চুনারুঘাটের আমু নালুয়ায় ৩টি ব্রীজের দু’পাশ ধেবে গেছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নে নির্মাণের ১ মাসের মাথায় আমু নালুয়া সড়কের বটের তলা এলাকায় ৩টি ব্রীজের দু’পাশে গর্তের সৃষ্টি হয়ে ১/২ ফুট করে ধেবে গেছে। ফলে গাড়ি চলাচলে ব্যাপক বাধার সৃষ্টি হয়েছে। স্থানীয় জনসাধারণ দু’পাশের গর্তে মাটি দিয়ে সাময়িক চলাচল স্বাভাবিক করেছেন। এলাকাবাসীর অভিযোগ, রাস্তার কাজ ও নিম্মমানের ব্রীজ তৈরী করায় এমনটি হয়েছে। আহম্মদাবাদ ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু বলেন, তিনি উক্ত কাজের অনিয়ম হওয়ার কথা উপজেলা প্রকৌশলীকে জানিয়েছেন। তার বাঁধার পরও উপজেলা প্রকৌশলী মোঃ রাশেদুল আলম ব্রীজ নির্মাণের অনিয়ম অদৃশ্য কারণে কোন পদক্ষেপ নেননি। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি জানান, স্থানীয় আওয়ামীলীগের এক প্রভাবশালী নেতা ও প্রকৌশলীকে আতাত করে ওই কাজটি তরিঘরি করে সম্পন্ন করেন ঠিকাদার আব্দুল কাদির। এলাকাবাসীরা কাজ চলাকালী সময়ে নি¤œমানের কাজ হওয়ায় ওই কাজটি বন্ধ করে দেন। এছাড়াও চাকুরী নেই প্রকল্পে ডালিম কুমার দত্তকে কাজের তদারকীও এমবি লেখার দায়িত্ব দেয়া হয়। যা সম্পূর্ণরূপে অনিয়ম। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত সাপেক্ষে বিহীত ব্যবস্থার দাবি জানান এলাকাবাসী।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *