শিক্ষার মান উন্নয়নে সরকার বদ্ধপরিকর

লাখাই প্রতিনিধি ॥ হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট আবু জাহির বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার বিস্তার মান উন্নয়নে বদ্ধপরিকর। সারাদেশের মানুষের নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করতে এবং দেশ তথা গ্রামীন জনপদে শিক্ষার প্রসার বিস্তারের লক্ষে সরকার একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান গড়া, শিক্ষার্থীদের শিক্ষামুখী ও শিক্ষাক্ষেত্রে আগ্রহী
করে তুলতে নিচ্ছে বিভিন্ন বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে। তিনি বলেন, সরকার দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিনা মুল্যে বই, উপ-বৃত্তি প্রদানসহ শিক্ষা উপকরন ছাত্র ছাত্রীদের মধ্যে বিলিয়ে দিচ্ছে। উন্নয়নের ধারবাহিকতা অব্যহত রাখার আহবান জানিয়ে এমপি আবু জাহির আরো বলেন, বর্তমান সরকারের আমলে শিক্ষা উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি ও সরবরাহ বিগত যে কোন সরকারের চেয়ে প্রভুত উন্নয়ন হয়েছে। গত শুক্রবার বিকেলে উপজেলার করাব ইউনিয়নের মনতৈল গ্রামের বুল্লা মৌজায় আবু জাহির মডেল কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন পরবর্তী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথা বলেন। করাব ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে করাব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হাই কামালের সভাপতিত্বে ও এডভোকেট ইসরাইল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন লাখাই উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, অবঃ প্রফেসার আব্দুল মোক্তাদির, জেলা পরিষদ সদস্য মোর্শেদ কামাল, ইউপি চেয়ারম্যান এনামুল হক মামুন, আব্দুল মতিন মাস্টার, করাব ইউপি আওয়ামীলীগ সভাপতি আব্দুল কদ্দুস, মহিউদ্দিন মলাই, আব্দুল আওয়াল তালুকদার প্রমুখ।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *