চুনারুঘাটে শিক্ষা কর্মকর্তা ও শিক্ষককে মারপিট

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও প্রধান শিক্ষককে পেটালেন স্কুলের জমিদাতা। গত বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা সদর প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলা সদরে অবস্থিত প্রাথমিক বিদ্যালয়ের ৭৬ শতক জমি দান করেন জমি দাতা মৃত মুছিম উল্লা। কয়েকদিন পূর্বে বিদ্যালয় কর্তৃপক্ষ জমিটির পুরো অংশে দেয়াল নির্মাণ করতে গেলে বাধা দেন জমি দাতার ছেলে ও বর্তমান দাতা সদস্য জুয়েল মিয়া। বৃহস্পতিবার এ নিয়ে সদর প্রাথমিক বিদ্যালয়ে জমি দাতা জুয়েল মিয়া ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনায়েদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত হয়ে জুয়েল মিয়া ও তার সহযোগিরা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনায়েদ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলামকে কিল-ঘুষি মারতে থাকেন। এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও পথচারীরা শিক্ষা কর্মকর্তা ও প্রধান শিক্ষককে উদ্ধার করে উপজেলা কার্যালয়ে নিয়ে আসেন। এ বিষয়ে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনায়েদ বলেন, বিদ্যালয়ের দান করা ৭৬ শতক ভূমির মধ্যে ০২ শতক ভূমি জমি দাতা দিতে অপারগতা প্রকাশ করেন। আমি এটা নিয়ম বর্হিভূত বললে উত্তেজিত হয়ে তারা আমাকে মারধর শুরু করে। এ বিষয়ে জমি দাতা ও দাতা সদস্য জুয়েল মিয়ার সাথে আলাপ করলে তিনি বলেন, আমি শিক্ষা কর্মকর্তাকে মারতে যাব কেন? শিক্ষা কর্মকর্তাতো একজন ফেনসিডিল ও ঘুষখোর। তিনি উপজেলার স্কুল লেভেল ডেভেলপমেন্ট প্রজেক্টের লাখ লাখ টাকা আত্মসাৎ করে চলেছেন। এখন চাচ্ছেন আমার বিদ্যালয়ে সরকার কর্তৃক দান করা স্কুল লেভেল ডেভেলপমেন্ট প্রজেক্টের টাকা আত্মসাৎ করতে। এ নিয়ে আমার সাথে কথাকাটাকাটি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বার্হী কর্মকর্তা সিরাজাম মুনিরা ও চুনারুঘাট থানার ওসি কেএম আজমিরুজ্জামান।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *