ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে চাল বিতরণকালে এমপি আবু জাহির সরকারের পাশাপাশি বিত্তবানদের অসহায় লোকের পাশে দাঁড়াতে হবেসরকারের পাশাপাশি বিত্তবানদের অসহায় লোকের পাশে দাঁড়াতে হবে

হবিগঞ্জ প্রতিনিধি ॥ জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, বাংলাদেশের প্রাকৃতিক দূর্যোগের জন্য পৃথিবীর শিল্পোন্নত বড় দেশগুলোই দায়ী। তারা কার্বণ নিঃশ্বরণের মাধ্যমে বায়ূমন্ডলকে দূষিত করে। ফলে প্রকৃতিতে বিরূপ প্রভাব সৃষ্টি হয়। তিনি গত শনিবার লাখাই উপজেলার বুল্লা ও লাখাই সদর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে সরকারি চাউল বিতরণ উপলক্ষ্যে পৃথক পৃথক সমাবেশে এসব কথা বলেন। এমপি আবু জাহির বলেন, ধৈর্য ও সাহসিকতার সাথে সকল প্রকার প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করতে হবে। দেশের সকল মানুষকে দুর্যোগে সহযোগিতা এবং পুণর্বাসনের জন্য কাজ করে যাচ্ছে সরকার। তিনি এলাকার বিত্তবান ব্যক্তিদের দরিদ্র ও অসহায় লোকের পাশে দাঁড়ানোর আহবান জানান। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, ইউএনও মোহাম্মদ আলমগীর হোছাইন, জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক মোঃ আকরাম আলী, দপ্তর সম্পাদক মো. আলমগীর খান, বুল্লা ইউনিয়ন চেয়ারম্যান মোক্তার হোসেন বেনু, উপজেলা আওয়ামীলীগ নেতা আমিরুল ইসলাম আলমসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ। এমপি আবু জাহির প্রথমে বুল্লা ইউনিয়নের ভরপুর্ণি বাজারে ক্ষতিগ্রস্থ কৃষকদের সাথে কথা বলেন এবং ক্ষয়ক্ষতি পুরণে সরকারি সহায়তাসহ কৃষি পুণর্বাসনের আশ্বাস দেন। পরে তিনি একই ইউনিয়নের মাদনা বাজারে ক্ষতিগ্রস্থ হাওর পরিদর্শন এবং স্থানীয় কৃষকদের সাথে কথা বলেন। এছাড়াও তিনি লাখাই উপজেলার শিবপুরে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেন এবং ১ হাজার ৯শত কৃষকের প্রত্যেককে ৩০ কেজি চাউল, নগদ ৫০০ করে টাকা প্রদান কার্যক্রম শুরু করেন। এ সময় স্থানীয় চেয়ারম্যান, মেম্বারসহ এলাকার মুরুব্বিরা উপস্থিত ছিলেন। এমপি আবু জাহির সঠিক পরিমান চাউল এবং প্রকৃত ক্ষতিগ্রস্থদের হাতে দ্রুততম সময়ে সরকারি সহায়তা তুলে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন। পরে লাখাই বাজারে ক্ষতিগ্রস্থদের মাঝে তিনি চাউল বিতরণ করেন। সর্বশেষ তথ্য অনুযায়ী লাখাই উপজেলায় ৭ হাজার ক্ষতিগ্রস্থের জন্য আগামী ৩ মাস জনপ্রতি ৩০ কেজি করে চাউল এবং মাসিক ৫শত করে টাকা বরাদ্দ করা হয়েছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *