Monthly Archives: April 2017

শায়েস্তাগঞ্জে সিএনজি ধাক্কায় পথচারী আহত

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে সিএনজি ধাক্কায় অজ্ঞাত পুরুষ (৫৫) আহত হয়েছেন। গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের কদমতলী নামকস্থানে এ দুঘর্টনা ঘটে। আহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ জামাল উদ্দিন শাহীন বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত ব্যক্তিকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হবিগঞ্জে বিদ্যুৎ কেন্দ্রে আগুন ॥ জাতীয় গ্রীডে ৫০ মেঘাওয়াট বিদ্যুৎ সরবরাহ বন্ধ

হবিগঞ্জ প্রতিনিধি ॥ মাধবপুরের শাহজীবাজারে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র এনার্জি প্রিমাতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের বিভিন্ন সরঞ্জামাদি পুড়ে গেছে। এতে ৫/৬ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শনিবার সন্ধ্যায় অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এনার্জি প্রিমার সিনিয়র একাউন্টেন্ট ও এডমিন আলাউদ্দিন জানান, শনিবার সাপ্তাহিক বন্ধ ছিল। ওই সময়ে তারা উৎপাদন কেন্দ্রের ভিতরে কাজ করছিলেন। হঠাৎ বিকট শব্দের সৃষ্টি হয়ে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। সাব স্টেশনে এই অগ্নিকান্ডের ফলে মূহুর্তেই আশপাশে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও মাধবপুর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। প্রায় ১ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি আরও জানান, সাব স্টেশনের ট্রান্সফরমারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সেখানে আর একটি ভাল ...

নবীগঞ্জে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে নবীগঞ্জ থানা পুলিশ। গত শনিবার ভোররাতে উপজেলার পৌর শহর এলাকা থেকে ১শত ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- উপজেলার দিঘীরপাড় গ্রামের মহিম উদ্দিনের ছেলে আনসার উদ্দিন (৪০), লতিফপুর গ্রামের তৈফ উদ্দিনের ছেলে প্রাইভেট কার চালক ছফি উদ্দিন (২৪), মধ্যসমত গ্রামের রফিক মিয়ার ছেলে আল-আমিন, মৌলভীবাজারের উত্তর কলিমাবাদ গ্রামের মনতাজ উদ্দিনের ছেলে জাহেদ আহমেদ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাজহারুল ইসলাম ও এসআই কবির উদ্দিনের নেতৃত্বে¡ একদল পুলিশ কলেজ রোডে অভিযান চালায়। এসময় বিভিন্ন গাড়ী তল্লাশী করার এক পর্যায়ে একটি প্রাইভেট কার আটক করে তল্লাশী করার সময় ১শত ৭০ পিস যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেটসহ চার ...

আলোনিয়া জামে মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করেলেন উপজেলা চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের আলোনিয়া গ্রামের বড়বাড়ি জামে মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। সম্প্রতি সকাল ১১টায় ভিত্তিপ্রস্থর স্থাপন উপলক্ষে বড়াবাড়ি গ্রামের আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগ সগ-সভপতি আলহাজ্ব মদরিস মহালদারের সভাপতিত্বে ও সৌদি প্রবাসী সমাজসেবক আলহাজ্ব রফিকুল ইসলাম রফিকের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সমুন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মিরাশী ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক শফিউল আলম তালুকদার মানিক, চুনারুঘাট পৌর যুবলীগ সভাপতি নাজিম রেজা, মিরাশী ইউপি আওয়ামীলীগ সভাপতি ইদ্রিস আলী আলতা মিয়া, সেক্রেটারী আব্দুস ছামাদ আজাদ, ...

হবিগঞ্জে স্বাধীনতা দিবস কাবাডি উদ্বোধন

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জে মহান স্বাধিনতা ও জাতীয় দিবস কাবাডি শুরু হয়েছে। রবিবার সকালে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় সুরমা জোনের ৮টি জেলাকে নিয়ে এই প্রতিযোগিতা শুরু হয়। উদ্বোধনী দিনে সিলেট ৪৪-১৭ পয়েন্টে নরসিংদী জেলাকে, হবিগঞ্জ জেলা ৩৮-৩৪ পয়েন্টে চাদপুর জেলাকে, মৌলভীবাজার ৩২-১৩ পয়েন্টে সুনামগঞ্জ জেলাকে এবং কুমিল্লা জেলা ৩৩-১৪ পয়েন্টে বি-বাড়ীয়া জেলাকে পরাজিত করে। এর আগে রবিবার সকালে প্রধান অতিথি হিসাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন, হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম। অতিরিক্ত পুলিশ সুপার আ স ম সামছুর রহমান ভ’ইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, সদস্য আব্দুল মোতালিব মমরাজ, কাবাডি ফেডারেশনের সদস্য জহিরুল ইসলাম, স্বপন আহমদ ...

সাতছড়ি জাতীয় উদ্যানে ৩ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী সমাপ্ত

স্টাফ রিপোর্টার ॥ বন ও বন্যপ্রাণী সংরক্ষনে জনসচেতনতা বৃদ্ধি এবং মানুষের জীবনে বন ও বনপ্রাণীর গুরুত্ব বিবেচনা করে ‘আলোকচিত্রে সাতছড়ি জাতীয় উদ্যান’ শীর্ষক ৩ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী সমাপ্ত হয়েছে। Wildlife Conservation Team of Bangladesh (WCTBD) ‘প্রহর ক্লাব’ এর যৌথ উদ্যোগে গত শুক্রবার (৩১ মার্চ) সকাল ১০টা থেকে সাতছড়ি জাতীয় উদ্যানে এ আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়। সাতছড়িতে আগত পর্যটকদের দৃষ্টি আকর্ষনের জন্য ‘বন ও বন্যপ্রানী বেঁচে থাকুক আমাদের আয়োজনে’, ‘আপনাদের প্রয়োজনেই আমরা, আমাদের আবাসস্থল ধ্বংস করবেন না’, ‘আমরা আমাদের স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই’ এমন সব স্লোগান ও বন্য প্রানীর ছবি সম্বলিত ফেস্টুনে সাজানো হয়েছিল প্রর্দশনীর বহিরাঙ্গন। গত শুক্রবার বেলা ৩টায় এই আলোকচিত্র প্রদর্শনীর অনুষ্ঠানিক উদ্বোধন হয়। সাতছড়ি রেঞ্জের রেঞ্জার মাহমুদ আলীর সভাপতিত্বে ...

চুনারুঘাটের আশরাফ ট্রাভেলস এন্ড টুরস্’র ১৫ যাত্রী নিয়ে ওমরা হজ্ব শেষে দেশে ফিরবেন আজ

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের মধ্যবাজার তালুকদার মার্কেটের ২য় তলায় অবস্থিত আশরাফ ট্রাভেলস এন্ড টুরস্ এর স্বত্ত্বাধীকারী আলহাজ্ব মো. আতাহার আলী ২০১৭ সালের প্যাকেজে ১৫ জন হজ্ব যাত্রী নিয়ে ওমরা হজ্ব শেষে সৌদি আরব থেকে দেশে ফিরছেন আজ সোমবার। উল্লেখ্য, গত ১৯ মার্চ রোববার সকাল ১১টায় চুনারুঘাট মধ্য বাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ১৫ জন হজ্ব যাত্রী নিয়ে রওনা হন। ওই দিন রাত ১টায় হযরত শাহজালাল (রাঃ) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার এ্যায়ালাইন্সযোগে সোমবার সকালে সৌদি আরবে পৌছান। এ বছর ওমরা হজ্বে সাথে রয়েছেন কাজী আঃ আহাদ, আঃ ছালাম, শেখ মোঃ আব্দুল আহাদ, সুন্দর আলী, আব্দুর রউফসহ ১৫জন নারী-পুরুষ নিয়ে ওমরা হজ্বে যান। এর পূর্বে গত ১৫ জানুয়ারী ২৯ জন ওমরা হজ্ব ...

চুনারুঘাটের মিরাশী ইউনিয়ন বিএনপি’র কাউন্সিল সম্পন্ন আব্দুর রব সভাপতি, শ্যামল সেক্রেটারী ও মাসুক সাংগঠনিক

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়ন বিএনপি’র কাউন্সিল সম্পন্ন হয়েছে। গত ৩১ মার্চ শুক্রবার দুপুর ২টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল সাড়ে ৫টা ভোট গ্রহণ চলে। এতে ৪৫৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। কাউন্সিলে অধ্যক্ষ মোঃ আব্দুর রব (২৪৭) ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধি এডঃ মনিরুল ইসলাম তালুকদার (১১৮) ভোট ও আব্দুর রহিম শ্যামল তালুকদার (২৪৩) ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচি হন। তার নিকটতম প্রতিদ্বন্ধি আবু তাহির লিল (১৯১) ভোট এবং মোঃ মাসুক মিয়া সরদার (২৪১) ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্ধন্ধি কবির মিয়া (১৯৫) ভোট পেয়েছেন। কাউন্সিল শেষে আলোচনা সভায় উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ...

মাসুদ চৌধুরী স্কুল এন্ড কলেজে স্বাধীনতা দিবসে ক্রীড়া প্রতিযোগিতা ও মা-সমাবেশ

রাণীগাঁও প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের মাসুদ চৌধুরী উচ্চ বিদ্যালয় স্কুল ও কলেজে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১০টায় স্কুল মাঠ প্রাঙ্গনে স্কুলের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ ও মা-সমাবেশ অনুষ্ঠিত হয়। মা সমাবেশে মাসুদ চৌধুরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক তরফদার আবিদের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আফজাল আহমেদ চৌধুরীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সিরাজাম মুনিরা, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও স্কুলের প্রতিষ্ঠাতা ম্যানেজিং কমিটি সভাপতি আলহাজ্ব মাসুদ আহমদ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, ...

বাহুবলে ৭ জনকে কুপিয়ে ক্ষত বিক্ষত

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার লামাতাশিতে ৭ জনকে কুপিয়ে ক্ষত বিক্ষত করেছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় ১ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহত সূত্রে জানা যায়, প্রায় বেশ কয়েক মাস পুর্বে ওই গ্রামের আমান উল্লাহর স্ত্রী লীলা বানুর উপর এসিড নিক্ষেপ করে একই গ্রামের মতলিব উল্লাহর ছেলে ও তার লোকজন। এ ব্যাপারে আমান উল্লাহ আদালতে একটি মামলা দায়ের করেন। সম্প্রতি মর্তুজ আলী ও তার লোকজন আদালত থেকে জামিনে ছাড়া পায়। জামিন নেয়ার পর গত মঙ্গলবার আবারও আমান উল্লাহর স্ত্রীকে বাড়িতে একা পেয়ে মারধর করে মর্তুজ আলী ও তার লোকজন। এর প্রতিবাদ করায় গত বুধবার আবারও মর্তুজ ...