‘উনয়ন দেখে তলাবিহীন ঝুড়ি আখ্যায়িতকারীরা এখন অবাক’

লন্ডন প্রতিনিধি ॥ ‘এক সময় যারা বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি আখ্যায়িত করেছিল তারাই এখন বাংলাদেশের উন্নয়ন দেখে অবাক, শিক্ষা স্বাস্থ্য, সহ বিভিন্ন সেক্টরে বাংলাদেশ অনেক দূর এগিযয়ে গেছে। আটত্রিশ বছরে অতীতের বিভিন্ন সরকারের সময়ে দেশে বিদ্যুৎ উৎপাদন হয়েছে মাত্র চারহাজার মেঘাওয়াট, আট বছরে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতাসীন হওয়ার পর দেশে বিদ্যুতের উৎপাদন হেেছ ১২ হাজার মেঘাওয়াট’। বিদ্যুৎ, জ্বালানী, খনিজসম্পদ ও গণপূর্ত মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হবিগঞ্জ-লাখাই আসন থেকে নির্বাচিত এভোকেট আলহাজ্ব আবু জাহির এমপি এ কথাগুলো বলেন। তিনি বলেন ‘দেশে আর বিদ্যুতের সমস্যা থাকবেনা। সরকার মহেশখালিতে আরো একটি কয়লা বিদ্যুৎ প্রকল্প হাতে নিয়েছে এখান থেকে পাওয়া যাবে আরো ১২ হাজার মেগাওয়াট। যোগাযোগ এবং শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বিগত জোট সরকারের সময় মোবাইল ফোন ছিল দুস্প্রাপ্য তখন গরীবের জন্যে একটি মোবাইল ফোন ছিল স্বপ্ন, কল করা এবং রিসিভ করতেও মিনিট প্রতি উভয়কে গুণতে হয়ছে ১২ থেকে ১৫ টাকা, আর এখন মাত্র কুড়ি পয়সায় কল করা যায়, রিক্সাওয়ালা থেকে শুরু করে কাজের মেয়ে সকলের হাতে রয়েছে মোবাইল ফোন। সামাজিক যোগাযোগ মাধ্যম এখন সহজলভ্য। তিনি আরও বলেন এবছর থেকে হবিগঞ্জ মেডিকেল কলেজে ভর্ভি শুরু হবে। হবিগঞ্জবাসীর জন্যে এটি আনন্দের সংবাদ। অনেক জেলাতে মেডিকেল কলেজ নেই আমরা পেয়েছি’। গত ৪ এপ্রিল মঙ্গলবার বিকেলে বৃটেন বসবাসরত হবিগঞ্জ জেলাবাসী আয়োজিত এক সম্বর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আবু জাহির এমপি এসব কথা বলেন। পূর্ব লন্ডনের নিডা হাউজে বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুকিদ চৌধুরীর সভাপতিত্বে এবং এডভোকেট চৌধুরী ফয়েজুর রহমান মোস্তাক এবং অজিত লাল দাসের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সম্বর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা আবু ইউসুফ চৌধুরী, শিক্ষাবিদ ড. হাসনিন চৌধুরী, সাংবাদিক-গবেষক মতিয়ার চৌধুরী, মির্জা আওলাদ বেগম, কমিউনিটি নেতা সালাউদ্দিন তাহের, ফুল মিয়া ও সুশান্ত দাস গুপ্ত প্রমুখ। সভায় বক্তব্য রাখেন- পূর্ব লন্ডনের বিশিষ্ট ব্যবসায়ী ও জিআর ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন, সাংবাদিক জুয়েল রাজ, সাংবাদিক শাহ রাসেল, আয়োজক কমিটির পক্ষে আলামিন মিয়া, দেওয়ান সৈয়দ আব্দুর রব, ছাত্র নেতা শাহ ফয়েজ, যুক্তরাজ্য যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহমদ আলী, তুহিন চৌধুরী, তমিম চৌধুরী, গোলাম জিলানী সুহেল ও সমসু মিয়া প্রমুখ। স্বাধীন বাংলাদেশের মন্ত্রী পরিষদে সব সময়ই হবিগঞ্জ থেকে একজন মন্ত্রী ছিলেন, এমন মন্তব্য করে বক্তারা হবিগঞ্জের উনয়ন অব্যাহত রাখতে আবু জাহির এমপিকে মন্ত্রী করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *