শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রথম চেয়ারম্যান রাজা মিয়া আর নেই

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান আব্দুর রেজ্জাক রাজা মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি …… রাজিউন)। গতকাল বুধবার সকাল ৬ টায় ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। এর আগে গত সোমবার স্কয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। রাজা মিয়া পৌরসভার দক্ষিণ বড়চর (তালুকহড়াই) গ্রামের বাসিন্দা।
নিহতের পারিবারিক সূত্র জানায়, রাজা মিয়া দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে ভোগছিলেন। শায়েস্তাগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ অলিউর রহমান জানান, ১৯৯৯ সালে শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচনে চেয়ারম্যান হয়েছিলেন। এর আগে ১৯৮৩, ১৯৯৩ সালে ৮ নং শায়েস্তাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন তিনি।
এছাড়াও সেই সময়ে শায়েস্তাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন রাজা মিয়া। গতকাল বুধবার বিকাল সাড়ে ৫টায় রেলওয়ে পার্কিংয়ে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। শায়েস্তাগঞ্জ পৌরসভার স্থানীয় ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আ.স.ম আফজল আলী নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *