চুনারুঘাট ইউএনওকে শোকজ

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা-ইউএনও সিরাজাম মুনিরাকে বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ শোকজ করেছেন। চুনারুঘাট পৌর শহরের দুইজন ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা ও হাতকড়া লাগিয়ে সামাজিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ এনে চুনারুঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতি-ব্যকস ইউএনও সিরাজাম মুনিরার বিরুদ্ধে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করে। রিট পিটিশন নং ৩৭৯৫/১৭। রায়ে ইউএনও সিরাজাম মুনিরাকে হাইকোর্ট শোকজ করেন এবং ৫০ হাজার চুনারুঘাট ইউএনওকে শোকজটাকা ব্যবসায়ীদের কেন ফেরত দেয়া হবে না এ মর্মে রুল জারি করা হয়।
প্রসঙ্গত, গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সিরাজাম মুনিরা চুনারুঘাট পৌর শহরের উত্তর বাজারে অভিযান চালিয়ে রড-সিমেন্ট দোকানের দুই ব্যবসায়ীকে আটক করেন। দোকানের সামনে ট্রাক দাঁড় করিয়ে রড সিমেন্টসহ মালামাল আনলোড করার অপরাধে ব্যবসায়ীদের হাতে হাতকড়া পড়িয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজাম মুনিরা। দন্ডপ্রাপ্তরা হলেন সুমা এন্টারপ্রাইজের প্রোপাইটর আব্দুল কাইয়ুম বাচ্চু মিয়া ও লিফা এন্টারপ্রাইজের প্রোপাইটর মাহমুদুল হাসান। তাদেরক কাছ থেকে ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা জরিমানা আদায় করেন ইউএনও। এ ঘটনার প্রতিবাদে চুনারুঘাট পৌর শহরের সব দোকান বন্ধ রেখে ব্যবসায়ীরা মানববন্ধন, প্রতিবাদ ও ইউএনওকে প্রত্যাহারের দাবি জানান।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *