পুলিশে চাকরিতে তদবিরকে ‘না’ বললেন হবিগঞ্জের এসপি

হবিগঞ্জ প্রতিনিধি ॥ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের পরীক্ষা। চাকরিপ্রত্যাশীরা ভিড় করছেন প্রভাবশালীদের দুয়ারে। বসে নেই তারাও। তাদের কারও তদবিরের তালিকা দীর্ঘ। আবার কারওটা বেশ সংক্ষিপ্ত। তবে যে করেই হোক চুরান্ত তালিকায় প্রত্যেকের পছন্দের প্রার্থীর নাম-রোল থাকা চাই! প্রার্থী মনোনয়নের প্রতিযোগিতায় কোটাভিত্তিক তদবিরের সংখ্যাও নেহায়েত কম নয়। মৌসুমী তদবিরবাজরাও বাণিজ্য করতে সময়ে-অসময়ে বারবার বিরক্ত করতেও ছাড়ছেন না জেলার দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাদের। অবশ্য তাদের তদবির কৌশল প্রভাবশালীদের মতো তালিকা-নির্ভর নয়। তাদের কণ্ঠে বরং অনুরোধের সুর ! এমন বাস্তবতায় হবিগঞ্জ পুলিশে ১৪১ কনস্টেবল পদের বিপরীতে আবেদন জমা পড়েছে প্রায় কয়েক হাজার। তদবিরের তোড়ে ‘শ্যাম রাখি না কুল রাখি’ অবস্থার মুখোমুখি হতে হচ্ছে পুলিশের বড় কর্তাদের। তবে এমন তদবিরে সাফ ‘না’ বলে দিয়েছেন হবিগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) জয়দেব কুমার ভদ্র। তিনি একইসঙ্গে জানিয়ে দিয়েছেন, অসদুপায় অবলম্বনকারীরা ‘অযোগ্য’ হিসেবেই বিবেচিত হবে। পুলিশের ভাবমূর্তি ঠিক রাখতেই এ পুরো নিয়োগ প্রক্রিয়া হবে সম্পূর্ণ স্বচ্ছ। শিক্ষাগত যোগ্যতা, শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেই কেবলমাত্র মিলবে চাকরি।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *