হবিগঞ্জে এলার্টের আলোচনা সভা

হবিগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে। আমাদেরকে আরোও অনেক দুর যেতে হবে। যোগাযোগ, শিক্ষা, শিল্প, কৃষি, স্বাস্থ্য, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে আশাপ্রদ উন্নয়ন হওয়ায় দারিদ্রের হার হ্রাস পেয়েছে। প্রবাসে বিপুল সংখ্যক বাংলাদেশির কর্মসংস্থান সহ গার্মেন্টস, ঔষধ, চামড়া রপ্তানী করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। বিশ্বে বৃহৎ অর্থনীতিতে বর্তমানে ৩১তম অবস্থান থেকে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশ ২৩তম স্থানে উন্নীত হবে। উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখার জন্য সকল নাগরিকদেরকে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। এতেই প্রত্যাশিত সুখী-সমৃদ্ধিশালী, শোষণমুক্ত বাংলাদেশ গঠন তরান্বিত হবে। মানবাধিকার সংগঠন এসোসিয়েশন ফর ল’ রিসার্চ এন্ড হিউম্যান রাইটস (এলার্ট) হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত “স্বাধীনতার ৪৬ বছর আমাদের প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয় শীর্ষক” আলোচনায় সভায় বিভিন্ন বক্তারা এ কথাগুলো বলেন। শনিবার হবিগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে এলার্ট আয়োজিত আলোচনায় সভায় সভাপতিত্ব করেন এলার্ট জেলা শাখার সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এলার্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম খান।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ছিলেন এলার্ট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, ন্যাশনাল ডিফেন্স কলেজের সাবেক প্রতিষ্ঠান প্রধান ও জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের সাবেক ফোর্স কমান্ডার লেফট্যানেন্ট জেনারেল (অবঃ) আবু তৈয়ব মোঃ জহিরুল আলম।
বক্তব্য রাখেন কবি তাহমিনা বেগম গিনি, এম এ কাইয়ুম চৌধুরী শাহীন, মোঃ জাকির হোসেন, মোঃ মনির হোসেন, মুক্তিযোদ্ধা মোঃ আলী মমিন, এডভোকেট শরদিন্দু ভট্টাচার্য টুটুল, তবারক আলী লস্কর, সাংবাদিক আলমগীর খান সাদেক, আবু সালেহ, তোফাজ্জল সোহেল, মোঃ আব্দুল মজিদ, কাউসার আহমেদ, মঈন উদ্দিন খান, এনামুল হক সায়েম প্রমূখ।
কোরআন তেলাওয়াত করেন মোঃ জাহেদ মিয়া। অনুষ্ঠান পরিচালনা করেন এলার্ট জেলা কমিটি সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্দুল কাইয়ুম।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *