Monthly Archives: April 2017

চুনারুঘাটে ৫ লক্ষাধিক টাকা মূল্যের মাদক আটক

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে বিজিবি ৫ লক্ষাধিক টাকা মুল্যেও ভারতীয় মদ ও গাঁজা উদ্ধার করেছে। গত শনিবার ভোরে ও শুক্রবার রাতে এ অভিযান পরিচালনা করেন বর্ডার গার্ড বাংলাদেশে ৫৫ ব্যাটালিয়ন। গত শুক্রবার রাত সাড়ে ৯টায় চিমটিবিল বিজিবির নায়েক সুবেদার জয়েন উদ্দিন একদল বিজিবি জোয়ান নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে রাজার বাজার এলাকা থেকে ৯৬ বোতল ভারতীয় মদ আটক করে। অপরদিকে বিজিবি গত শনিবার ভোরে হরিনখোলা এলাকায় অভিযান চালিয়ে ১০৮ বস্তা গাজা উদ্ধার করে। মদ ও গাজার অনুমান মুল্য ৫ লাখ ২২ হাজার টাকা। এ ব্যাপারে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।

পৌর শহরের গুচ্ছগ্রামের রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করলেন মেয়র সামছু

মো. রুবেল তালুকদার ॥ চুনারুঘাট পৌর শহরের রানীগাও-চুনারুঘাট সড়কের নিকট থেকে গুচ্ছ গ্রামের শেষ সীমানা পর্যন্ত আরসিসি ডালাই রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল সকাল ১টায় এ কাজের উদ্বোধন করেন চুনারুঘাট পৌরসভার মেয়র মোঃ নাজিম উদ্দিন সামছু। এ সময় উপস্থিত ছিলেন-জেলা পরিষদ সদস্য মোঃ ফরিদ উদ্দিন, চুনারুঘাট পৌরসভার প্যানেল মেয়র মোঃ তাজুল ইসলাম কাজল, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হুসাইন আলী রাজন, মহিলা কাউন্সিলর মোছাঃ শাহেনা আক্তার, পৌর ইঞ্জিনিয়ার দ্বীজেন্দ্র চন্দ্র দাশ ও সচিব মোবারক হোসেন প্রমুখ। উল্লেখ্য, চুনারুঘাট পৌরসভার অর্থায়নে ৭৬ লাখ টাকা ব্যয়ে উক্ত আরসিসি ডালাই কাজ বাস্তবায়ন করা হবে।

রাইরঞ্জন পালের শাশুড়ি’র পরলোক গমন

রায়হান আহমেদ ॥ চুনারুঘাট উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সংবাদ পত্র এজেন্ট রাই রঞ্জন পালের শাশুড়ি সন্ধ্যা রানী পাল পরলোক গমন করেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে গত ৬ এপ্রিল ১৭ইং বৃহস্পতিবার মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সবুজবাগ এলাকায় নিজ বাসভবনে পরলোক গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। স্বর্গীয় সন্ধ্যা রানী পাল হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার বিরাট উজান পাড়ার স্বর্গীয় শিক্ষক অনিল পালের সহধর্মিণী। তিনি পাঁচজন কন্যা ও চারজন পুত্র সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

আশরাফ ট্রাভেস্-এ ওমরা হজ্বের বুকিং চলছে

২০১৭ সালের বিশেষ ওমরাহ প্যাকেজের ৩য় ধাপে যেতে আগ্রহী হজ্ব যাত্রীরা আগামী ১২ এপ্রিলের মধ্যে চুনারুঘাটের আশরাফ ট্রাভেল এন্ড ট্যুরস্ এ যোগাযোগ করুণ। উল্লেখ্য, আলহাজ্ব আতাহার আলী দীর্ঘ ৩৩ বছরের অভিজ্ঞা নিয়ে হজ্ব ও ওমরার কাজ করে আসছেন। চুনারুঘাট তথা হবিগঞ্জ জেলার অধিকরণ গুনীজন আশরাফ ট্রাভেলস এর মাধ্যমে হজ্ব পালন করেছেন। আশারাফ ট্রাভেল এন্ড ট্যুরস্ সততার সাথে হজ্ব যাত্রীদের উত্তম সেবা প্রদান করে আসছে।

চুনারুঘাট সদর ইউনিয়ন জাতীয় পার্টির কমিটি গঠন

বিজ্ঞপ্তি ॥ চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার বিকাল ৪টায় কমিটি গঠন লক্ষে সদর ইউনিয়ন পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির সিনিয়ির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আবুল মহালদার, সাধারণ সম্পাদক মোনাইম চৌধুরীসহ উপজেলা ও ইউনিয়নের আরোও অনেকই নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে মোঃ আব্দুল মনিতকে সভাপতি, আঃ ছমেদ, আঃ রশিদকে সহ-সভাপতি, মোঃ আহাদকে সাধারন সম্পাদক ও মুসলিম উদ্দিনকে প্রচার ও প্রকাশনা সম্পাদক করে ৬নং সদর ইউনিয়নের জাতীয় পার্টির ৫১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।

বর্তমান অবৈধ সরকারের অধীনে কোন নির্বাচনে যাবে না বিএনপি ॥ সাবেক মন্ত্রী দুলু

মোঃ মিজানুর রহমান, সৌদিআরব ॥ বর্তমান অধৈব আওয়ামীলীগ সরকারের অধীনে জাতীয় নির্বাচনে যাবেনা বলে জানিয়েছেন সাবেক ভ’মি উপমন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট রুহুল কদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন এই জুলুমবাজ সরকারের পতন না হওয়া পর্যন্ত দেশের মানুষ প্রকৃত গনতন্ত্র ফিরে পাবে না। নমরুদ আর ফেরাউনের যদি শেষ রক্ষা হয়নি এ সরকারের ও শেষ রক্ষা হবে না বলে তিনি বলেন। সৌদিআরব দাম্মাম প্রদেশ বিএনপির মহান স্বাধীনতা দিবসের এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথাগুলো বলেন। দাম্মাম বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এডভোকেট এম কামালের পরিচালনায় ও সভাপতি সাব্বির আহমেদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদ কেন্দ্রীয় বিএনপির সভাপতি অধ্যাপক আ ক ম রফিকুল ...

অকাল বন্যা থেকে ফসল রক্ষা বাঁধের ১২ লাখ টাকা আত্মসাত

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের কালিয়ারভাঙ্গা ইউনিয়নের কৃষকরা ফসল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে। এজন্য কালিয়ারভাঙ্গা ইউনিয়ন পরিষদের দুই মেম্বারকে দায়ী করছেন কৃষকরা। ফসল রক্ষা বাঁধের জন্য বরাদ্দ ১২ লাখ টাকার কাজ না করে ওই দুই মেম্বার আত্মসাত করেন। আর মেরামত না করায় বাঁধ ভেঙ্গে ফসলহানী হয়েছে বলে দাবী করছেন কৃষকরা। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যানের কাছে কৃষকদের পক্ষ থেকে অভিযোগ দেয়া হয়েছে। ক্ষুব্ধ কৃষকরা গত শুক্রবার হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের ইমামবাড়ি বাজারে মানববন্ধন কর্মসূচীর ঘোষণা করেছে। অভিযোগ উল্লেখ্য করা হয়, শ্রীমতপুর গ্রামের ছামিরুজ্জামান চৌধুরীর বাড়ি থেকে কাটাখালি পর্যন্ত গুঙ্গিয়াজুরি হাওরের ফসল রক্ষা বাধ মেরামতের জন্য কর্মসৃজন প্রকল্পের আওতায় ১২ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ২নং ...

হবিগঞ্জের পৌর মেয়র আলহাজ্ব জি কে গউছ ফের বরখাস্ত

শাহ্ ফখরুজ্জামান, হবিগঞ্জ ॥ দায়িত্ব নেয়ার ১১দিনের মাথায় ফের বরখাস্ত হলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ। গতকাল রোববার বিকালে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তার বরখাস্তের আদেশের কপি জেলা প্রশাসকের কার্যালয়ে এসে পৌঁছে। সুনামগঞ্জে সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলা মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন অ্যাক্ট উপ-সচিব মো. মাহমুদুল আলম কর্তৃক জেলা প্রশাসকের কার্যালয়ে একটি ফ্যাক্স বার্তা প্রেরণ করা হয়েছে। ওই বার্তায় বলা হয়েছে, ‘জি কে গউছের বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনাল মামলা-৪/২০০৯ এর সম্পূরক অভিযোগপত্র গত ২২ মার্চ আদালতে গৃহিত হয়েছে। যে কারণে হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছ স্থানীয় সরকার বিভাগ আইন ২০০৯ এর ...

বিকল্প ব্যবস্থায় সিলেটের সঙ্গে রেল যোগাযোগ শুরু

হবিগঞ্জ প্রতিনিধি ॥ বিকল্প উপায়ে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু হয়েছে। তবে যাত্রীদের দুর্ভোগের শেষ হয়নি। মাধবপুরস্থ ইটাখোলায় রেল ব্রিজ ধ্বসের কারণে তা বন্ধ হযেছিল। গত শনিবার রাত থেকে সিলেট থেকে মাধবপুর উপজেলার নোয়াপাড়া স্টেশন পর্যন্ত এবং একই উপজেলার মনতলা থেকে ঢাকা-চট্টগ্রাম পর্যন্ত পৃথক ট্রেন আপডাউন করছে। ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। নোয়াপাড়া থেকে মনতলা পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার রাস্তা যাত্রীরা নিজ নিজ দায়িত্বে গিয়ে অপর ট্রেনে উঠতে বাধ্য হচ্ছেন। স্থানীয় এলাকাবাসী ও কয়েকজন যাত্রী জানান, এক ট্রেন থেকে নেমে আরেক ট্রেনে ওঠার মাঝখানের রাস্তায় চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। রাস্তাঘাট অপরিচিত হওয়ায় এবং পর্যাপ্ত যানবাহন না থাকায় এক স্টেশন থেকে অন্য স্টেশনে যেতে ভোগান্তিতে পড়ছেন তারা। আর ...

চুনারুঘাটে কৃষি ব্যাংকে ভাতা উত্তোলনে হয়রাণী ॥ দালালদের ছড়াছড়ি

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের কৃষি ব্যাংক থেকে বয়স্ক ভাতার টাকা উত্তোলন করতে এসে ভোগান্তির শিকার হচ্ছেন ভাতাভোগীরা। পরপর দুইদিন ভাতার টাকা উত্তোলন না পেয়ে অনেক ভাতভোগীরা নিরাশ হয়ে পড়েছেন। এ দিকে দালালের মাধ্যমে ৫শ’ থেকে ২ হাজার টাকা দিলে সহজে এবং আগে টাকা উত্তোলন করা যায় বলে অনেকই অভিযোগ করেছেন। গত বুধবার উপজেলার বিভিন্ন জায়গায় থেকে আগত বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধি ভাতা উত্তোলনকারী কৃষি ব্যাংকে টাকা উত্তোলন না করতে পেরে এমন অভিযোগ করেন ভাতান উত্তোলনকারীরা। গত বুধবার চন্ডিছড়া বাগান থেকে আসার বৃদ্ধ কিফেস (৬০) এর কাছে ভোগান্তি ও হয়রানীর বিষয় জানতে চাইলে তিনি বলেন দুইদিন ধরে ব্যাংকে আইতাছি টাকা দিব দিব করে আনাইতাছে। এখন আমার কাছে ভাড়ার টাকা ...

মাধবপুরের ইটাখোলায় সিএনজি চালকের ঝুলন্ত লাশ উদ্ধার

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা (কাশিপুর) গ্রামে সিএনজি অটোরিকশা চালক মহিবুর রহমান (৩২) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মাধবপুর থানা পুলিশ। গত শনিবার সন্ধ্যায় থানার এসআই লোকমান হোসেন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন। মহিবুর রহমান নাসিরনগর উপজেলার কালিউত্তা গ্রামের আমির হোসেনের ছেলে। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নাসিরনগর গ্রামের নাসিরনগর উপজেলার কালিউত্তা গ্রামের আমির হোসেনের ছেলে মহিবুর রহমান প্রায় ১০ বছর আগে একই উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মাসুক মিয়ার মেয়ে মাহমুদা বেগমকে বিয়ে করেন। বিয়ের পর তাদের ৩টি ছেলে সন্তান জন্ম নেয়। প্রথম স্ত্রী ও সন্তান রেখে প্রায় ৪ মাস আগে মহিবুর রহমান কালিউত্তা গ্রামের আব্দুল ছাত্তারের মেয়ে খাদিজা খাতুন (২০)কে বিয়ে করে ...

চুনারুঘাটের চা বাগানে খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার ১৭টি চা বাগানের সাড়ে ৩ হাজার দরিদ্র চা শ্রমিকের মধ্যে বিনামুল্যে প্যাকেটজাত খাবার ও আনুসাঙ্গিত দ্রব্য বিতরণ শুরু হয়েছে। গত শুক্রবার সকালে দেওরগাছ ইউনিয়ন কার্যালয়ে স্থানীয় সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের আনুষ্ঠানিক ভাবে এ খাবার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। সহকারি কমিশনার সালাহ উদ্দিনের সভাপতিত্বে ও সমাজ সেবা কর্মকর্তা বারিন্দ্র চন্দ্র রায়ের পরিচালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (চুনারুঘাট-মাধবপুর ৪) আসনের সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শামছুননাহার চৌধুরী, সাটিয়াজুরী ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম আজমিরুজ্জামান, আওয়ামীলীগ নেতা ...

শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা

প্রথমসেবা ডেস্ক ॥ গতকাল রোববার থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। এবার মোট ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে। গত বছরের তুলনায় যা ৩৪ হাজার ৯৪২ জন কম। এবার সিলেট বোর্ডে ৬৫ হাজার ৪৭৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ছেলে পরীক্ষার্থী ৩০ হাজার ১৪৪ জন এবং মেয়ে পরীক্ষার্থী সংখ্যা ৩৫ হাজার ৩৩১ জন। গতকাল রোববার প্রথমদিন ছিল বাংলা প্রথমপত্রের পরীক্ষা। এবার মোট অংশ নেওয়া পরীক্ষার্থীর মধ্যে ৬ লাখ ৩৫ হাজার ৬৯৭ জন ছাত্র, আর ৫ লাখ ৪৭ হাজার ৯৮৯ জন ছাত্রী। আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসিতে এবার নয় লাখ ৮২ হাজার ৭৮৩ জন, মাদরাসা বোর্ডের অধীনে আলিমে ৯৯ হাজার ৩২০ জন, ...

হবিগঞ্জে কোন জঙ্গীর ঠাঁই হবে নাএসপি জয়দেব কুমার ভদ্র

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের মাটিতে কোন জঙ্গীর ঠাঁই হবে না। যে কোন মূল্যে জঙ্গীদেরকে প্রতিহত করা হবে। হবিগঞ্জের এসপি জয়দেব কুমার ভদ্র গত শনিবার বিকালে চুনারুঘাট থানা পুলিশ আয়োজিত জঙ্গীবাদ বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। চুনারুঘাট থানা হলরুমে অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের এসপি জয়দেব কুমার ভদ্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট-মাধবপুর সার্কেলের এএসপি এস এম রাজু আহমেদ, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরা, পৌর মেয়র নাজিম উদ্দিন শামছু, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আক্তার, জেলা পরিষদ সদস্য ফরিদ আহমেদ তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক পিপি ...

চুনারুঘাটে বিদ্যুৎ পৃষ্ট হয়ে ১ যুবকের মৃত্যু

এস এম তারেক ॥ চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মোঃ হেলাল মিয়া (৩২) নামে এক যুবক ঘটনাস্থলে মারা গেছেন। গত শনিবার সকাল সাড়ে ১০টায় বনগাও গ্রামে এ ঘটনাটি ঘটে। হেলাল মিয়া ওই গ্রামের ফিরুজ আলীর ছেলে। স্থানীয়রা জানায়, ওই দিন সকালে বোর ক্ষেতের জমির আইল থেকে ঘাস কাটতে যায় হেলাল মিয়া। ঝড়ে সেলু মেশিনের ব্যবহৃত বিদ্যুতের তার ছিটকে ক্ষেতে পরে থাকে। অবসাবধানবসত হেলাল মিয়া ক্ষেতে পৌছলে বিদ্যুৎপৃষ্ট হন। পরে স্থানীয়রা উদ্ধার করে চুনারুঘাট হাসপতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তাতার মৃত ঘোষণা করেন। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান মৃত্যুর ঘটনা সত্যতা স্বীকার করেছেন।

স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে দুই যুবক আটক

জুবায়ের আহম্মদ, বাহুবল ॥ বাহুবল উপজেলায় স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে দুই যুবককে আটক করেছে বাহুবল থানা পুলিশ। গত বৃহস্পতিবার বেলা ৪টার দিকে উপজেলার কামাইছড়া চা বাগানের অফিস লাইন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত যুবক মৌলভীবাজার জেলার সদর উপজেলার আব্দালপুর গ্রামের হাজী হিরা মিয়ার পুত্র মাইক্রোবাস চালক ছামাদ আহম্মদ (৩৫) ও শ্রীমঙ্গল উপজেলার ইউএনও অফিসের মেকানিক একই উপজেলার গয়ঘর এরাকার মোহাম্মদ আলীর ছেলে আমীর হোসেন (৩০)। জানা যায়, উপজেলার শাহজালাল মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী কামাইছড়া চা বাগান এলাকার বাসিন্দার সাথে যৌন হয়রানির অভিযোগ পেয়ে কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) রুপু কর, উপ-সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) রুহুল আমীন কামাইছড়া চা বাগান অফিস লাইন থেকে তাদের আটক ...

শায়েস্তাগঞ্জে সিএনজি উল্টে আহত ৫

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে সিএনজি উল্টে চালকসহ ৫ জন আহত হয়েছেন। গত শনিবার দুপুর দেড়টার দিকে জামতলী-পূর্ববড়চর সড়কে এ দুঘর্টনা ঘটে। আহতদের মধ্যে মুহিত (২৫), শিরিন আক্তার (৩২), জুঁই (৪), অজ্ঞাত পুরুষ (৫৫), সিরাজ মিয়া (৪৫)। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয় সূত্র জানায়, সিএনজিটি কদমতলী থেকে গ্যাস নিয়ে শায়েস্তাগঞ্জ যাচ্ছিল। মহাসড়কে পুলিশ টহল থাকায় গাড়ীটি পশ্চিম বড়চর গ্রামের রাস্তা দিয়ে যাবার সময় পূর্ববড়চর নামকস্থানে চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক্টরের পিছনে ধাক্কায় লাগে। সাথে সাথে সিএনজিটি রাস্তার উপর উল্টে যায়। শায়েস্তাগঞ্জ ড্রাইভার বাজারের ব্যবসায়ী আব্দুল মুহিত বিষয়টি নিশ্চিত করেন।

চুনারুঘাটে জঙ্গিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার ॥ সিলেটসহ সারাদেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলার প্রতিবাদে চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গত বুধবার সকাল ১১টায় মিছিলটি শহরের বিভিন্ন সড়ক পদক্ষিন শেষে মধ্যবাজারের সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, সাবেক সেক্রেটারী সাইফুল আলম রুবেল, কৃষকলীগের সেক্রেটারী মোঃ মুজিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের আহব্বায়ক সুহেল আরমান, যুগ্ন আহ্বায়ক ইফতেখার রিপন, মোঃ বিলাল মিয়া, জুনায়েদ আহমেদ ফলক, সফিকুল ইসলাম রুবেল, হিরণ মিয়া ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ। বক্তারা জঙ্গিবাদ নির্মূলে সকলকে এগিয়ে আসার আহব্বান জানায়।