চুনারুঘাটে চা বাগানের ছায়াবৃক্ষ কেটে উজার করছে গাছপাচারকারীরা

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর ॥ চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগান, লস্করপুর চা বাগান, লালচান্দ চা বাগানের ছায়াবৃক্ষ কেটে উজার করছে গাছপাচারকারীরা। চা বাগনগুলোতে বৃক্ষ কাটার মহোউৎসব চলছে রাতের আধারে। চুনারুঘাটের শানখলা ও পাইকপাড়া ইউনিয়নের স্থানীয় কিছু প্রভাবশালী এবং গাছচোর চক্র রাতের আধারে নির্বিচারে চা-বাগানের এসব ছায়াবৃক্ষ খেটে নিয়ে চুনারুঘাট উপজেলার পৌরসভা, চুনারুঘাট সদর, পাইকপাড়া ও শানখলা ইউনিয়নসহ শায়েস্তাগঞ্জ উপজেলার পৌরসভা ও ইউনিয়ন, নুরপুর ইউনিয়নে অর্ধশতাধিক করাত কলগুলো ও ফার্নিচার দোকানে বিক্রি করছে। গাছগুলো বেশির ভাগ দেউন্দি, লস্করপুর ও লালচান্দ চা বাগান থেকে পিকআপ, ডায়না, ট্রাক, পাওয়ার টিলার, ইঞ্জিন চালিত ট্যাম্পো, ভ্যান গাড়ি যোগে মহাসড়কের পার্শ্বে, বাছিরগঞ্জ বাজার (সুতাং), চুনারুঘাটের বিকল্প অলিগলি রাস্তা দিয়ে পাচার হচ্ছে গভীর রাত থেকে ভোর ৫টা পর্যন্ত। দেউন্দি চা বাগান ব্যবস্থাপক মোঃ রিয়াজ উদ্দিন এ প্রতিনিধিকে জানান, প্রতিদিন দেউন্দি চা বাগান থেকে রাতের আধারে পাহাড়াদার থেকে গাছ পাচারকারীরা রাতের আধারে গাছ কেটে চুনারুঘাটের বিভিন্ন রাস্তা দিয়ে গাছ পাচার করছে। ছায়াবৃক্ষ অনেক গাছ উদ্ধার করে চা ফ্যাক্টরিতে রাখা হয়েছে। কিন্তু বাগান কর্তৃপক্ষ চুনারুঘাট থানায় দীর্ঘ কয়েক বছর ধরে বেশ কয়েকটি মামলা দিয়েছে। মামলার কোন আসামীদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি। আর গাছগুলো ক্রয় করছে প্রভাবশালী নেতারা। চুনারুঘাট থানা, পুলিশ ফাঁড়ি, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা, শায়েস্তাগঞ্জ থানার উপর দিয়ে বিভিন্ন করাতকলে চোরাইগাছ নিয়ে গেলেও আটক করছেনা পুলিশ। একটি সূত্র জানায়, গাছ পাচারকারীরা চুনারুঘাট থানা, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ও বন বিভাগের চেক পোষ্টদেরকে আতাত করে ব্যবসা করছে। অপরদিকে শায়েস্তাগঞ্জ রেঞ্জ-১, বনবিভট, চুনারুঘাটের রঘুনন্দন, শালটিলা ও সাতছড়ি বনভিটের রেঞ্জ, বনপ্রহরীকে প্রতিদিন মোটা অংকের টাকা দিয়ে রাতের আধারে ছায়াবৃক্ষগুলো পাচারকারীরা কেটে নিয়ে যাচ্ছে। স্থানীয় প্রভাবশালী ও সাধারণ গাছচোর চক্র নামধারী নেতাদের পরিচয় দিয়ে গাছ পাচার করছে। ওইসব গাছ পাচারকারী, করাতকলের মালিক, ফার্নিচার দোকানের মালিক, বন বিটের কর্মকর্তা কর্মচারীরা আংগুল ফুলে বছরে লাখ লাখ টাকার স্বপ্ন দেখছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *