চুনারুঘাটে অর্থনৈতিক জোন বদলে যাবে হবিগঞ্জ জেলার চিত্র কর্মসংস্থান হবে ১ লাখ মানুষের

ইসমাইল হোসেন বাচ্চু ॥ চুনারুঘাটে প্রস্তাবিত ইকোনমিক জোন স্থাপিত হলে বদলে যাবে জেলার চিত্র। এতে কর্মসংস্থান হবে কমপক্ষে ১ লাখ শিক্ষিত-বেকার নারী পুরুষের। হবিগঞ্জ জেলা হবে ৬৪ জেলার মধ্যে অন্যতম। এখানে অর্থনৈতিক জোন স্থাপিত হলে ১৮টি চা বাগানের শ্রমিক সহ অর্ধ লক্ষাধিক বেকার যুবক-যুবতীদের কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ার হাতের নাগালে। ওই অঞ্চলের অর্ধ লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগের পাশাপাশি দেশের অর্থনীতির বড় এক সম্ভাবনা যেন হাতছানি দিয়ে ডাকছে। চুনারুঘাট-মাধবপুর নির্বাচনী এলাকার সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহেরসহ আওয়ামীলীগ ও বিএনপির শীর্ষ স্থানীয় নেতাকর্মীরা ইকোনমিক জোন স্থাপনের দাবীতে দীর্ঘদিন ধরে সোচ্ছার ভূমিকা পালন করছেন। গ্যাস-বিদ্যুতের সহজলভ্যতা এবং যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় চুনারুঘাট উপজেলার চান্দপুর টিজি মৌজায় সরকারি ৫১১ একর খাস জমিতে ২০১৪ সালে ‘হবিগঞ্জ অর্থনৈতিক অঞ্চল’ গড়ে তোলার প্রক্রিয়া শুরু হয়। এই অঞ্চল গড়ে তোলার আরেকটি কারণ ছিল চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন। সরকারি ওই ভূমিতে হবিগঞ্জের তৎকালীন জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীনের স্পেশাল ইকনোমিক জোন প্রতিষ্ঠার প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের তৎকালীন নির্বাহী চেয়ারম্যান এবং সচিব ফখরুল ইসলাম ২০১৫ সালের জানুয়ারি মাসে স্থানটি পরিদর্শন করে সেখানে জোন প্রতিষ্ঠার আগ্রহ প্রকাশ করেন। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের যুগ্মসচিব ও বেজা চেয়ারম্যান পবন চৌধুরী ওই বছরের মার্চ মাসে চুনারুঘাটের চা বাগানসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। প্রধানমন্ত্রী জোনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও চূড়ান্ত অনুমোদন দিলে কাজ শুরু করে বাংলাদেশ অর্থনৈতিক জোন অথরিটি (বেজা)। ২০১৬ সালের অক্টোবর মাসে বর্তমান জেলা প্রশাসক সাবিনা আলম বেজা চেয়ারম্যানের নামে ৫১১ একর জমি কবুলিয়াতনামা রেজিস্ট্রি করে দেন। এরই মধ্যে বেশ কয়েক বার জেলা প্রশাসক ও বেজা চেয়ারম্যান পবন চৌধুরী চা শ্রমিকসহ স্থানীয় সুধীজনের সঙ্গে মতবিনিময় করেন। ২০১৬ সালের প্রথম দিকে জোনের আনুষ্ঠানিক কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কাজ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এ বিষয়ে জানতে চাইলে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের এমপি এডভোকেট মাহবুব আলী বলেন, বিশেষ ইকনোমিক জোনে কোরিয়া, জাপান ও চীনের বিভিন্ন কোম্পানির বিনিয়োগ করার কথা রয়েছে। এতে চা বাগানসহ জেলার অর্ধ লাখ বেকার যুবকের কর্মসংস্থান হবে। তিনি চুনারুঘাটে বিশেষ অর্থনৈতিক জোন প্রতিষ্ঠার বিষয়ে প্রধানন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবু তাহের বলেন, এখানে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা হলে চুনারুঘাট শহর তথা হবিগঞ্জ জেলার চেহারা পাল্টে যাবে। পাশাপাশি প্রচুর চা বাগান, সাতছড়ি জাতীয় উদ্যান ও রেমা-কালেঙ্গার মতো অভয়ারণ্য থাকায় সেখানে পর্যটন শিল্পেরও বিকাশ ঘটবে। এছাড়া জেলার একমাত্র স্থলবন্দরের উন্নয়ন হবে এবং ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি বাড়বে। এতে দেশের রাজস্বও বাড়বে। চুনারুঘাটবাসী মনে করছেন, এ উপজেলা নানা সম্পদে ভরপুর। ইতিমধ্যে পর্যটন শিল্পে চুনারুঘাট বড় অবদান রাখছে। এখানে স্পেশাল ইকনোমিক জোন হলে চুনারুঘাট আরও সমৃদ্ধ হবে। চা শ্রমিকসহ জেলার হাজার হাজার বেকার মানুষের কর্মসংস্থান হবে এবং দেশের অর্থনীতির জন্য ইতিবাচক হবে। একই সঙ্গে বাল্লা স্থলবন্দরের আধুনিকায়ন হলে ভারতের ৭টি রাজ্যের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি পাবে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *