প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সৌদি আরবের আলহাছা

মোঃ মিজানুর রহমান, সৌদি আরব প্রতিনিধি ॥ প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সৌদি আরব দাম্মামের আল-হাছা জেলার সীমান্তবর্তী এলাকা। মরুভ’মি আর ধু-ধু বালুর তোপে বেষ্টিত মধ্য এশিয়ার এই দেশ সৌদি আরব। গত দু’দিন যাবৎ সৌদিআরব প্রতিনিধি হিসেবে সরজমিনে সেখানে অবস্থান করলে দেখা যায় অপরূপ এক প্রাকৃতিক সৌন্দর্যের সবুজ লীলা নিকেতন। সেখানকার প্রাকৃতিক পরিবেশ দেখলে কিছুতেই মনে হয় না যে এটা মরুভূমির দেশ, মনে হয় যেন বাংলাদেশের নির্জন পাহাড়ী এলাকার কোন এক প্রান্তর। সৌদি আরবের জাতীয় ফল খেজুর। যে ফলটি বিশ্বনবী মোহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ) ফলের মধ্যে সবচেয়ে বেশী পছন্দ করতেন। এজন্যই এটি সৌদি আরবের জাতীয় ফল এবং খেজুর গাছটি ও জাতীয় গাছ বলে বিবেচিত। সেই খেজুর বাগানেই আবেষ্টিত জেলার পুরোটি কাতার সংলগ্ন সীমান্তনবর্তী এলাকা। সেখানেই অবস্থিত বিশ্ব ইতিহাসের সেই নন্দিত প্রেম কাহিনী লাইলী মজনুর প্রেম বিরহের স্মৃতি বিজরিত পাহাড়। লাইলী মজনুর প্রেমের পাহাড় বলে সকলের কাছেই পরিচিত। প্রতিদিন বিকেল বেলা শত শত দর্শনার্থীর ভীড় জমে। যার প্রবেশ টিকেট ৫০ রিয়াল বাংলার ১০৫০ টাকা। এর কিছু দূরে গেলেই দেখা যায় নির্জন পাহাড়ী এলাকার ভিতরে একটি সুন্দর চিড়িয়াখানা। চিড়িয়াখানাটিতে রয়েছে বাঘ, সিংহ, হরিন, গাধা, শিয়াল,বানর সহ নানা প্রজাতির প্রানী। এখানকার প্রবেশ মূল্য ১০ রিয়াল বাংলার ২১০টাকা। চিড়িয়াখানা থেকে কিছু দূরেই রয়ছে হুপ হুপ নামের প্রবাসী বাংলাদশী মার্কেট। প্রতিদিন বিকেল বেলায় বসে প্রবাসী বাংলাদেশীদের মিলন মেলা। সেদিন আমিও উপস্থিত হয়েছিলাম তাদের সাথে চা চক্রের এক মূহুর্তে। শুনলাম তাদের সুখ দুঃখের কথা। কথা হয় সেখানে দীর্ঘদিন যাবৎ অবস্থানরত আব্দুস সালাম, বেলাল আহমেদ, সোলায়মান হক চৌধুরী সামছুদ্দিন,নূর আলম চৌধুরী, আব্দুল হান্নান, সাইফুল ইসলাম সহ অনেকের সাথে। সকলেই বর্তমান সৌদি আরবের অর্থনৈতি অবস্থা নিম্নমানের কথা উল্লেখ করেন। খুব শীঘ্রই এ অবস্থার উন্নতি হবে বলে তারা আশাবাদী।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *