হবিগঞ্জ সীমান্ত দিয়ে অবাধে আসছে মাদক

হবিগঞ্জ প্রতিনিধি ॥ চোরাই পথে দেশে প্রবেশ করছে ভারতীয় ফেনসিডিল, গাঁজা, মদ, হেরোইনসহ বিভিন্ন নিষিদ্ধ পণ্য। হবিগঞ্জ সীমান্ত এলাকার সংঘবদ্ধ চক্রের মাধ্যমে মাদক পাচারকারীরা এসব মাদকদ্রব্য এন দেশের বিভিন্ন স্থানে পাচার করছে। র‌্যাব, পুলিশ, ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে বিভিন্ন সময় পাচার কালে মাদকদ্রব্য আটক হলেও মাদকের ব্যাবসা বন্ধ হচ্ছে না। অভিযোগ উটেছে নরকোটিক্স বিভাগের কর্মকর্তারা মাদকের বিরুদ্ধে মাঠ পর্যায়ে তেমন কোনো অভিযান পরিচালনা করছেন না। তবে নরকোটিক্স বিভাগের দবি লোকবলের অভাবে তারা যথাসময়ে মাদক পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হিমশিম খাচ্ছেন। জানা গেছে, চুনারুঘাট উপজেলার সীমান্ত এলাকার ২০টি স্পট দিয়ে মাদকদ্রব্যসহ ভারতীয় নিষিদ্ধ পণ্য প্রবেশ করছে। সীমান্ত এলাকার ওইসব স্পট পাচারকারীদের কাছে ঘাট হিসেবে পরিচিত। এসব ঘাটের অঘোষিত ইজারদার রয়েছে। এদের অনেকেই স্থানীয়ভাবে প্রভাবশালী বা পেশাগতভাবেই চোরাচালানি সদস্য। আর চোরকারবারীরা কথিত ঘাট মালিকদের ম্যানেজ করে নিরাপদে মাদকসহ চোরাচালানি পণ্য পাচার করছে। পাচারকারী চক্রের নিয়ন্ত্রনে রয়েছে জনপ্রতিনিধি, ছাত্রনেতা বা রাজনৈতিক নেতাসহ প্রভাবশালী ব্যক্তি। সূত্র জানায়, চোরাচালানিরা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে নিুবৃত্ত পরিবারের নারী ও শিশুদেরকে মাদক পাচারে ব্যবহার করছে। প্রশাসনের অভিযানের পর পাচারকারীরা নতুন নতুন কৌশল অবলম্বন করছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *