরিকর

লাখাই প্রতিনিধি ॥ হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট আবু জাহির বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার বিস্তার মান উন্নয়নে বদ্ধপরিকর। সারাদেশের মানুষের নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করতে এবং দেশ তথা গ্রামীন জনপদে শিক্ষার প্রসার বিস্তারের লক্ষে সরকার একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান গড়া, শিক্ষার্থীদের শিক্ষামুখী ও শিক্ষাক্ষেত্রে আগ্রহী করে তুলতে নিচ্ছে বিভিন্ন বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে। তিনি বলেন, সরকার দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিনা মুল্যে বই, উপ-বৃত্তি প্রদানসহ শিক্ষা উপকরন ছাত্র ছাত্রীদের মধ্যে বিলিয়ে দিচ্ছে। উন্নয়নের ধারবাহিকতা অব্যহত রাখার আহবান জানিয়ে এমপি আবু জাহির আরো বলেন, বর্তমান সরকারের আমলে শিক্ষা উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি ও সরবরাহ বিগত যে কোন সরকারের চেয়ে প্রভুত উন্নয়ন হয়েছে। ...

উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের মেধা বৃত্তির পুরস্কার ও সনদপত্র বিতরণ

এস আর সুজন ॥ চুনারুঘাট উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশন এর উদ্যোগে আয়োজিত ও লন্ডন প্রবাসী গাজীউর রহমান গাজীর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত মেধা বৃত্তি পরীক্ষা ২০১৬ এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চুনারুঘাট উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি উপাধক্ষ্য মোজাম্মেল হক তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃ নাজিম উদ্দিন সামছু। পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোনো জাতিই উন্নতি করতে পারেনা। তাই আমাদেরকে শিক্ষার বিষয়ে সচেতন থাকতে হবে। অনুষ্ঠানটি উদ্ভোধন করেন চুনারুঘাট উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক গাজীউর রহমান গাজী। তিনি বলেন, শিশুদের ...

১২ শতক বরাদ্দ পেলেন ইউপি সদস্য রহিমা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জে ব্রীজের নিচে বসবাস করে আসছেন স্থানীয় জনপ্রতিনিধি রহিমা বেগমের। এনিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে খাস জমির ১২ শতক বরাদ্দ পেয়েছেন রহিমা বেগম। তবে অর্থের অভাবে এখনও ঘরবাড়ি নির্মাণের উদ্যোগ নিতে পারছেননা এই সহায়-সম্বলহীন নারী ইউপি সদস্য। উল্লেখ্য, নাগরিক সুবিধার দেখভাল করলেও নিজেরই মাথা গোঁজার ঠাঁই নেই নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের নির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য রহিমা বেগমের। শীত কি বর্ষায় কোথাও যাওয়ার জায়গা নেই এই মহিলা মেম্বার ও তার পরিবারের লোকজনের। ফলে দীর্ঘ এক যুগ ধরে ঢাকা-সিলেট মহাসড়কের ব্যস্ততম রাস্তা সৈয়দগঞ্জ বাজার সংলগ্ন মনু খালের ব্রিজের নিচে বসবাস করে আসছেন তিনি। সারা দিন-রাত তাদের উপর দিয়ে চলাচল করে কয়েক হাজার যানবাহন। আর বর্ষার ...

চুনারুঘাটে ব্র্যাকের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা ও মানববন্ধন

আকরামুল ইসলাম ॥ চুনারুঘাট উপজেলা ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে গত ৮ই মার্চ বুধবার দুপুর ১২ ঘটিকায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩নং দেওরগাছ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে নারী দিবসে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নারী দিবসে আলোচনা সভায় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তাহেরের সহধর্মীনি ৩নং দেওরগাছ ইউনিয়নের চেয়ারম্যান চৌধুরী শামছুন্নাহার তাহের। উপজেলা ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির অফিসার অল্লিকা দাস, প্রাক্তন মেম্বার মোঃ রজব আলী, এনিমেটর সদস্য ও দেওরগাছ ইউপির পল্লী সমাজের সভা প্রধান রাবিয়া খাতুন, মোঃ শাহজাহান মিয়া, শিরিন আক্তারসহ সকল পল্লী সমাজের সদস্যবৃন্দ, এনিমেটর সদস্যবৃন্দ, সিটিজেন সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে চুনারুঘাট উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়ন কমপ্লেক্সে উপজেলা ...

শায়েস্তাগঞ্জে পৌর আ’লীগ নেতা বহিষ্কার

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ পৌর আওয়ালীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো শিপন মিয়াকে বহিষ্কার করা হয়েছে। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি অবমাননার দায়ে শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী-লীগের নেতাকে বহিষ্কার করা হয়। শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি সম্পাদক এর বরাত দিয়ে তথ্যটি নিশ্চিত করেছেন পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ।

এসএসসি পরীক্ষার্থীর উপর হামলা

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার আদাঐর লোকনাথ উচ্চ বিদ্যালয়ের এক এসএসসি পরীক্ষার্থীর উপর হামলা করা হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১০ টায় বিদ্যালয়ের ভিতরে এ ঘটনা ঘটে। হামলায় পরীক্ষার্থী খায়রুল ইসলাম আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে শিক্ষকরা মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরীক্ষার্থী খায়রুল ইসলাম জানান, সকাল সাড়ে ১০ টায় পরীক্ষা দেওয়ার জন্য সে বিদ্যালয়ে গেলে বিদ্যালয়ে প্রবেশ করে ৪/৫ জন যুবক তাকে হকিষ্টিক দিয়ে পিটিয়ে আহত করে। এ ব্যাপারে তার পিতা নুরুল ইসলাম মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতাদির হোসেন পিপিএম বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চুনারুঘাটে চা শ্রমিকদের প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের বেগমখান ও চান্দপুর চা বাগানের শ্রমিকদের আবাদকৃত জমিতে ইকোনোমিক জোন নির্মাণের প্রতিবাদ জানানো হয়েছে অন্যরকমভাবে। গত শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত শোভাযাত্রা, চিত্রাংকন প্রতিযোগীতা, নাচ, গানসহ নাটকের মাধ্যমে প্রতিবাদ জানায় তারা। এসময় শ্রমিকদের সাথে একাত্মতা প্রকাশ করে অনুষ্ঠানে যোগ দেয় সম্মিলিত সাংস্কৃতিক জোটের কর্মী ও লেখকরা। জানা যায়, চুনারুঘাট উপজেলার বেগমখান ও চান্দপুর চা বাগানের মধ্যবর্তী স্থানে ইকোনোমিক জোন করার সিদ্ধান্ত নেয় সরকার। এ এলাকায় রয়েছে ওই দুই চা বাগানের শ্রমিকদের কৃষি জমি। এ জমি থেকে উৎপাদিত ফসল থেকেই চলে তাদের সংসার। তাই ওই এলাকায় ইকোনোমিক জোন নির্মাণ বন্ধের প্রতিবাদে আন্দোলন করে আসছে তারা। প্রতিবাদ কর্মসূচি থেকে দাবি জানানো হয় সরকার যাতে এ সিদ্ধান্ত থেকে ...

বাল্লা রোডে ময়লার স্তুপ ॥ নেই পৌর সভার উদ্যোগ

চুনারুঘাট পৌর সভার ৬নং ওয়ার্ডের বাল্লা রোড নামক স্থানে পৌর সভার পরিচ্ছন্ন কর্মীদের বিভিন্ন স্থান হতে সংগ্রহকৃত ময়লা ফেলার ফলে দুর্গন্ধে অতিষ্ট হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের জনজীবন। স্থানীয় সূত্রে জানা যায়, পৌর সভার পরিচ্ছন্ন কর্মীরা প্রতিদিন ভোরে পৌর এলাকার বিভিন্ন স্থান হতে ময়লা সংগ্রহ করে ওই জায়গায় ফেলে। বারবার পরিচ্ছন্ন কর্মীদের বলা সত্বেও কোন টনক নড়ছে না পৌর পরিচ্ছন্ন কর্মীদের। স্থানীয় বাসিন্দা মোঃ হেলাল আহমেদের সঙ্গে কথা বলে জানা যায় যে, ওই স্থানে ময়লা প্রচন্ড দূর্গন্ধ ছড়াচ্ছে। স্কুলগামী বাচ্চাদের তীব্র কষ্ট হচ্ছে। পৌর প্রশাসনের কাছে জোর দাবী জানাচ্ছেন এলাকাবাসী। যত তাড়াতাড়ি সম্ভব ময়লা ফেলার স্থান পরিবর্তন করে অন্যথায় নিয়ে গিয়ে স্থানীয় বাসিন্দাদের রেহাই দেওয়া হোক। মোঃ সাইফুর রহমান।

সৃজনশীল মেধা বিকাশ শিক্ষা বোর্ড চুনারুঘাট এর সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ৩১শে মার্চ

সৃজনশীল মেধা বিকাশ শিক্ষা বোর্ড এর সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ৩১শে মার্চ ২০১৭ অনুষ্ঠিত হবে। গত পহেলা মার্চ বোর্ডের পরিচালক শেখ খাইরুল কবীর এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তা জানানো হয়। আরও জানানো হয় যে, বোর্ড এর বাৎসরিক কর্মসূচি সাধারণ জ্ঞান প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা প্রতি বৎসর আয়োজিত হয়ে অসছে। প্রতিযোগিতায় ক ও খ শাখায় শিক্ষার্থীদের আশানুরূপ অংশগ্রহণ লক্ষ্য করা যাবে।

নবীগঞ্জে বিবিয়ানা কর্মচারীদের অবস্থান কর্মসূচী পালন

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে অবস্থিত এশিয়া মহাদেশের বৃহত্তম গ্যাস প্লান্ট বিবিয়ানায় নিয়োজিত নিরাপত্তা কর্মচারীরা তাদের ন্যায্য অধিকার ৫% মুনাফা আদায়সহ ১১ দফা দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচী পালন করেছে। গতকাল রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৩ ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচী পালন করে তারা। জানা যায়, উপজেলার করিমপুর গ্যাস প্লান্ট সাউথ প্যাডের প্রবেশ মূখে ইতিপূর্বে আরও কয়েকবার নিরাপত্তা কর্মচারীরা বিভিন্ন দাবী-দাওয়া নিয়ে মানববন্ধনসহ নানা কর্মসূচী পালন করেছে। রবিবার আবারও শেভরনের কাজে নিয়োজিত নিরাপত্তা কর্মচারীবৃন্দ শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচী ডাক দেন। কর্মসূচী পালনকারীদের পক্ষে মূখপাত্র রূপন তালুকদার সাগর বলেন, শেভরন বাংলাদেশের এই বিবিয়ানা গ্যাস প্লান্টের শুরু থেকে এখন পর্যন্ত আমরা নিরাপত্তা কর্মচারীবৃন্দ অতি নিষ্টার সাথে দায়িত্ব পালন করে আসছি। শেভরন বাংলাদেশ আমাদেরকে ৫% ...

শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়কে মহিলা কলেজ করা হবে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রায় ২ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে নব-নির্মিত একাডেমিক (জ্যোৎস্না-ললিত) ভবন উদ্বোধন করা হয়েছে। গত শনিবার সকালে তৃণমূল লোকজনকে সাথে নিয়ে এমপি এডভোকেট মোঃ আবু জাহির এমপি এ ভবন উদ্বোধন করেন। পরে জেলা পরিষদের নির্বাচিত সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, আব্দুল মুকিত, আলেয়া বেগমকে স্কুলের পক্ষ থেকে ক্রেস্ট উপহার দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। সেই সাথে এ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীয় অংশ নেয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ উপলক্ষে স্কুল প্রাঙ্গণে প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক জালাল আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এমপি আবু জাহির বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকার শিক্ষার ...

তরফ সাহিত্য পরিষদের সম্মেলন ২৩ মার্চ

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ ঐতিহ্যবাহী তরফ সাহিত্য পরিষদ দ্বি-বার্ষিক সম্মেলন আগামী ২৩ মার্চ বৃহস্পতিবার দুপুর ২ ঘটিকায় শায়েস্তাগঞ্জ হুছাইনিয়া মাদরাসার মিলনায়তনে অনুষ্ঠিত হবে। উক্ত সম্মেলনে তরফ সাহিত্য পরিষদের সকল সদস্যবৃন্দকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন, বাংলা সাহিত্যের খ্যাতিমান ইতিহাসবিদ, তরফ সাহিত্য পরিষদের সভাপতি তরফরতœ সৈয়দ আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক অধক্ষ্য ফারুক উদ্দিন চৌধুরী।

মুড়ারবন্দ রাস্তার বেহাল দশা জন দুর্ভোগ চরমে

নাজিরুজ্জামান শিপন, শ্রীকুটা ॥ শ্রীকুটা বাজার থেকে সৈয়দ নাসির উদ্দিন সিপাহ সালার মাজার সড়ক বেহাল দশায় পরিণত হয়েছে। বালি বোঝাই বড় বড় ট্রাক ও ট্রাক্টর চলাচলের কারণে রাস্তা ভেঙ্গে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে যান বাহন চলাচলের জন্য অনুপযোগী বললেই চলে। অল্প বৃষ্টি হলেই রাস্তার ভাঙ্গা গর্তে পানি জমে কাঁদায় পরিণত হয়। যার ফলে যানবাহন ও মানুষ চলাচল অনুপযোগী হয়ে পরে। এতে করে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সাধারণ মানুষের আবেদন দ্রুত যেন এই রাস্তা সংস্কার করা হয়।