চুনারুঘাটে রাণীগাঁও-গাজীগঞ্জ সড়কের বেহাল দশা

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার রানীগাঁও-গাজীগঞ্জ সড়কের বেহাল দশা। র্দীঘ দিন ধরে সংস্কারের অভাবে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অধিকাংশ রাস্তার পিচ উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ঝুঁকি নিয়ে হক্কার ঝক্কার ভাবে চলছে যানবাহন। এ কারণে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। সড়ক সংস্কার না হওয়ায় উপজেলার পূর্বাঞ্চলের প্রায় ৫০ হাজার
মানুষ চরম দূর্ভোগে পড়েছেন। জানাযায়, বিগত আওয়ামীলীগ সরকারের আমলে চুনারুঘাট রানীগাঁও-গাজীগঞ্জ সড়কের রাস্তা পাঁকাকরণ করা হয়। এর পর থেকে এ পর্যন্ত সড়ক প্রশস্থসহ উল্লেখযোগ্য সংস্কার চোঁখে পড়েনি। চুনারুঘাট উপজেলার পূর্বাঞ্চল এলাকা রানীগাঁও বাজারের অদুরে আফতাব হেচারী, শ্রীবাড়ী, পারকুল ও নাছিনাবাদ চা বাগান হওয়ায় এ সড়কে প্রতিদিন শত শত ইট ও সিমেন্টসহ বিভিন্ন মালবহন ভারী ভর্তি ট্রাক চলাচল করে। এ ছাড়া যাত্রীবাহী লাইটেস, নোহা, কার, জীপ, অটো রিকসা সিএনজি, টেম্পুসহ যানবাহন দিয়ে এ সড়কে প্রতিদিন হাজার হাজার যাত্রী চলাচল করেন। যার ফলে উপজেলার অন্যান্য সড়কের মধ্যে এ সড়কের গুরুত্ব বেশী।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *