ইয়াবা ও ফেনসিডিলসহ মাদকাসক্ত চিকিৎসক ডাঃ সোহাগ গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরের পুরাতন হাসপাতাল সড়কের গ্রীণ লাইফ ডায়াগনস্টিক এন্ড কনসালটেনশন সেন্টারের ভেতর থেকে মাদকদ্রব্যসহ ডা: সামসুদ্দোহা সোহাগকে আটক করেছে পুলিশ। গত বুধবার ভোরবেলা গোপন সংবাদের ভিত্তিতে ওই ক্লিনিকে অভিযান চালিয়ে হবিগঞ্জ সদর মডেল থানার এসআই মীর্জা মাহমুদুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম, দুই লিটার পানির বোতলে রাখা ৮শ’ মিলি ফেনসিডিল, ৮টি ফেনসিডিলের খালি বোতল উদ্ধার করে পুলিশ। আটককৃত সামসুদ্দোহা সোহাগ (৩৫) নোয়াখালি জেলার বেগমগঞ্জ উপজেলার লাউতলি সমিরমুন্সির হাট গ্রামের মৃত আবুল খায়ের মো. নোমানের পুত্র। পরবর্তীতে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। পুলিশ সূত্র জানায়, ডাক্তার সামসুদ্দোহা সোহাগ দীর্ঘদিন ধরে হবিগঞ্জ শহরের ওই ক্লিনিকে রোগী দেখছেন। ক্লিনিকে কর্মরত থাকা অবস্থায় তিনি ইয়াবা সেবন করে রোগীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে থাকেন বলে অভিযোগ রয়েছে। তার কাছে সেবা নিতে আসা রোগীরা তার বিরুদ্ধে পুলিশের কাছে একাধিকবার এমন অভিযোগ দিয়েছেন। এরই প্রেক্ষিতে বুধবার ভোরে পুলিশ গ্রীণ লাইফ ডায়াগনস্টিক এন্ড কনসালটেনশন সেন্টারে অভিযান চালায়। এ সময় ডাক্তার সোহাগের কাছ থেকে উল্লেখিত মাদক উদ্ধার করা হয়। পরে পুলিশ তাকে মাদক বিক্রির অভিযোগে আটক করে থানায় নিয়ে যায়। একটি সূত্র জানায়, স্ত্রী ও দুই সন্তান নিয়ে ডা: সামসুদ্দোহা সোহাগের জীবন সুখেই কাটছিল। বছর খানেক আগে স্বামী-স্ত্রীর মাঝে কলহের সৃষ্টি হয়। এক পর্যায়ে তার স্ত্রী তাকে তালাক দিয়ে আমেরিকা চলে যায়। এ কারণে মাদকাসক্ত হয়ে পড়েন ডা: সামসুদ্দোহা সোহাগ। এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) মোঃ মানিকুল ইসলাম জানান, মাদক সেবন ও সংরক্ষণের অভিযোগে ডাক্তার সোহাগকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। তাকে ছাড়িয়ে নিতে একদল মাদকসেবী যুবক থানায় তদবির শুরু করেছিল।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *