মাধবপুরে গৃহবধূ হত্যার অভিযোগে শ্বশুর গ্রেফতার

মাধবপুর প্রতিনিধি: মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের বোরহানপুর গ্রামে গৃহবধূ সাফিয়া আক্তার শিল্পীকে (২৬) হত্যার অভিযোগে শ্বশুর রহিছ মিয়া (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২২ মার্চ) ভোর রাতে মনতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ এসআই কামরুল ইসলাম। এর আগে গত মঙ্গলবার রাতে নিহত শিল্পীর বাবা সুন্দর আলী বাদী হয়ে শিল্পীর স্বামী হোসেন মিয়া (৩৬), শ্বশুর রহিছ মিয়া (৫৫) ও সৎ শাশুড়ি হাজেরা খাতুন (৪৮) কে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার অভিযোগ সূত্রে জানা যায়- উপজেলার বহরা ইউনিয়নের আফজলপুর গ্রামে সুন্দর আলীর মেয়ে সাফিয়া আক্তার শিল্পীর সাথে একই ইউনিয়নের বোরহানপুর গ্রামের রইছ মিয়ার ছেলে হোসেন মিয়ার বিয়ে হয় প্রায় ১১ বছর পূর্বে। বিয়ের পর থেকে স্বামী, শ্বশুর ও সৎ শাশুড়ি কারনে-অকারনে শিল্পীকে নির্যাতন করতেন। এ নিয়ে কয়েকবার শালিসও হয়। মঙ্গলবার সকালে শিল্পীর স্বামী, শ্বশুর ও শাশুড়ি মিলে শিল্পীকে হত্যা করে বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য শিল্পী স্ট্রোক করেছে বলে প্রচার করেন এবং শিল্পীর বাবার বাড়িতে খবর দেন। বেলা ১১টার দিকে অজ্ঞান অবস্থায় শিল্পীকে তার স্বামী ও শ্বশুর মনতলা নুশরা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষনিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিল্পীকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে বিকাল ৩টায় মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই কামরুল ইসলাম লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরন করেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *