Monthly Archives: March 2017

চুনারুঘাটে ব্র্যাকের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা ও মানববন্ধন

আকরামুল ইসলাম ॥ চুনারুঘাট উপজেলা ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে গত ৮ই মার্চ বুধবার দুপুর ১২ ঘটিকায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩নং দেওরগাছ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে নারী দিবসে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নারী দিবসে আলোচনা সভায় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তাহেরের সহধর্মীনি ৩নং দেওরগাছ ইউনিয়নের চেয়ারম্যান চৌধুরী শামছুন্নাহার তাহের। উপজেলা ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির অফিসার অল্লিকা দাস, প্রাক্তন মেম্বার মোঃ রজব আলী, এনিমেটর সদস্য ও দেওরগাছ ইউপির পল্লী সমাজের সভা প্রধান রাবিয়া খাতুন, মোঃ শাহজাহান মিয়া, শিরিন আক্তারসহ সকল পল্লী সমাজের সদস্যবৃন্দ, এনিমেটর সদস্যবৃন্দ, সিটিজেন সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে চুনারুঘাট উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়ন কমপ্লেক্সে উপজেলা ...

শায়েস্তাগঞ্জে পৌর আ’লীগ নেতা বহিষ্কার

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ পৌর আওয়ালীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো শিপন মিয়াকে বহিষ্কার করা হয়েছে। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি অবমাননার দায়ে শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী-লীগের নেতাকে বহিষ্কার করা হয়। শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি সম্পাদক এর বরাত দিয়ে তথ্যটি নিশ্চিত করেছেন পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ।

এসএসসি পরীক্ষার্থীর উপর হামলা

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার আদাঐর লোকনাথ উচ্চ বিদ্যালয়ের এক এসএসসি পরীক্ষার্থীর উপর হামলা করা হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১০ টায় বিদ্যালয়ের ভিতরে এ ঘটনা ঘটে। হামলায় পরীক্ষার্থী খায়রুল ইসলাম আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে শিক্ষকরা মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরীক্ষার্থী খায়রুল ইসলাম জানান, সকাল সাড়ে ১০ টায় পরীক্ষা দেওয়ার জন্য সে বিদ্যালয়ে গেলে বিদ্যালয়ে প্রবেশ করে ৪/৫ জন যুবক তাকে হকিষ্টিক দিয়ে পিটিয়ে আহত করে। এ ব্যাপারে তার পিতা নুরুল ইসলাম মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতাদির হোসেন পিপিএম বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চুনারুঘাটে চা শ্রমিকদের প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের বেগমখান ও চান্দপুর চা বাগানের শ্রমিকদের আবাদকৃত জমিতে ইকোনোমিক জোন নির্মাণের প্রতিবাদ জানানো হয়েছে অন্যরকমভাবে। গত শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত শোভাযাত্রা, চিত্রাংকন প্রতিযোগীতা, নাচ, গানসহ নাটকের মাধ্যমে প্রতিবাদ জানায় তারা। এসময় শ্রমিকদের সাথে একাত্মতা প্রকাশ করে অনুষ্ঠানে যোগ দেয় সম্মিলিত সাংস্কৃতিক জোটের কর্মী ও লেখকরা। জানা যায়, চুনারুঘাট উপজেলার বেগমখান ও চান্দপুর চা বাগানের মধ্যবর্তী স্থানে ইকোনোমিক জোন করার সিদ্ধান্ত নেয় সরকার। এ এলাকায় রয়েছে ওই দুই চা বাগানের শ্রমিকদের কৃষি জমি। এ জমি থেকে উৎপাদিত ফসল থেকেই চলে তাদের সংসার। তাই ওই এলাকায় ইকোনোমিক জোন নির্মাণ বন্ধের প্রতিবাদে আন্দোলন করে আসছে তারা। প্রতিবাদ কর্মসূচি থেকে দাবি জানানো হয় সরকার যাতে এ সিদ্ধান্ত থেকে ...

বাল্লা রোডে ময়লার স্তুপ ॥ নেই পৌর সভার উদ্যোগ

চুনারুঘাট পৌর সভার ৬নং ওয়ার্ডের বাল্লা রোড নামক স্থানে পৌর সভার পরিচ্ছন্ন কর্মীদের বিভিন্ন স্থান হতে সংগ্রহকৃত ময়লা ফেলার ফলে দুর্গন্ধে অতিষ্ট হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের জনজীবন। স্থানীয় সূত্রে জানা যায়, পৌর সভার পরিচ্ছন্ন কর্মীরা প্রতিদিন ভোরে পৌর এলাকার বিভিন্ন স্থান হতে ময়লা সংগ্রহ করে ওই জায়গায় ফেলে। বারবার পরিচ্ছন্ন কর্মীদের বলা সত্বেও কোন টনক নড়ছে না পৌর পরিচ্ছন্ন কর্মীদের। স্থানীয় বাসিন্দা মোঃ হেলাল আহমেদের সঙ্গে কথা বলে জানা যায় যে, ওই স্থানে ময়লা প্রচন্ড দূর্গন্ধ ছড়াচ্ছে। স্কুলগামী বাচ্চাদের তীব্র কষ্ট হচ্ছে। পৌর প্রশাসনের কাছে জোর দাবী জানাচ্ছেন এলাকাবাসী। যত তাড়াতাড়ি সম্ভব ময়লা ফেলার স্থান পরিবর্তন করে অন্যথায় নিয়ে গিয়ে স্থানীয় বাসিন্দাদের রেহাই দেওয়া হোক। মোঃ সাইফুর রহমান।

সৃজনশীল মেধা বিকাশ শিক্ষা বোর্ড চুনারুঘাট এর সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ৩১শে মার্চ

সৃজনশীল মেধা বিকাশ শিক্ষা বোর্ড এর সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ৩১শে মার্চ ২০১৭ অনুষ্ঠিত হবে। গত পহেলা মার্চ বোর্ডের পরিচালক শেখ খাইরুল কবীর এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তা জানানো হয়। আরও জানানো হয় যে, বোর্ড এর বাৎসরিক কর্মসূচি সাধারণ জ্ঞান প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা প্রতি বৎসর আয়োজিত হয়ে অসছে। প্রতিযোগিতায় ক ও খ শাখায় শিক্ষার্থীদের আশানুরূপ অংশগ্রহণ লক্ষ্য করা যাবে।

নবীগঞ্জে বিবিয়ানা কর্মচারীদের অবস্থান কর্মসূচী পালন

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে অবস্থিত এশিয়া মহাদেশের বৃহত্তম গ্যাস প্লান্ট বিবিয়ানায় নিয়োজিত নিরাপত্তা কর্মচারীরা তাদের ন্যায্য অধিকার ৫% মুনাফা আদায়সহ ১১ দফা দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচী পালন করেছে। গতকাল রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৩ ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচী পালন করে তারা। জানা যায়, উপজেলার করিমপুর গ্যাস প্লান্ট সাউথ প্যাডের প্রবেশ মূখে ইতিপূর্বে আরও কয়েকবার নিরাপত্তা কর্মচারীরা বিভিন্ন দাবী-দাওয়া নিয়ে মানববন্ধনসহ নানা কর্মসূচী পালন করেছে। রবিবার আবারও শেভরনের কাজে নিয়োজিত নিরাপত্তা কর্মচারীবৃন্দ শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচী ডাক দেন। কর্মসূচী পালনকারীদের পক্ষে মূখপাত্র রূপন তালুকদার সাগর বলেন, শেভরন বাংলাদেশের এই বিবিয়ানা গ্যাস প্লান্টের শুরু থেকে এখন পর্যন্ত আমরা নিরাপত্তা কর্মচারীবৃন্দ অতি নিষ্টার সাথে দায়িত্ব পালন করে আসছি। শেভরন বাংলাদেশ আমাদেরকে ৫% ...

শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়কে মহিলা কলেজ করা হবে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রায় ২ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে নব-নির্মিত একাডেমিক (জ্যোৎস্না-ললিত) ভবন উদ্বোধন করা হয়েছে। গত শনিবার সকালে তৃণমূল লোকজনকে সাথে নিয়ে এমপি এডভোকেট মোঃ আবু জাহির এমপি এ ভবন উদ্বোধন করেন। পরে জেলা পরিষদের নির্বাচিত সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, আব্দুল মুকিত, আলেয়া বেগমকে স্কুলের পক্ষ থেকে ক্রেস্ট উপহার দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। সেই সাথে এ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীয় অংশ নেয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ উপলক্ষে স্কুল প্রাঙ্গণে প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক জালাল আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এমপি আবু জাহির বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকার শিক্ষার ...

তরফ সাহিত্য পরিষদের সম্মেলন ২৩ মার্চ

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ ঐতিহ্যবাহী তরফ সাহিত্য পরিষদ দ্বি-বার্ষিক সম্মেলন আগামী ২৩ মার্চ বৃহস্পতিবার দুপুর ২ ঘটিকায় শায়েস্তাগঞ্জ হুছাইনিয়া মাদরাসার মিলনায়তনে অনুষ্ঠিত হবে। উক্ত সম্মেলনে তরফ সাহিত্য পরিষদের সকল সদস্যবৃন্দকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন, বাংলা সাহিত্যের খ্যাতিমান ইতিহাসবিদ, তরফ সাহিত্য পরিষদের সভাপতি তরফরতœ সৈয়দ আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক অধক্ষ্য ফারুক উদ্দিন চৌধুরী।

মুড়ারবন্দ রাস্তার বেহাল দশা জন দুর্ভোগ চরমে

নাজিরুজ্জামান শিপন, শ্রীকুটা ॥ শ্রীকুটা বাজার থেকে সৈয়দ নাসির উদ্দিন সিপাহ সালার মাজার সড়ক বেহাল দশায় পরিণত হয়েছে। বালি বোঝাই বড় বড় ট্রাক ও ট্রাক্টর চলাচলের কারণে রাস্তা ভেঙ্গে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে যান বাহন চলাচলের জন্য অনুপযোগী বললেই চলে। অল্প বৃষ্টি হলেই রাস্তার ভাঙ্গা গর্তে পানি জমে কাঁদায় পরিণত হয়। যার ফলে যানবাহন ও মানুষ চলাচল অনুপযোগী হয়ে পরে। এতে করে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সাধারণ মানুষের আবেদন দ্রুত যেন এই রাস্তা সংস্কার করা হয়।

নবীগঞ্জে সন্তানকে বাঁচাতে মায়ের আকুতি

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের এক মা প্রতীমা দাশ তার ছেলে টিবলু দাশের উন্নত সুচিকিৎসার জন্য সরকার ও হৃদয়বান মানুষের কাছে আকুল অবেদন জানিয়েছেন। টিবলু দাশ ওই গ্রামের শ্রী হরেন্দ্র দাশের ছেলে। টিবলু পেশায় ফার্মাসিস্ট। গ্রামীণ জনপদের মানুষকে স্বাস্থ্য সেবা দেয়াই তার কাজ। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। তার চিকিৎসার জন্য প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, পরে ঢাকার কিডনি ফাউন্ডেশন এবং বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা করান। অবস্থার কোন উন্নতি না হওয়ায় ভারতের বেলুরের সিএমসি মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে নেয়া হয়। কিন্তু সব হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ কিডনি ট্রান্সপ্লান্টেশন করা ছাড়া বিকল্প নেই। কিডনি ট্রান্সপ্লান্টেশনের জন্য ভারতের বেলুরের হাসপাতাল কর্তৃপক্ষ ১৫/২০ লক্ষ টাকার প্রয়োজন বলে ...

চুনারুঘাটে ছাওয়াল শাহ (রহঃ) ওরস সম্পন্ন

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের বাঘারুক গ্রামের সাহেববাড়িতে অবস্থিত খাজা সাইয়্যেদ ছাওয়াল শাহ (রহঃ) ৭৪তম ২ দিন ব্যাপী বার্ষিক ওরশ মোবারক গত ৯ মার্চ বৃহস্পতিবার থেকে শুরু হয়ে গত ১০ মার্চ শুক্রবার সম্পন্ন হয়েছে। উক্ত দরবার শরীফে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়ে মিলাদ মাহফিল, জিকির আজকার ও মারিফতি মুর্শিদী বাউল গান শিল্পীবৃন্দরা ২ দিন সারা রাত ব্যাপী গান গেয়ে হাজারো দর্শকদের মাতিয়ে রেখেছেন। দূর দূরান্ত থেকে আগত ভক্তবৃন্দ আশেকান জাকেরান সহ অনেক মাজার ভক্ত লোকজনের সমাবেশ হয়। রাত ৯টার সময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গদিনিশিন পীরজাদা শাহ সৈয়দ আব্দুর রশিদ ও মালেক মেম্বারের পরিচালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওরগাছ ...

পৌর যুবলীগ সেক্রেটারী মিলনের কবর জিয়ারতে জেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক শামীম

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট পৌর যুবলীগের সেক্রেটারী, পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও চুনারুঘাট সিএনজি মালিক সমিতির সভাপতি মোঃ কামাল উদ্দিন মিলনের কবর জিয়ারত করেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম। তিনি গত শনিবার বাদ মাগরিব পৌর শহরের পশ্চিম পাকুরিয়াস্থ কামাল উদ্দিন মিলনের কবর জিয়ারত করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক সোহেল আরমান, যুগ্ন-আহবায়ক ইফতেখারুল আলম রিপন, হাজী মাসুক, হিরন মিয়া, আসাদুল আলম সুজন, সাবেক ছাত্রলীগ নেতা ও প্রভাষক মাহমুদ খায়ের, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি শিপন খান, কলেজ ছাত্রলীগ নেতা সায়েম তালুকদার, জাহাঙ্গীর তরফদার। পরে মশিউর রহমান শামীম কামাল উদ্দিন মিলনের বাড়িতে যান এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।

হবিগঞ্জ সীমান্ত দিয়ে অবাধে আসছে মাদক

হবিগঞ্জ প্রতিনিধি ॥ চোরাই পথে দেশে প্রবেশ করছে ভারতীয় ফেনসিডিল, গাঁজা, মদ, হেরোইনসহ বিভিন্ন নিষিদ্ধ পণ্য। হবিগঞ্জ সীমান্ত এলাকার সংঘবদ্ধ চক্রের মাধ্যমে মাদক পাচারকারীরা এসব মাদকদ্রব্য এন দেশের বিভিন্ন স্থানে পাচার করছে। র‌্যাব, পুলিশ, ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে বিভিন্ন সময় পাচার কালে মাদকদ্রব্য আটক হলেও মাদকের ব্যাবসা বন্ধ হচ্ছে না। অভিযোগ উটেছে নরকোটিক্স বিভাগের কর্মকর্তারা মাদকের বিরুদ্ধে মাঠ পর্যায়ে তেমন কোনো অভিযান পরিচালনা করছেন না। তবে নরকোটিক্স বিভাগের দবি লোকবলের অভাবে তারা যথাসময়ে মাদক পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হিমশিম খাচ্ছেন। জানা গেছে, চুনারুঘাট উপজেলার সীমান্ত এলাকার ২০টি স্পট দিয়ে মাদকদ্রব্যসহ ভারতীয় নিষিদ্ধ পণ্য প্রবেশ করছে। সীমান্ত এলাকার ওইসব স্পট পাচারকারীদের কাছে ঘাট হিসেবে পরিচিত। এসব ঘাটের অঘোষিত ইজারদার রয়েছে। এদের ...

চুনারুঘাটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলা ছাত্রদলের উদ্যেগে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মামলায় চার্জশীট দেওয়ার প্রতিবাদে চুনারুঘাটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে উপজেলা, পৌর শাখা ও কলেজ শাখার ছাত্রদলের উদ্যোগে পৌর শহরের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়। মিছিল শেষে প্রতিবাদ সভায় উপজেলা ছাত্রদলের আহবায়ক সৈয়দ আবু নাঈম হালিমের সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের ১ম সিনিয়র যুগ্ন-আহবায়ক আমিনুল ইসলাম সুজনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন-উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক আজাদ তালুকদার, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক হুসাইন মোহাম্মদ রুবেল, উপজেলা ছাত্রদল নেতা শাহ পরাণ তালুকদার অলি, আশিকুর রহমান আশিক, সারোয়ার হুসাইন রাব্বি, মারাজ ...

শিল্প প্রসারে কানাডা প্রবাসীর ব্যতিক্রমী উদ্যোগ হবিগঞ্জে ভাষা সৈনিক ও কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধিত করলো ‘ফকিরাবাদ সাহেব বাড়ী মেধা বৃত্তি প্রদান পর্ষদ

রফিকুল হাসান চৌধুরী তুহিন, হবিগঞ্জ সংবাদাতা ॥ অসহায় হত-দরিদ্র মানুষের কল্যানে সেবার মনোভাব নিয়ে কানাডা প্রবাসী ও দানশীল ব্যক্তিত্ব ডাঃ সৈয়দ সাহাব উদ্দিন আহমেদ প্রচেষ্টায় গঠিত জনপ্রিয় সামাজিক সংগঠন হবিগঞ্জের ‘ফকিরাবাদ সাহেব বাড়ী মেধা বৃত্তি প্রদান এর পক্ষ থেকে কৃতি শিার্থী ও গুণীজ্বন সর্ম্বধনা-২০১৭ প্রদান করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে জেলার সদর উপজেলাধীন ফকিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সাহেব বাড়ী মাঠ প্রাঙ্গনে আয়োজন করা হয় এক জমকালো অনুষ্ঠান। মুক্তিযোদ্ধা সৈয়দ কামাল উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে এবং এডভোকেট সৈয়দ জাদিল উদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সাবিনা আলম। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সৈয়দ মুশফিক আহমদ। এতে যথাক্রমে বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার ...

শাহজিবাজার ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রফিকুল হাসান চৌধুরী তুহিন ॥ জনগনের চাহিদা পূরনে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী উৎপাদন, সঞ্চালন ও বিতরন প্রকল্প হাতে নেয়ার অংশ হিসেবে আজ বুধবার দুপুরে হবিগঞ্জের শাহজীবাজার ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় ২৮ কোটি ৪৩ লাখ ৭২ হাজার ২’শ ৭১ টাকা ব্যায়ে এবং ১৬.৬৩ একর ভূমির ওপর নির্মিত হবিগঞ্জের উপজেলা মাধবপুরের শাহজিবাজার ও বাঘাসুরা নামক স্থানে প্রাকৃতিক গ্যাস চালিত এই বিদ্যুত কেন্দ্রটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে সরাসরি উদ্ধোধন করেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে এদিন সুসজ্জিত সাজে সাজানো হয় হবিগঞ্জ জেলা প্রশাসন সম্মেলন কক্ষ ও কালেক্টরেট ভবন। এসময় জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে সংশ্লিস্ট সভা কক্ষে উপস্থিত থেকে হবিগঞ্জ-৩ আসনের এমপি আলহাজ্ব ...

টয়লেটের ভেতর থেকে ৫৩টি ককটেল ও ২৭টি পেট্টোল বোমা উদ্ধার

জাকারিয়া চৌধুরী ॥ মাধবপুরে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমান পেট্টোল বোমা ও ককটেল উদ্ধার করেছে বিজিবি। বিজিবির ৫৫ ব্যাটালিয়ানের অধিনায়ক লেপ্টেনেন্ট কর্নেল সাজ্জাত হোসেন জানান, গত সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সুজন মিয়ার ঘরের সেপটিট্যাংকের ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় ৫৩টি ককটেল ও ২৭টি পেট্টোল বোমা উদ্ধার করে। পরে উদ্ধারকৃত ককটলে ও পেট্টোল বোমাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদির হোসেনন জানান, উদ্ধারকৃৃত ককটলে ও পেট্টোল বোমা থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি জানান ধারনা করা হচ্ছে বিগত সময়ে দেশে জামাত-বিএনপির আন্দোলনের সময় নাশকতা সৃষ্টির জন্য এখানে মজুত রাখা হয়েছিল। পুলিশ বিয়ষটি তদন্ত করে দেখছে।করে। পরে উদ্ধারকৃত ...