চুনারুঘাটে ব্র্যাকের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা ও মানববন্ধন

আকরামুল ইসলাম ॥ চুনারুঘাট উপজেলা ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে গত ৮ই মার্চ বুধবার দুপুর ১২ ঘটিকায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩নং দেওরগাছ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে নারী দিবসে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নারী দিবসে আলোচনা সভায় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তাহেরের সহধর্মীনি ৩নং দেওরগাছ ইউনিয়নের চেয়ারম্যান চৌধুরী শামছুন্নাহার তাহের। উপজেলা ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির অফিসার অল্লিকা দাস, প্রাক্তন মেম্বার মোঃ রজব আলী, এনিমেটর সদস্য ও দেওরগাছ ইউপির পল্লী সমাজের সভা প্রধান রাবিয়া খাতুন, মোঃ শাহজাহান মিয়া, শিরিন আক্তারসহ সকল পল্লী সমাজের সদস্যবৃন্দ, এনিমেটর সদস্যবৃন্দ, সিটিজেন সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে চুনারুঘাট উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়ন কমপ্লেক্সে উপজেলা ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে গত ৮ই মার্চ বুধবার সকাল ১১ ঘটিকায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা ও মানববন্ধন উদ্যাপন করা হয়। নারী দিবস ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুনারুঘাট ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির অফিসার অল্লিকা দাস ও পরিচালনা করেন ইউপি সচিব মাসুদ আহমদ। এতে উপস্থিত ছিলেন সিটিজেন কমিটির ইউনিয়ন সভাপতি মোঃ আবু হানিফ মিয়া, এনিমেটর সদস্যবৃন্দ, পল্লী সমাজের শতাধিক নারী পুরুষসহ সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন নারীদের সর্বক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে। নারী নির্যাতন বন্ধ করতে হবে। ১৮ বছরের আগে কোন মেয়ের যাতে বিয়ে না হয় সেদিকে পল্লী সমাজের সকল নারীদেরকে অবহিত করা হয়।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *